আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সবাই কিছু না কিছু করার চেষ্টা করছে তার ভেতর বেশির ভাগি মানুষ YouTube , Facebook, Tik Tok, এমন আরো বিভিন্ন সোসাল মিডিয়ায় ভিডিও বানিয়ে কেও চায় টাকা ইনকাম করতে আবার কেও চায় বিনোদন করতে । কিন্তু আসল কথা হচ্ছে আপনি যাই করেন না কেনো ভালো ভিডিও তৈরির জন্য প্রয়োজন ভালো এডিটিং আর তার জন্য প্রয়োজন একটি নাম করা ভিডিও এডিটিং সফটওয়্যার। আর তাই আজ ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে কথা বলবো এবং একটি ভিডিও এডিটিং সফটওয়্যার সাজেছ করবো এবং সফটওয়্যার এবং সাথে কিভাবে কাজ করবেন তার কিছু ভিডিও ফ্রিতে শেয়ার করবো।
বর্তমান সময়ে আমরা নিখুদ কাজ করার জন্য কম্পিউটার কে বেছে নেই কিন্তু কম্পিউটারে যখন আপনি ভিডিও এডিট করতে যাবেন তখন আপনার চার পাশের হাজার জন আপনাকে হাজার ধরনের কথা বলবে কেও বলবে এটা দিয়ে করেন কেও বা বলবে ওটা কিন্তু আপনি জানেন না আপনার জন্য কোনটা ভালো হয় আর তাই আমার এই পোষ্ট টি লিখা । বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার পাওয়া জায় ঘুগলে ১. Adobe Premiere Pro CC অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউডের অধীনে ২০০৩ সালে অ্যাডোবি লঞ্চ করে এই সফটওয়্যারটি। ২, CyberLink PowerDirector এ সফটওয়্যারটি দ্বিতীয় স্থানে রয়েছে এটি শক্তিশালী একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। ৩, Adobe Premiere Elements এডবি কোম্পানির আরো একটি পোডাক্ট এটি সাধারনত নতুনদের কথা চিন্তা করে তৈরি। ৪,Vegas Pro খুবি সুনাম করা একটি শক্তিশালী সফটওয়্যার যদিও বিগেনার দের জন্য এটি ইকটু কঠিন সফটওয়্যার বলে অনেকে মনে করে। ৫, Final Cut Pro ম্যাক্রোমিডিয়ার তৈরি এ্যাপল কোম্পানির অধিনে থাকা আরো একটি শক্তিশালি ভিডিও এডিটিং সফটওয়্যার ৬, Camtasia Studio জনপ্রিয় একটি সফটওয়্যার এর মধ্যে রয়েছে এই সফটওয়্যার টি বিগেনার থেকে ধরে সব ধরনের মানুষের প্রয়োজনিয় প্রিয় একটি সফটওয়্যার বর্তমান সময়ে বিশ্বব্যাপি প্রায় ২৪ মিলিয়নের ও বেশি মানুষ এ সফটওয়্যার টি ব্যবহার করে আসছে। টিউটোরিয়াল জাতিয় ভিডিও ইডিট করতে এ সফটওয়্যারের কোন জুরি নেই আর বর্তমানে টাকা ছাড়া এবং সহজ সফটওয়্যারের মধ্যে অন্যতম একটি সফটওয়্যার। এ ছাড়া রয়েছে Corel VideoStudio Ultimate, Filmora, Pinnacle Studio, Magix Movie Edit Pro এ সকল সফটওয়্যারের মধ্যে আমার সাজেছ থাকবে সকলের প্রতি Camtasia Studio .
Camtasia Studio সফটওয়্যার এবং ইন্সটল ও কিভাবে একটিভ করবেন তার সম্পূর্ণ ভিডিও পাবেন এই লিংকে। এ ছাড়া Camtasia তে কিভাবে কাজ করবেন তা নিয়ে খুব শিগ্রই কিছু ভিডিও আপনাদের সামনে চলে আসবে তার জন্য চ্যানালটিকে Subscribe করে রাখুন।