হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি।
আপনারা অনেকেই হয়ত জানেন যে বিকাশ বর্তমানের সকল লেনদেন সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। এখন বর্তমানে বিকাশ শুধু টাকা লেনদেন করে তা নয়। এর সাথে যুক্ত হয়েছে বিভিন্ন পদ্ধতি।
প্রথম যখন বিকাশের উৎপত্তি ঘটে, তখন শুধু বিকাশের মাধ্যমে একজনের টাকা অন্য কোন ব্যাক্তির নিকট টাকা পাঠাত। কিন্তু বর্তমানে বিকাশের মাধ্যমে আমরা বিভিন্ন রকম কেনাকাটা, দোকান বিল, বিদ্যুৎ বিলসহ ব্যাপক পেমেন্ট দিতে পারি।
কিন্তু এসব পেমেন্ট দিতে অনেকেই পারেন না। আবার এমব পেমেন্ট দিলে বিকাশ আমাদেরকে বিভিন্ন রকম বোনাস ক্যাশব্যাক আকারে দিয়ে থাকে। আমরা এসব বিষয় সম্পর্কে অনেকেই জানিনা আবার জানার পরেও এসব কাজ করি না এতে করে ক্যাশব্যাকও পাই না।
আজ আমি আপনাদের জানাব কীভাবে আপনি আপনার বিকাশ এ্যাকাউন্ট থেকে বিদ্যুৎ বিল দিয়ে ২০ টাকা ক্যাশব্যাক নিবেন। এটি সারাদেশের যেকোন প্রান্ত থেকে যেকোন বিদ্যুৎ বিল ( পল্লি বিদ্যুৎ, নেসকো, ডেসকো ইত্যাদি) দিলেই আপনি ২০ টাকা ক্যাশব্যাক পাবেন।
ব্যাংকে ঘন্টাভর দাঁড়িয়ে থেকে কিংবা কোন দোকানে ৫-১০ টাকা বেশি দিয়ে বিল দেয়ার চেয়ে যদি নিজের বিকাশ থেকে নিজেই দিয়ে কিছু টাকা বোনাস পান তবে অবশ্যই সেটা ভাল হবে। বিকাশ এ্যাপসের মাধ্যমে আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে। তবে আমি আপনাদের পল্লী বিদ্যুৎ বিল দেয়ার বিষয়টা জানাব।
১. বিকাশ এ্যাপসটি ওপেন করুন।
২. বিকাশ এ্যাকাউন্ট নাম্বার ও পিন নাম্বার দিয়ে লগিন করুন।
৩. বিদ্যুৎ বিল অপশনে যাবেন।
৪. পল্লী বিদ্যুৎ (পোস্টপেইড) এ চাপ দিন।
৫. যে মাসে বিল তৈরি হয়েছে সে মাসটি নির্বাচন করুন।
৬. পল্লী বিদ্যুৎ বিলের ১৩ অক্ষরের এস এম এস হিসাব নং নাম্বারটি দিন।
৭. তারপর আপনার পল্লী বিদ্যুৎ বিল কত টাকা তা অটোমেটিক দেখাবে।
৮. পিন নাম্বার দিন।
৯. নিচে ট্যাপ করুন অপশনে গিয়ে ৫ সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকুন।
১০. এখন বিল পরিশোধের নটিফিকেশন দেখতে পাবেন।
মূলত এভাবেই আপনাকে পল্লী বিদ্যুৎ বিল দিতে হবে। প্রথমবার বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করলেই আপনাকে বিশ টাকা ক্যাশব্যাক প্রদান করবে। বিল পরিশোধের পরবর্তী ৭২ ঘন্টার ভিতরে আপনাকে ২০ টাকা ক্যাশব্যাক দিবে।
আশাকরি বুঝতে পেরেছেন। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।