মানুষের চোখ দুইটির বদলে একটি থাকলে কি সমস্যা হত?
উত্তরঃ মানুষের চোখ যদি একটি থাকতো তবে আমরা আমাদের দেখা দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক দূরত্ব বুঝতে পারতাম না। ব্যাপার টা কেমন? ধরুন, আমরা আমাদের সামনে একটি গাছ দেখতেছি, গাছটির পেছনে আরেকটি গাছ আছে। প্রথম গাছ থেকে দ্বিতীয় গাছের মধ্যে একটু দূরত্ব আছে। যখন, আমরা এক চোখ দিয়ে এই দৃশ্য টি দেখবো তখন দুইটি গাছের মাঝের দূরত্ব বুঝতে আমাদের সমস্যা হবে। এই কারণে, আমরা এক চোখ দিয়ে সুইয়ে সুতা লাগাতে পারিনা বা পারলেও কষ্ট হয়। কারণ আমরা যখন সুই সুতাতে দিব সুইয়ের ছিদ্র আর সুতার মুখ কাছাকাছি বা দূরে আছে কিনা আমরা বুঝতে পারিনা। চাইলে আপনিও চেষ্টা করে দেখতে পারেন।
হাইওয়ের মাঝে বাঁকা রাস্তায় ঢালু থাকে কেন?
উত্তরঃ যখন কোনো গাড়ি হাইওয়েতে মোড় নিতে যায় তখন তা রাস্তা থেকে অনেকটা দূরে সরে যেতে চায়। এটা হয় একারনে যে যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তা কেন্দ্র থেকে দূরে সরে যেতে চায়। এখানে এক ধরনের বল কাজ করে যাকে কেন্দ্র বিমুখী বল বলে। আমরা যখন হাতে চাবির রিং আঙ্গুলে রেখে ঘুরাতে থাকি কোনো কারণে সেটা আঙ্গুল থেকে উপরে উঠে গেলে দেখা যায় সেটা অনেক দূরে গিয়ে পড়ে। এর কারণও ঐ কেন্দ্র বিমুখী বল। একারণে, যখন কোনো গাড়ি মোড় নিতে যায় তখন রাস্তা থেকে অনেকটা দূরে সরে যেতে চায় এই জন্য রাস্তার এক পাশ উঁচু করা থাকে। বাম দিকে মোড় নিতে গেলে ডান পাশে উঁচু করা থাকে আর ডান দিকে মোড় নিতে গেলে বাম পাশে উঁচু করা থাকে যাকে বিজ্ঞানের ভাষায় আমরা ঢাল বা ঐ জায়গায় উৎপন্ন কোণের Tangent এর সমান।
পাখি কে কেন বিদ্যুৎ শক করেনা?
উত্তরঃ শুধু পাখি কে না আপনাকেও বিদ্যুৎ শক করবেনা যদি আপনিও পাখির মত করে তারে বসেন বা ধরেন। তার মানে? তার মানে স্পষ্ট পাখিকেও বিদ্যুৎ শক করবে যেমন আমাদের করে যদি তারা আমাদের মত করে তার ধরে। বিদ্যুৎ শক বা ধরা বলতে যা বুঝায় তা হলো বিদ্যুৎ শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হতে হবে। সাধারণত বিদ্যুতে দুই ধরনের তার (+) ও (-) থাকে। এই দুইটি যদি আপনি এক সাথে ধরেন তবেই আপনার শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হবে আর আপনি বিদ্যুতায়িত হবেন। পাখি সাধারণত এক তারে বসে তাই তাদের বিদ্যুৎ ধরেনা। আপনিও যদি এক তার ধরেন তবে আপনাকেও বিদ্যুৎ ধরবেনা তবে শরীরের অন্যান্য অংশ কিন্তু মাটি থেকে উপরে বা বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এমন বস্তু থেকে আলাদা থাকতে হবে।
এই ছাড়াও, পাখির পা যে ধরনের সেখানে বিদ্যুৎ হাই ভোল্টেজ না হলে প্রবাহিত হতে পারেনা। অনেকটা প্লাস্টিকের মত, প্লাস্টিকের মতো হওয়ায় প্লাস্টিক যেমন বিদ্যুৎ প্রবাহিত করেনা তেমন পাখির পা ও অনেকটা ঐ রকম।