কেমন আছেন বন্ধুরা,,, আজ অনেকদিন পর আপনাদের মাঝে একটা মজাদার পোস্ট নিয়ে এসেছি ।
আজকের পোস্টে আমি এমন কয়েকটি সিনেমা নিয়ে বলব যেগুলো ২০২০ সাল পর্যন্ত সর্বকালের সেরা দশ সিনেমা।
এই পোস্টে আমি সিনেমা গুলোর বক্সঅফিস আয় নিয়ে বলব।অর্থাৎ এই সিনেমা গুলো সারা পৃথিবী জুড়ে এত টাকা আয় করেছে যা আমাদের কল্পনার বাহিরে। তাহলে আপনারা বুঝতে পারবেন কেনো এই দশটি সিনেমা সর্বকালের সেরা সিনেমা।
দশ. শুরুতেই যে সিনেমা টি রয়েছে সেটি একটি অ্যানিমেটেড সিনেমা । এই সিনেমার নাম ফ্রোজেন ২। এই সিনেমা টি মোট ১২৩০০ কোটি টাকা আয় করে।
নয়. নয় নম্বরে আছে ফিউরিয়াস ৭ সিনেমা টি।
১৯০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমা টি বিশ্বব্যাপী ১.৫২৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করে। যা বাংলাদেশি টাকায় ১২৮৯৩ কোটি টাকা।
আট. আট নম্বরে আছে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত দ্যা এভেন্জারস সিনেমা টি।২২০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত সিনেমা টি বিশ্বব্যাপী ১.৫২৬ বিলিয়ন মার্কিন ডলার আয় করে। যা বাংলাদেশি টাকায় ১২৮৯৫ কোটি টাকা।
সাত. আবারও সাত নম্বর স্থান দখল করে নিয়েছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত
অ্যানিমেটেড সিনেমা দ্যা লাইন কিং। ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই সিনেমা ১.৬৬ বিলিয়ন মার্কিন ডলার আয় করে।যা বাংলাদেশি টাকায় ১৪০৮০ কোটি টাকা।
ছয়. লিস্টের ছয় নম্বরে আছে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত জুরাসিক ওয়ার্ল্ড। ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই সিনেমা ১.৬৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করে । যা বাংলাদেশি টাকায় ১৪১৬৫ কোটির সমান ।
পাঁচ. এভেন্জারস সিনেমার সিকুয়েন্স এভেন্জারস ইনফিনিটি ওয়ার সিনেমা টি রয়েছে পাঁচ নাম্বারে।২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা টি নির্মাণ ব্যয় ছিল ৪০০ মিলিয়ন মার্কিন ডলার।এবং এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ২.০৫ বিলিয়ন মার্কিন ডলার।যা বাংলাদেশি টাকায় ১৭৩৮৮ কোটি টাকা।
চার. ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত স্টার ওয়ার সিনেমার সিকুয়েন্স স্টার ওয়ার দ্যা ফোরস অ্যাওকেনস।৩০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত সিনেমা টি ২.০৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করে। যা বাংলাদেশি টাকায় ১৭৫৫৮ কোটি টাকা।
তিন. লিস্টের তিন নাম্বারে আছে ঐতিহাসিক সিনেমা টাইটেনিক।১৯৯৭ সালে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই সিনেমা টি বিশ্বব্যাপী ২.১৯ বিলিয়ন মার্কিন ডলার আয় করে। যা বাংলাদেশি টাকায় ১৮৫৭৬ কোটি টাকা।
দুই. শেষের পথে এবং দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিমেমা টি হলো,২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত অবতার সিনেমা টি। ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত সিনেমা টি ২.৭৯ বিলিয়ন মার্কিন ডলার আয় করে।যা বাংলাদেশি টাকায় ২৩৬৫৫ কোটি টাকা।
এক. দেখতে দেখতে শেষ তথা আমার লেখা এই পোস্ট টির আগে পর্যন্ত পৃথিবীর এক নাম্বার সর্বোচ্চ আয় কারী সিনেমা টি হলো,২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত, এভেন্জারস ইন্ড গেম। ৩৬৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই সিনেমা টি বিশ্বজুড়ে ২.৮০ বিলিয়ন মার্কিন ডলার আয় করে নেয়।যা বাংলাদেশি টাকায় ২৩৭৫০ কোটি টাকা।
আজ এখানেই শেষ করতে হবে।আমি এখানে আমার জানা সিনেমা গুলো সম্পর্কে লিখেছি। হয়তো আরও সিনেমা বাদ পড়তে পারে।ভুল হলে ক্ষমা করে দিবেন।
ধন্যবাদ।