Cheap price backlink from grathor: info@grathor.com

প্রেমের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর, স্ট্যাটাস, উক্তি

আসসালামুআলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই বেশ ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটি আর্টিকেল নিয়ে ( প্রেমের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর, স্ট্যাটাস, উক্তি)। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমরা প্রত্যেকে পরিচিত। তিনি যেমন গল্পের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় তুলে ধরেছেন তেমনি ছোট বড় বিভিন্ন কবিতা লেখার মাধ্যমেও নিজের অনুভূতিকে ফুটিয়ে তুলেছেন।

তার লেখা কবিতাগুলো শুনলে ভেতর থেকে আপনি রোমাঞ্চকর অনুভূতি পাবেন। যদি আপনি তাকে ভালবাসেন তাহলে আপনি সহজেই তার কবিতাগুলির মানে বুঝে নিতে পারবেন, বুঝে নিতে পারেন একটি লাইনের আড়ালে থাকা হাজারটি লাইনের কথা।আজকে আমরা রবীন্দ্রনাথের একটি ছোট প্রেমের কবিতা শুনবো। এছাড়াও আর্টিকেলের শেষ দিকে থাকছে প্রেম নিয়ে কিছু স্ট্যাটাস যেগুলো রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতার অর্থ থেকে নেওয়া। চলুন শুরু করা যাক তবে।

প্রেমের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর

প্রেমের হাতে ধরা দেব

– রবীন্দ্রনাথ ঠাকুর

প্রেমের হাতে ধরা দেব

তাই রয়েছি বসে;

অনেক দেরি হয়ে গেল,

দোষী অনেক দোষে।

বিধিবিধান – বাঁধনডোরে

ধরতে আসে , যাই সে সরে,

তার লাগি যা শাস্তি নেবার

নেব মনের তোষে।

প্রেমের হাতে ধরা দেব

তাই রয়েছি বসে।

লোকে আমায় নিন্দা করে,

নিন্দা সে নয় মিছে,

সকল নিন্দা মাথায় ধরে

রব সবার নীচে।

শেষ হয়ে যে গেল বেলা,

ভাঙল বেচা – কেনার মেলা,

ডাকতে যারা এসেছিল

ফিরল তারা রোষে।

প্রেমের হাতে ধরা দেব

তাই রয়েছি বসে ।

বন্ধুরা এই ছিল রবীন্দ্রনাথের একটি ছোট প্রেমের কবিতা। চলুন এবার কয়েকটি প্রেমের স্ট্যাটাস শুনে নেওয়া যাক।

প্রেমের স্ট্যাটাস, উক্তি

১. ধরা আমি দিতে চাইনি তোমার প্রেমে, তবুও এ যেন কোনো এক মায়ার কারসাজি!

২. আমি তোমার লেখা গল্পে ডুবে রই সরক্ষণ, তোমার লেখা গল্পে খুঁজে বেড়াই তোমাকে, তোমার লেখা গল্পে যেতে চাই হারিয়ে!

৩. আমার উপন্যাসই বোধয় তোমার আর আমার মিষ্টি প্রেমের সাক্ষী!

৪. পাখি উড়ে উপরের ঐ স্বাধীন আকাশের পানে, অস আমি উড়তে চাই তুমি নামের সেই মুক্তি স্বাধীন আকাশে পাখির মতো…

৫. ধরো যদি এমন হতো, আমি আর তুমি হয়ে যেতাম এক উপন্যাসের দুটি প্রেমের চরিত্র।

৬. এই জীবনে আমরা সবাই কোনো এক পবিত্র প্রেমের খোঁজে মাতাল হয়ে থাকি, ডুবে যেতে চাই প্রেম নামক গভীর সমুদ্রে।

৭. গৌধুলির পানে যখন উপন্যাসের এক একটা লাইন লিখি তখন মনে হয় পাশেই যেন বসে তুমি..

৮. চেষ্টা তো হলো অনেক, এবার বোধয় প্রেমের হাতে দিতেই হবে ধরা!

৯. তোমার জন্য অপেক্ষায় বসে সময় যায়, তবে যাক না.. প্রেম আসবে জেনে ধরা দিতে আছি যে বসে সারাক্ষণ!

১০. এই ভুবনে আমার কাছে প্রেম বলতে কেবল তুমিই!

বন্ধুরা এই ছিল আপনাদের জন্য একটি ছোট প্রেমের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা এবং প্রেমের কিছু স্ট্যাটাস। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন এবং এ ধরনের আরও ক্যাপশন পেতে এখানে ক্লিক করো আর গ্রাথোর ফেসবুক পেজে একটি লাইক দাও।

Related Posts

8 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No