“”” আসসালামু আলাইকুম “””
আজ আমি আপনাদের সাথে বিজ্ঞান এবং বিজ্ঞানের জানা অজানা অনেক তথ্য নিয়ে আলোচনা করবো।
এগুলো আমি দীর্ঘদিন যাবত অনেক জায়গা থেকে সংগ্রহ করেছি এবং আজ আপনাদের কাছে শেয়ার করবো।
কিন্তু আমি আজ যেগুলো বলবো সেগুলো বিজ্ঞান ভিত্তিক হওয়ার যারা শিক্ষার্থী তাদের জন্য অনেক উপকারে আসবে।
১. দুধের রং সাদা হয় কেন??
— প্রোটিনের জন্য।
২. পূর্ণ বয়স্ক ব্যাক্তির ফুসফুসের ওজন কত?
— ৩০০ গ্রাম
৩. শিমের বিচি কোন ধরনের খাদ্য?
— আমিষ।
৪. সাগর গাভী নামে পরিচিত কোনটি? ?
— ডুগং
৫. সবচেয়ে হালকা ধাতু কোনটি?
— লিথিয়াম।
৬. ইউরেনিয়াম পরমাণুর অর্ধায়ু কত?
— ৪৫০ কোটি বছর।
৭. রক্তে প্রোটিনের হার কত?
— ৫৫%
৮. ধ্রুব তারার আলো পৃথিবীতে পৌছাতে কত সময় লাগবে?
— ৪৭ বছর।
৯. ব্যাঙের হৃদপিন্ড কয় প্রকৌষ্ঠ বিশিষ্ট?
— তিন প্রকৌষ্ঠ
১০. কোন পাখি পাথর ও লোহার টুকরা খায়??
— অস্ট্রিচ।
১১. কোনো পাখি পেছনের দিক উড়তে পারে??
— হামিং বার্ড
১২. ধান গাছে ক্রোমোজোম সংখ্যা — ২৪ টি।
১৩. সবচেয়ে বড় ঘাস হলো — বাশঁ
১৪. মানব দেহে জিনের সংখ্যা কত??
— ৪০, ০০০ টি
১৫. একটি রাণী মৌমাছি কত বার ডিম পাড়ে?
— ১,০০০ বার।
১৬. কোন মাছ উড়তে পারে?
— উড়ুক্কু মাছ।
১৭. কোন পাখি কখনো মাটির পানি পান করেনা?
— চাতক পাখি।
১৮. পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী কোনটি?
— বক্স জেলিফিস।
১৯. কোনটির অভাবে ডায়াবেটিস হয়?
— ইনসুলিন।
২০. লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কত?
— ১২০ দিন।
২১. কোন পাখি দীর্ঘতম পথ পাড়ি দিতে পারে?
— গাং চিল।
২২. পূর্ণ বয়স্ক মানুষের ফুসফুসে পানি ধারণ ক্ষমতা কত?
— ৬ লিটার।
২৩. কোনটির কারণে মরিচ ঝাল লাগে?
— ক্যাপসিসিন।
২৪. সবচেয়ে বেশে উড়তে পারে কোন পাখি?
— কবুতর।
২৫. মানুষের মৃত্যুর পর সবচেয়ে পরে পচে কোনটি?
— নখ