ফেইসবুক থেকে ভিডিও আপলোড করে টাকা আয়

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ।কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সবাই যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলেই নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়।

সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেইসবুক সকলের নিকট খুবই জনপ্রিয় একটি মাধ্যম। প্রায় সকল বয়সের মানুষই এখন ফেসবুকের আওতাধীন রয়েছে।তাই জনপ্রিয় এই মাধ্যমটি হয়ে উঠেছে এখন ব্যবসায়ীদের প্রধান কেন্দ্রবিন্দু। আমরা অনেক  সময়ে ফেইসবুকে যেকোনো ধরণের ভিডিও দেখতে গেলে বিভিন্ন এড দেখতে পাই। কখনো কি ভেবে দেখেছেন এই এড কেন আছে? কিভাবে আসে?

ফেইসবুক ভিত্তিক ই কমার্স সাইটসমূহ এখন ডিজিটাল মার্কেটিং এর উপর নির্ভরশীল।একসাথে খুব অল্প সময়ে অধিক সংখ্যক কাস্টমারকে রিচ করা যায় বিধায় ডিজিটাল মার্কেটিং সকলের নিকট এক আস্থার নাম। Facebook ads  হলো  ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ।

ক্রিয়েটিভ উপায়ে আপনি আপনার কন্টেন্ট এর মধ্যে ঠিক যত পরিমানে এড দেখাতে পারবেন ঠিক তত সংখ্যক কাস্টমার রিচ করাতে পারবেন।তাই আজকাল এমন  অনেক এজেন্সি রয়েছে যারা facebook ads এর মাধ্যমে আপনার কন্টেন্ট কিংবা আপনার ব্যবসাকে পৌছে দিতে পারবে টার্গেট কাস্টমারদের  কাছে।

আপনি যদি আপনার ব্যবসায় কিংবা আপনার কন্টেন্টে ফেইসবুক মার্কেটিং করতে চান তাহলে আপনাকে  Facebook ads ব্যবহার করতেই হবে।আজকাল এমন অনেক ধরণের এজেন্সি রয়েছে যারা নির্দিষ্ট সংখ্যক টাকার বিনিময়ে আপনাকে ads এনে দিবে।Facebook Ads কাস্টমার রিচ করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।আপনার কেমন ধরণের ভিউ কাস্টমারদের লাগবে তার উপর ভিত্তি করে আপনাদের facebook ads ক্রিয়েট করে থাকে।

এই সকল ফেইসবুক এড ভিডিও এর মাধ্যমে ফেইসবুকে আপলোড দেওয়া হয়।এই ফেইসবুক এড সমূহ এর রিচ অনুসারে এইগুলোর থেকে টাকা আয় করা যায়।

ধন্যবাদ সবাইকে।সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।

Related Posts