আসলামু আলাইকুম, আশা করি ভালো আছেন। অনলাইনে ইনকামের কথা শুনার সাথে সাথে আমরা সবাই চোক , নাক , কান বন্ধ করে পিছনে দৌড়াই আমিও তার ব্যতিক্রম না। ২০১৬ সালের শেষের দিকে অনলাইনে ইনকাম করা যায় সেটা জানতে পারি। এরপর কত এপ্স আর পিটিসি সাইটে কাজ করেছি তার সঠিক হিসাব আমি দিতে পারব না। বিশ্বাস করেন ১ টা টাকাও পায়নি একটি চকলেট খাওয়ার জন্য। যদিও ২০১৮ সালের শুরু থেকে এখনও আমি এডসেন্স নিয়ে কাজ করছি। সেই গল্প না হয় আরেকদিন বলব।
আজকে দেখব বাংলাদেশি পিটিসি সাইট থেকে কীভাবে মাসে ৩০০ থেকে ৩-৪ হাজার টাকা ইনকাম করতে পারবেন। অনেকে পিটিসি সাইট থেকে যে পেমেন্ট পাওয়া যায় তা বিশ্বাস করেন না। আসলে তা না অনেক নামকরা পিটিসি সাইট রয়েছে যারা নিয়মিত পেমেন্ট করে থাকে যেমনঃ
-Clixsense
-Neobux
-InboxDollars
-paidVerts
এইসাইটগুলোর মূল সমস্যা হল পেমেন্ট। আপনি ইনকাম করতে পারলেও বাংলাদেশে পেমেন্ট আনতে অনেক ঝামেলা হয়ে থাকে। তবে আজকে আমরা কথা বলব বাংলাদেশি সাইট যারা প্রতিদিন পেমেন্ট দিয়ে যাচ্ছে। এই সাইটের মূল কাজ হল এডস দেখা। আপনি যদি প্রতিদিন ৩০মিনিট -১ ঘন্টা সময় দেন তাহলে মাসে ৩০০- ৫০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। অনেকেই বলবে এত অল্প টাকা?? আরে ভাই পিটিসি সাইটগুলো এমনই হয় বিশ্বাস না গুগলে সার্চ করে দেখুন। যদিও আপনি এই সাইটে কাজ করে ৫তলা ফাউন্ডেশন কিংবা হেলিকপ্টার ক্রয় করতে পারবেন না তবে মোবাইল খরচ চালাতে পারবেন অনায়াসেই। আপনি যদি বেশ কিছু রেফার করতে পারেন তাহলে আপনার রেফারে থাকা মেম্বার যত টাকা উইথড্র দিবে তার ১৫% টাকা আপনার একাউন্টে যোগ হবে। এটা একটা প্লাস পয়েন্ট।
ধরুন আপনার রেফারে ৫০ জন মেম্বার এবং প্রতি মেম্বারগন মাসে ২০০ টাকা উইথড্র দিল তাহলে আপনি পাবেন ২০০*১৫% = ৩০টাকা । প্রতি মেম্বার থেকে ৩০ টাকা করে হলে মাসে ৩০*৫০=১৫০০ টাকা শুধু রেফার থেকেই আসবে। তাছাড়া প্রতিদিনের টাস্ক দেওয়া থাকবে সেগুলো সঠিক ভাবে করতে পারলে মাসে অন্তত ২০০০টাকার বেশি আয় করতে পারবেন। যদি আপনি রেফার ছাড়া কাজ করেন তাহলে মাসে ৪০০-৫০০ টাকার বেশি আয় করতে পারবেন না।
এই সাইটে মুলত ক্রেডিট দিয়ে টাকার হিসাব করা হয়। মানে আপনাকে ক্রেডিট আয় করতে হবে যত ক্রেডিট আয় করবেন তত টাকা পাবেন। সাধারণত ৬৭০ ক্রেডিটে ১ ডলার হয় আর ডলার রেট 1$ = ৮০ টাকা। প্রতি ২৪ ঘন্টায় ৩-৪ বার ৪ থেকে ১০ ক্রেডিট পর্যন্ত বোনাস দিয়ে থাকে। এবং টাস্ক ১, টাস্ক ২, টাস্ক ৩ এভাবে অনেক কাজ দেওয়া আছে সাথে কীভাবে কাজ করবেন সেটার কথাও উল্লেখ আছে। সুতরাং যদি আপনি ভালোভাবে কাজ করেন তাহলে দৈনিক ১০০- ২০০ ক্রেডিট পর্যন্ত আয় করতে পারবেন।
