আমরা সবাই মানুষ।মানুষের মাত্রই ভুল হয়।আমিও মানুষ।তাই আমার ও ভুল হতে পারে।যদি কোন ভুল করি ক্ষমার চোখে দেখবেন।
জীবনে অনেক মানুষের সাথেই তো দেখা হয়।তারা সবাই আপন হয়না।
মানুষ প্রকৃতির নিয়মে একদিন জন্মগ্রহন করে। যারা রক্তের সম্পর্কে সম্পর্কযুক্ত তাদের আমরা আত্নীয় বলি।কিন্তু রক্তের সম্পকের বাইরেও আরেকটি পবিত্র সম্পর্ক গড়ে ওঠে। তার নাম বন্ধুত্ব।
বন্ধুদের মাঝে কোন স্বার্থ থাকেনা। তাদের মাঝে সবসময় চলে জগড়া দুষ্টুমি। এই একটু আগেই হলো মারামারি,ঝগড়া।আবার 5 মিনিট পরেই মিল হয়ে গেল।
এরই নাম বন্ধুত্ব।
সেই স্কুলে যাওয়া নিয়ে কত ইতিহাস। এক বন্ধু বলে এই দোস্ত আজকে স্কুল এ যাবি?
যদি বলে না দোস্ত আজকে স্কুলে যাবনা।তাহলে আরেকটি বন্ধুও বলে তাহলে আমিও যাবনা।
হ্যাঁ,এরই নাম বন্ধুত্ব।
সেই বন্ধুদের সাথে কত স্কুল পলায়ন। পরদিন এসে আবার একসাথে শাস্তি নেওয়া।একে অন্যের দিকে তাকিয়ে হাসাহাসি করা।
সেই টিফিন বেলাই বন্ধুদর সাথে একসাথে টিফিন খাওয়া। অন্যের টিফিন জোর করে কেড়ে নেওয়া।খেতে খেতে কত দুষ্টামি।হাসাহাসি। কত ইতিহাস।সবকিছুই সব আজ মনে পড়ে।কোথাই গেল সেই দিনগুলো? হায়রে আর ফিরে পাবনা সেই দিনগুলো।সব অতল গর্ভে হারিয়ে গেছে।।।।
যদি কোন স্যার ক্লাসে গোলমাল করার জন্য শাস্তি দেয় তাহলে আরেকেটি কাছের বন্ধুকে বিনাদোষে দোষারোপ করে নিজের সাথে শাস্তি নেওয়া এবং অপর বন্ধুটি মুখ বুজে সেই শাস্তি গ্রহন করা। হ্যাঁ এরই নাম বন্ধুত্ব।।
আজকে সেই বন্ধুদের খুব মিস করি। স্কুল লাইফ খুব মিস করি।আর কি ফিরে পাব সেই জীবন? না কখনোই সম্ভব না। সময় গেলে কি সাধন হয়? না কখনোই হয়না।
সময় থাকতে আমরা সময়ের মূল্য বুজতে পারিনা।
সময় চলে গেলে তো আমরা সময়ের মর্যাদা বুজতে পারি।
ঠিক তেমনই বন্ধুরা থাকতে আমরা তাদের মূল্যয়ন করতে পারিনা।এখন স্কুল লাইফ শেষ তাই সব শেষ।
এখন তো অনুভূত হয় বন্ধুত্ব কি।
ভালোবাসার মানুষগুলো যখন আশেপাশে থাকে তখন তাদেরকে বুজতে পারিনা। যখন হারিয়ে যায় তখন তো বোজা যায়।
এখন বুজছি তারা কি ছিল।তারা ছিল সাত রাজার ধন।
এখন আমার একটি গান মনে পড়ে গেল।গানটি হলো: আমার কাছে তুমি মানে সাত রাজার ধন। আমার কাছে তুমি মানে অমূল্য রতন।তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছুনা।তাইতো স্বপ্নে তোমার আমি আসিনা।।।ভালো থাকিস বন্ধুরা।আল্লাহর কাছে সব সময় তোদের জন্য দোয়া করব। আমরা তো বিচ্ছিন্ন্ হয়ে গেছি পরবর্তী লাইফে ভালো কিছু করার জন্য। ইনশাআল্লাহ একদিন আমাদের মনের আশা পূর্ণ হবে। এই কামনাই করি সবসময়। ভালো করে জীবনের লক্ষ পূর্ণ করার জন্য কাজ করে যাস।কখনো সফলতা না পেলে নিরাশ হোসনা। আবার চেষ্টা করিস।।।
পারিবনা এ কথাটি বলিও না আর।একবার না পারিলে দেখ শতবার।
একদিন আমরা করব জয় ইনশাআল্লাহ।।
ভালো থাকিস ।।