ভালোবাসার পরিণতি
তুমি উদ্যানে বসিয়া জ্যোৎস্নার চাঁদ দেখ,
আমি তোমার দাঁড়ে বসিয়া তোমার চন্দ্রমুখ দেখিব।
তুমি সহস্র বাদ্য বাজায়ে নিজেরে আপ্লুত কর,
আমি তোমার কণ্ঠস্বর শুনিয়াই
আত্মাকে তৃপ্ত করি।
তুমি নিজেরে সমাজের কাঁটাতারে বাধিয়া রাখিয়াছ।
আমি তো নিজেরে তোমার নামে অর্পণ করেছি।
যা হওয়ার তা হোক,
সবকিছুকে না হয় ভালোবাসার পরিণতিই ভাববো।
লেখকঃ Swarna Paul