earning point সাইটের যেসব সুবিধা
১। এই সাইটের সবচেয়ে বড় সুবিধা হল আপনি প্রতিদিন পেমেন্ট উইথড্র দিতে পারবেন এবং ২৪ ঘন্টার মধ্যে নিশ্চিত পেমেন্ট পেয়ে যাবেন।
২। মাত্র ১০ টাকা হলেই যেকোন সিমে মোবাইল রিচার্জ নিতে পারবেন।
৩। রকেট, নগদে ৫০টাকা হলেই নিতে পারবেন। আর বিকাশে নেওয়ার জন্য সর্বনিম্ন ৭০ টাকা হতে হবে।
৪। রেফারেল থেকে ১৫% আয় করার সুবিধা তো আছেই।
একাউন্ট করার জন্য যা যা লাগবে
১। নাম
২। নাম্বার(বিকাশ/রকেট/নগদ অথবা যে নাম্বারে টাকা নিতে চান সেই নাম্বার)
৩। ইমেইল
৪। পাসওয়ার্ড
৫। রেফার কোড
কীভাবে একাউন্ট খুলবেন
প্রথমে এই লিংকে গিয়ে http://earningpoint.club/ref?ref=27527 Click Here To Registration আপনার যাবতীয় তথ্যগুলো সঠিকভাবে দিন।
earning point
যদি আপনি সব তথ্য সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে সফলভাবে একাউন্ট করা হয়ে যাবে। এরপর একাউন্টে লগিন করে ” How to Work” এ ক্লিক করে ভিডিওটি দেখে নিন। এই ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে কাজ করবেন।
earning point
ভিডিওটি দেখার পর কাজ শুরু করে দিন ।
যেভাবে উইথড্র দিবেন
টাকা উইথড্র দেওয়ার জন্য সবার উপরে Withdraw লেখায় ক্লিক করুন। নিচের মত দেখতে পারবেন। এখানে আপনি যে মেথডে টাকা নিতে চান সেটি সিলেক্ট করুন আর মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেতা অটোমেটিক সেট করা থাকবে। এরপর আপনি যত টাকা উইথড্র দিবেন সেই আমাউন্ট দিয়ে Withdraw তে ক্লিক করুন। সর্বচ্চো ২৪ ঘন্টা লাগতে পারে পেমেন্ট পেতে। মনে রাখবেন উইথড্র দেওয়ার জন্য কমপক্ষে ১০ টাকা আপনার একাউন্টে থাকতে হবে ১০ টাকার কম উইথড্র দেওয়া যাবে না।
earning point
আমি পেমেন্ট পাইছি সেটার প্রমান
earning point
এখানে ১ টা বিষয় বিকাশে পেমেন্ট এর ক্ষেত্রে ৫ টাকা সেন্ড মানি চার্জ কাটা হয় অর্থাৎ আপনি যদি ৭০ টাকা উইথড্র দেন তাহলে পাবেন ৬৫ টাকা। আপনি যত টাকা উইথড্র দিবেন সেখান থেকে ৫ টাকা কেটে বাকি টাকা আপনাকে সেন্ড করবে (এটা শুধুমাত্র বিকাশের ক্ষত্রে) যদি রকেট, নগদে নেন তাহলে যা উইথড্র দিবেন তাই পাবেন কোনো চার্জ কাটা হবে না।