জিবন ।বরই সুখ ও কষ্ট ময়।এখন থেকে বের হবার কোন বুদ্ধি নেই।আসুন জেনে নেওয়া যাক এমন কিছু ফর্মুলা যার দ্বারা আপনি একটা পারফেক্ট লাইফ লিড করতে পারবেন।
১.ভালো করে পড়া শুনা করা: জিবনে পড়াশুনার বিকল্প কিছু নেই।নিজের ভালো বুঝতে হলে পড়া শুনা করতেই হবে।হ্যা একটু ত কষ্ট হবেই।
২.বাবা মাকে খুশি রাখা: বাবা মাকে খুশি রাখুন।জিবনে এমনিতেই সার্থক হবে।বাবা মার কথা মেনে চলুন।তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।
৩.কর্মজীবী হউন: আপনাকে অবশ্যই কর্মনির্ভর হতে হবে।আর সব সময় ভালো এবং হালাল কাজ করুন।বেশি জীবিকার আসা করুন।আপনি যদি জিবনে সফল হতে চান কমপক্ষে আপনাকে মাসে ১৫ হাজার টাকার একটি স্যালারিতে কাজ করতে হবে।যাতে আপনার আর্থিক কষ্ট না থাকে।আর্থিক কষ্ট না থাকলে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি হবেন।দৈনিক একটি খরচের লিস্ট তৈরি করবেন।দিনে সর্বোচ্চ গড়ে ৫০০ টাকা খরচ করুন।
৪.নিয়মিত ঘুম:আপনাকে দৈনিক গড়ে ৮ ঘণ্টা ঘুমাতে হবে।সঠিক ভাবে ঘুমানোর চেষ্টা করুন।ঘুমের আগে ভালো ভালো জিনিসের কথা চিন্তা করুন।ঘুমানোর আগে এক গ্লাস পানি খান।ঘুমানোর আগে চিন্তা করুন আজ সারাদিন আপনি কি কি কাজ করলেন।
৫.নিয়মিত ৩ বেলা খাবার খান।আপনার কাছে মুখরোচক খবরটি সপ্তাহে ১-২ বার খান।এগুলো আপনাকে মানসিক প্রশান্তি দেবে।সুষম খাবার খান।
৬.ভালো আছি বলার চেষ্টা করুন: অবশ্যই ভালো আছি বলার চেষ্টা করবেন।এতে আপনি ভালো না থাকলেও আপনি নিজেকে” ভালো আছি” ভাববেন।কখন বলবেন। না খারাপ আছি।এমন কি অসুস্থ থাকলেও না।
৭.লিখালিখি করার অভ্যাস গড়ে তুলুন।এতে আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে।লিখালিখি গুলো প্রকাশ করার চেষ্টা করুন।সবসময় ভালো লিখা লেখার চেষ্টা করুন।
৮.এক জন ভালো সহধর্মিণী র সাথে বসবাস করুন: একজন সহধর্মিণী জিবনে অত্যাবশ্যক।সেই সহধর্মিণী অবশ্যই বাবা মার পছন্দ হতে হবে।তাহলে জিবনে সুখের হবে।পরিবারের যেকোন বলা মুসিবত দুর করা যাবে।
৯.দুটো সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়: এই নীতি অনুসরণ করুন।সন্তানের সব সময় খেঁয়াল রাখুন।তাদের সব সময় সময় দিন।যাতে তারা আপনার সাথে বন্ধু প্রিয় আচরণ করতে পারে।
১০.ভ্রমণ: ভ্রমণ মানুষকে আনন্দ দিতে পারে।নিয়মিত ভ্রমণ করুন।বছরে কমপক্ষে ২ বার।
১১.সৃষ্টি কর্তার ইবাদত করুন: সৃষ্টি কর্তার ইবাদত করুন।এতে সৃষ্টি কর্তা আপনার উপর খুশি হবে।পরকালের জিবনে শিখেন হবে।
১২.সবার উপকার করুন: সবার উপকার করুন। কারো ক্ষতি করবেন না।সবার সাথে হাসি মুখে কথা বলুন।কখন রেগে যাবেন না।
১৩.দেশের প্রতি শ্রদ্ধা শীল হবেন:দেশের মানুষকে ভালোবাসবেন।গণ তন্তের নিয়ম মেনে চলুন।
১৪.আত্মবিশ্বাসী হবেন ।
গভীর রাত নিয়ে স্ট্যাটাস
আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং...