আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনি আপনার ফেসবুক আইডি ভেরিফিকেশন করবেন। লাইফ টাইম এর জন্য আইডি স্থায়ী করুন।
আজকাল ফেসবুক এ অহরহ আইডি ডিজেবল করে দেওয়া হচ্ছে। খুব ছোটখাট কিছু সমস্যার জন্য ফেসবুক আইডি ডিজেবল করে দেওয়া হচ্ছে। এমনকি কেউ সাধারন একটি রিপোর্ট মারলেও আইডি ডিজেবল করে দেওয়া হচ্ছে ফেসবুক থেকে। কিন্তু আপনি যদি আপনার আইডি ভেরিফিকেশন করেন,ফেসবুক এর কাছে নিজের পরিচয়পত্র প্রধান করেন তাহলে আপনি এসকল সমস্যা থেকে মুক্তি পাবেন। সহজে কেউ আপনার আইডি ডিজেবল করতে পারবে না। কেউ রিপোর্ট কিংবা ফ্যাক পোস্ট করলেও আপনার আইডি ডিজেবল হবে না।
ফেসবুক আইডি ভেরিফিকেশন করার জন্য আপনার প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র বা আনআইডি কার্ড,জন্মনিবন্ধন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। এর যেকোনো একটা দিয়ে আপনি আপনার আইডি ভেরিফিকেশন করতে পারবেন।
আপনি আইডি ভেরিফিকেশন করার জন্য সবার প্রথম এ চলে যাবেন ফেসবুক এর অফিসিয়াল অ্যাপ এর setting and prayvecy তে ক্লিক করবেন। setting and prayvecy ক্লিপ করার পর অনেক গুলো অপশন দেখতে পাবেন এখানে শুধু setting এ ক্লিক করবেন। তারপর personal information এ ক্লিক করবেন। personal information এ ক্লিক করার পর identify confirmations এ ক্লিক করবেন। তারপর আপনি আপনার পরিচয় এবং সাথে আইডি বা জন্মনিবন্ধন কার্ড এর ছবি দিয়ে সাবমিট করবেন। মনে রাখবেন আপনার আইডি বা জন্মনিবন্ধন কার্ড এ যেরকম আছে ফেসবুক এ সব কিছু ওই রকম করে দিতে হবে। কোন কিছু না মিল্লে আপনার আইডি ভেরিফাই হবে না।
সবকিছু ঠিক থাকলে মাএ কিছুক্ষন এর মধ্যে ফেসবুক আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে।আপনার আইডি ভেরিফাই হয়ে গেলে কেউ রিপোর্ট মেরে আপনার আইডি ডিজেবল করতে পারবে না। ভালো থাকবেন সবাই। আজকে এ পযন্ত। আল্লাহ হাফেজ