নিজেকে জানার জন্য আত্ম-বিশ্লেষণমূলক প্রশ্ন
১. আমি এ বছরের জন্য যে লক্ষ্য স্থির করেছিলাম তা কি পেয়েছি?
২. আমি যে সেবা দিতে সফল সেরকম সেবা কি দিতে পেরেছি কিংবা এই সেবার কোনাে অংশের কি উন্নয়ন ঘটাতে পেরেছি?
৩. আমি যতটুকু করতে সক্ষম সেই পরিমাণ সার্ভিস কি দিয়েছি?
৪. আমার আচার-আচরণ কি সর্বদা সুর-ছন্দময় এবং সহযােগিতামূলক
ছিল?
৫. কাজে গড়িমসি করার কারণে কি আমার দক্ষতা হ্রাস পেয়েছে এবং | পেলেও সেটা কতটুকু?
৬. আমি কি আমার ব্যক্তিত্বের উন্নয়ন ঘটাতে পেরেছি? পারলেও সেটা
কতটুকু?
৭. আমি আমার কাজ শেষ করার জন্য লেগেছিলাম?
৮. আমি কি সবকিছুতেই সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি?
৯. ভয়ের ছয়টি মূল ভিত্তির কারণে কি আমার কাজে দক্ষতা হ্রাস পেয়েছে?
১০. আমি কি অতিরিক্ত সতর্ক কিংবা অসত
১১. আমার সহযােগিদের সঙ্গে আমার সম্পর্ক কি ভালাে ছিল নাকি মন্দ? যদি মন্দ থাকে তবে কি দোষটা তাদের নাকি পুরােটাই আমার?
১২, মনােযােগের অভাবে কি আমার শক্তির অপচয় ঘটিয়েছে?
১৩, আমি কি সকল বিষয়ে খােলা মন এবং ধৈর্য্যের পরিচয় দিয়েছি?
১৪. কর্মক্ষেত্রে আমি আমার দক্ষতা কোন দিকে উন্নয়ন ঘটিয়েছি?
১৫, আমি কি আমার কোনাে অভ্যাসে অসংযমের পরিচয় দিয়েছি?
১৬, আমি কি প্রকাশ্যে কিংবা গােপনে আমার অহং প্রকাশ করেছি?
১৭. আমি আমার সহযােগিদের সঙ্গে কি এমন কোনাে আচরণ করেছি যাতে তারা আমাকে সম্মান প্রদর্শন করেছে?
১৮. আমার মতামত এবং সিদ্ধান্তগুলাে কি অনুমানভিত্তিক ছিল নাকি চিন্তা ভাবনা |
১৯. আমি কি আমার সময়, খরচ এবং উপার্জন বাজেট করে চলার অভ্যাসটি অনুসরণ করেছি? নাকি এসব বাজেটের বিষয়ে রক্ষণশীল ছিলাম? ও বিশ্লেষণের ফসল ছিল?
২০, আমি বেহুদা কাজে কতটা সময় নষ্ট করেছি যেটা অন্য কাজে ব্যয়
করলে অনেক লাভবান হতে পারতাম?
২১. আমি আমার সময় আবার নতুন করে বাজেট করব যাতে সামনের বছরটি আরাে দক্ষতার সঙ্গে চালিত করতে পারি?
২২. আমি কি এমন কোনাে কাজ করে অপরাধ বােধে ভুগছি যাতে আমার বিবেকের সায় ছিল না?
২৩, আমি কি কারাে সঙ্গে অসদাচারণ করেছি, করলেও কীভাবে?
২৪. আমি কি সঠিক পেশায় রয়েছি? যদি না থাকি তবে কেন নেই?
২৫, সাফল্যের মৌলিক সূত্রগুলােতে আমার বর্তমান রেটিং কোথায়?
করবেন তার একটি বাস্তবসম্মত পরিকল্পনা করে ফেলুন। যারা সব খুইয়েছেন এবং যারা মাত্রই শুরু করতে যাচ্ছেন, এরা সকলেই এ লেখাটি পড়ে উপকৃত হবেন আশা করা যায় ।