আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আসা করি সবাই অনেক ভালো রয়েছেন।
অনলাইন থেকে আয় করার দুটি জনপ্রিয় উপায় হচ্ছে ব্লগিং এবং এফিলিয়েট মার্কেটিং করা। কোনো না কোনো ক্ষেত্রে দুটি থেকে আয় করার ক্ষেত্রেই আমাদের এসইও এবং ট্রাফিক এর প্রয়োজন হয়। এমনকি প্রয়োজন হয় ওয়েবসাইটকে রেঙ্ক করানোর। ব্লগিং কিংবা এফিলিয়েট দুটির ক্ষেত্রেই নতুনরা সহজে রেঙ্ক করতে না পারার একটু বড় কারন হচ্ছে নিশ বাছাই করতে না পারা।
অর্থাৎ একজন নতুন ব্লগার যখন ব্লগিং শুরু করে তখন সে বুঝে উঠতে পারে না কোন নিশ নিয়ে সে কাজ করবে বা কোনটি তার জন্য ভালো হবে। এই চিন্তা করতে করতে সে সঠিকভাবে ব্লগ/ওয়েবসাইটে কনটেন্ট পাবলিশ করতে পারে না। Blogging বা Affiliate Marketing দুটির ক্ষেত্রেই অবশ্যই কনটেন্ট সবথেকে প্রধান। আজকের আর্টিকেল দ্বারা আমি আপনাদের নিশ এর বিষয়ে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করি আজকের আর্টিকেলটা মনোযোগ সহকারে পড়লে আপনাকে নিশ নিয়ে চিন্তা করতে হবে না।
ব্লগিং বা এফিলিয়েট মার্কেটিং এর জন্য নিশ কিভাবে বাছাই করবেন?
আমাদের মধ্যে একদম নতুন এবং এক্সপার্ট এই দুই ধরনের লোকেরা ব্লগিং বা এফিলিয়েট শুরু করে থাকেন। দুই পর্যায়ের লোকেরা কিভাবে নিশ বাছাই করবেন সেটির কিছু ধারণা আপনাদের দিচ্ছি। প্রথমত যারা একটু এক্সপার্ট আছেন তাদের বিষয়টা ক্লিয়ার করছি। এক্সপার্ট বলতে আপনি এর আগে অন্য কোনো সেক্টরে বা অনলাইন সেক্টরে কাজ করেছেন এমন। অর্থাৎ অনলাইনে ব্লগিং বা এফিলিয়েট এর বিষয়ে আপনার নূন্যতম ধারণা রয়েছে। এক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন আপনার জন্য কোন নিশ ভালো হবে?
আপনার কোনো নিশ আলাদাভাবে বেছে নেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ এক্সপার্ট হিসেবে আপনার কম বিষয়ে ভালো ধারণা রয়েছে সেটি বের করুন। অর্থাৎ যদি আপনার স্বাস্থ্য বিষয়ে ভালো ধারণা থাকে তাহলে আপনি এটি নিয়ে লেখালেখি করুন।
যদি আপনার কবিতা, গল্প বিষয়ে ধারণা থাকে তাহলে আপনি এটি নিয়ে শুরু করুন। এখানে মূল বিষয়টি হলো আপনি যে বিষয়ে এক্সপার্ট সে বিষয়ে শুরু করে দিন লেখালেখির কাজ। ব্লগিং বা এফিলিয়েট দুটি সেক্টরে কাজ করার ক্ষেত্রেই একই প্রক্রিয়া অবলম্বন করতে পারেন।
দ্বিতীয়ত যারা নতুন আছেন একদম, অর্থাৎ আপনারা কিছুই পারেন না তারা কিভাবে নিশ বাছাই করবেন?
আপনারা সহজ টিউটোরিয়াল বা রিভিউ লেখালেখির কাজ শুরু করতে পারেন। অর্থাৎ কিভাবে একটি ফেসবুক একাউন্ট তৈরি করতে হয়, কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়, কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় এমন অনেক সহজ সহজ কনটেন্ট আছে যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন।
আশা করছি এক্সপার্ট বা নতুন যারা আছে তাদের আমি বিষয়টা ক্লিয়ার করে বুঝাতে পেরেছি।
এখন আসি মূল বিষয়তে, নিশ্চই আপনি প্রশ্ন করতে পারেন এসকল কনটেন্ট থেকে আমাদের তো কোনো আয় হচ্ছে না।
এটা ঠিক যে এই ধরনের কনটেন্ট থেকে আপনার ইনকাম আসবে না। তবে এই ধরনের কনটেন্ট লিখতে লিখতে আপনার কনটেন্ট বা নিশ সম্পর্কিত ভালো ধারণা চলে আসবে।
শুরুতে বিগেনার লেভেল শেষ করাটা জরুরি। স্কুল জীবনে আমরা কেউ ক্লাস ১,২,৩,৪,৫ এগুলো শেষ না করে উচ্চবিদ্যালয়ে যেতে পারিনি। ঠিক একই ভাবে প্রথম থেকে শুরু না করলে আপনি অ্যাডভান্স কিছু করতে পারবেন না।
সর্বশেষ পরামর্শ
মার্কেপ্লেস তে যত ধরনের নিশ আছে সবগুলো কম বেশি জনপ্রিয় এবং সবগুলোর চাহিদা আছে। আপনাকে বুঝতে হবে আপনি কোন বিষয়ে ভালো পারবেন, কোন বিষয়টি আপনি সবার উদ্দেশ্যে লিখতে পারবেন।
আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়ের উপর কনটেন্ট লিখে ভিজিটরদের উপহার দিন। আর্টিকেল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে মন্তব্য করবেন, আল্লাহ হাফেজ।