আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়ে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে বাংলাদেশ থেকে গুগল প্লে কার্ড কিনবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
গুগল প্লে কার্ড কি?
গুগল প্লে কার্ড হলো প্লে স্টোরের গিফট কার্ড। এই কার্ড রিডিম করে আপনি গেম বা কোনো আ্যপ কিনতে পারবেন বা গেমের কারেন্সি কিনতে পারবেন। একটি প্লে কার্ড বা প্লে কোড একবারি ব্যবহার করা যায়। আমাদের দেশে গুগল প্লে কার্ড নেই (কিন্তু আনঅফিসিয়াল ভাবে কেনা যায়)। কিন্তু বিদেশে এই প্লে কার্ড বিভিন্ন দোকানেও বিক্রি করে। তো নিচে আমি বলতে যাচ্ছি আপনি কিভাবে নিরাপদে বাংলাদেশ থেকে প্লে কার্ড কিনতে পারবেন।
কিভাবে কিনবেন?
বর্তমানে বিভিন্ন আ্যপ বা ওয়েবসাইট এমনকি বিভিন্ন ফেসবুক পেজেও প্লে কার্ড সেল করা হয়। কিন্তু তাদের বেশিরভাগই ফেক তারা আপনার টাকা নিয়ে প্লে কোড আর দিবে না দিলেও ব্যবহার করা। তো আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট সাজেস্ট করব। ওয়েবসাইটটির নাম হলো gameonbd.xyz এই ওয়েবসাইটটি ১০০% রিয়াল। এই ওয়েবসাইটে আপনি গুগল প্লে কার্ডের পাশাপাশি অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের গিফট কোড যেমন গেমস্টপ, আ্যমাজন, আইটিউন, ই বে, গেরিনা শেল, ডিযার, ব্লিযার্ড, হুলু, মাইক্রোসফট, নেটফ্লিক্স, প্লে স্টেশন সহ আরো অনেক কিছুর গিফট কার্ড আপনি এখানে পেয়ে যাবেন। কিন্তু এই পোস্টে আমি বলব কিভাবে শুধু প্লে কার্ড কিনবেন।
এখান থেকে প্লে কার্ড কেনার পূর্বে আপনার এখানে একটি একাউন্ট থাকতে হবে।
একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন। প্রথমে আপনি আপনার ইউজার নেম দিন। তারপর ইমেইল আ্যড্রেস ও পাসওয়ার্ড। তারপর আপনার ইমেইল আ্যড্রেসে একটি ভেরিফিকেশন লিংক যাবে ওটাতে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্ট খোলা হয়ে গেলো। একাউন্ট খোলার পর আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। তারপর আপনি আপনার বিলিং আ্যড্রেসটা কমপ্লিট করুম যেমন নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি।
লগিন করার পর তাদের শপ অপশনে যান। তারপর গুগল প্লে কার্ডের অপশনে ক্লিক করুন। ওই পেজে গিয়ে আপনি দুটি রিজিয়ন দেখবেন যা হলো ইন্ডিয়া ও ইউএস। আপনি ইউএস সিলেক্ট করবেন। তারপর আ্যমাউন্ট সিলেক্ট করবেন ৫$, ১০$, ১৫$, ২৫$, ৫০$, ৭৫$, ১০০$, ১৫০$ বা ২০০$। এইখানে এক ডলারের দাম ৯৬৳ তাই ৫$ এর দাম ৪৮০৳। ৫$ সিলেক্ট করার পর “Add to Cart” অপশনে ক্লিক করুন। তারপর “Procced to Checkout” এ ক্লিক করুন। তারপর আপনার বিলিং আ্যড্রেসটা একবার চেক করুন। তারপর আপনি “ShurjoPay” বা “Bank Transfer” এর মাধ্যমে পেমেন্ট করেন। বাস! তারপর ১০-১৫ মিন্টের মধ্যে আপনার প্লে কোড আপনার ইমেইল আ্যড্রেসে পাঠিয়ে দেয়া হবে।
তো আজকের জন্য এতটুকুই আবার কয়েকদিন পর আপনাদের সামনে হাজির হব নতুন কোন একটা টপিক নিয়ে৷ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের জন্য বিদায় জানাচ্ছি। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি এই পোস্টটি আপনার ভালো লেগেছে এবং নিশ্চয়ই পোস্টটি আপনাদের বন্ধু – বান্ধবের সঙ্গে শেয়ার করবেন।