আসালামু আলাইকুম কেমন আছেন সম্মানিত পাঠকগণ?আশাকরি আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় রইলো। ফেসবুক কিভাবে চালায় ? ফেইসবুক কিভাবে ব্যবহার করবেন এ থেকে জেড –
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেইসবুক। বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেইসবুক। ফেইসবুক এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম জাতি ছেলে ,বুড়ো মানুষ খুব সহজে এবং সাচ্ছন্দে ব্যবহার করতে পারে। কিন্তু আমরা কি ফেইবুকের সঠিক ব্যবহার জানি?কোন জিনিস ব্যবহার করা অথবা ঠিকভাবে ব্যবহার করার মাঝে অনেক তফাৎ রয়েছে।
আজ আমি তাই আপনাদের ফেইবুকের সঠিক ব্যবহারটি তুলে ধরবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন।
১.ফেইবুকে পরিচিত মানুষ ছাড়া কখনো বাইরের অপরিচিত কাউকে বন্ধু হিসেবে এড করবেন না।
২. ছবি সবসময় ফ্রেন্ডস এ শেয়ার করবেন।
৩.প্রোফাইল পিকটি সবসময় ব্লো বেইজ ব্যবহার করবেন।
৪.ফেইসবুকে কোন অপরিচিত লিংক কিংবা স্প্যাম মেসেজ ওপেন করা থেকে বিরত থাকুন।এতে আপনার আইডি হ্যাক হবার সম্ভাবনা থাকে।
৫. কোনো পাবলিক পোস্টে কমেন্ট করা করা থেকে বিরত থাকুন।
৬.কোনো গ্রূপে এড হবার আগে তার কার্যকলাপ জেনে বুঝে এড হবেন।
৭.নিজের সকল ব্যক্তিগত তথ্যাদি ফেসবুক এ শেয়ার করা থেকে বিরত থাকুন।
৮.ফেসবুকে পোস্ট করার ক্ষেত্রে লোকেশন এড করা বন্ধ করুন। এতে সহজে আপনার বিরোধী ব্যক্তিরা আপনার অবস্থান জেনে আপনার ক্ষতি করতে পারে।
৯.ফেইসবুক একাউন্ট খোলার সময় অবশ্যই একটি মোবাইল নম্বর যোগ করে দিবেন। যাতে কেউ আপনার আইডিতে ঢুকতে গেলে আপনার কাছে নোটিফিকেশন আছেন।
১০.ফেইসবুকে কাউকে ফ্রেন্ড হিসেবে এড করার ক্ষেত্রে জেনে বুঝে এড করবেন।
এইরকম আরো নানান ধরণের কারণ বিদ্যমান রয়েছে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে। ফেসবুক ব্যবহার করা সহজ কিন্তু সঠিক উপায়ে ব্যবহার করা একটু কঠিন। তাই কোনো জিনিস সঠিক উপায়ে ব্যবহার করা উচিত। এতে কেউ আপনাকে ক্ষতি করা থেকে বিরত থাকবেন।
আশা করি আজকের পোস্টটির মাধ্যমে কিভাবে ফেইসবুক ব্যবহার করবেন সেই সম্পর্কে জানাতে সক্ষম হয়েছি। ধন্যবাদ সবাইকে।
ভালো থাকুন
সুস্থ থাকুন