পড়ূ মনে রাখার সহজ উপায়,
পড়া কারো এমনিতে মনে থাকে না। পনের পড়া মনে রাখার কয়েকটি সহজ উপায় হল। দিন রাত ২৪ ঘন্টায় বই পড়তে হয় না। সকালে দুই ঘন্টা রাতে দুই ঘন্টা বই পড়লে এনাপ।বই পড়া সবার মনে থাকে না করন বই সবাইকে অপন করে নয় না। বা সবাউ বইকে আপন করে নিতে পারেনা।যে বই মন থেকে পড়ে তারই একমাত্র বই পড়া মনে থাকবে। বইয়ে শুধু পড়লেই হয় না বই মন দিয়ে বুঝতে হয় কি লেখা হয়েছে বইয়ের কথাগুলোতে। যে মন দিয়ে বই পড়ে তারই একমাত্র বইয়ের পড়া মনে থাকবে। যেমন কাউকে যখন ভালোবাসা দিবে তখনই তুমি ভালোবাসা তো পাবে তেমনি বইয়ের ব্যবহারটাও। বইছে যখন তুমি ভালবাসাকে আপন করে নিবে এবং পড়বে তখনই তো তোমার বই পড়া মনে থাকবে। ভালবাসতে যেমন মন লাগে মন না থাকলে ভালোবাসা হয় না। তেমনি বই পড়তে মন লাগে বই যদি মন থেকে যদি বই পড়া না হয় তাহলে বই পড়া মুখস্ত থাকবে না। তাই আমাদের বই পড়া মনে রাখতে হলে যেটুকু সময় বই পড়ি না কেন মনোযোগ দিয়ে বই পড়বো মন থেকে বই পড়বো।