জীবনে কিন্তু বন্ধু ছাড়া আমরা চলতে পারি না। বন্ধু ছাড়া সবকিছু যেনো কেমন অন্ধকার মনে হয়। সবচেয়ে মধুর সম্পর্কের মধ্যে একটি সম্পর্ক হলো বেস্ট ফ্রেন্ড এর সম্পর্ক। তবে মজার কথা হলো যার কোনো বেস্ট ফ্রেন্ড নেই সে জানেই না যে বেস্ট ফ্রেন্ড জিনিস টা কি। মেয়েদের জীবনে বেস্ট ফ্রেন্ড –
তবে আজকের এপিসোডে আপনাদের বলবো যে একটি মেয়ের জীবনে ছেলে বেস্ট ফ্রেন্ড থাকা কত জরুরি আর থাকলেই বা কি সমস্যা হতে পারে ইত্যাদি সবকিছু।
সত্যি বলতে গেলে ছেলে মেয়ে উভয়ের জীবনেই একজন বেস্ট ফ্রেন্ড থাকা অনেকটা জরূরী।কারণ একটি ছেলে কিংবা মেয়ের অনেক কথা থাকে যা সে তার একজন ভালো বন্ধু কে শেয়ার করতে চাই।
কিন্তু একজন সাধারণ বন্ধু কিন্তু আপনার কথা তেমন ভালভাবে শুনতে চাই না।কারণ টা হলো আমরা বলতে চাই কিন্তু শুনতে চাই না।আর এটাই হলো নিয়ম প্রত্যেকের ক্ষেত্রে, তবে আপনার যদি একজন ভালো বেস্ট ফ্রেন্ড থাকে সে অবশ্যই আপনার সব কথা শুনার পাশাপাশি আপনার সমস্যার সমাধান আপনাকে বলে দেই।
আর আপনার সাথে তার সব কথা শেয়ার করে।এখন কথাটা হলো বেস্ট ফ্রেন্ড তো আর বয়ফ্রেন্ড না, আর বয়ফ্রেন্ড ও বেস্ট ফ্রেন্ড নয়।এখানেই যত কথা সব চলে আসে। যেমন কেও কেও বলে যে বেস্ট ফ্রেন্ড কে যা বলা এবং শেয়ার করা যায় তা বয়ফ্রেন্ডকে শেয়ার করা যায় না।
অনেকে বলে বাবা মার মধুর সম্পর্কের পর বাকি বেস্ট ফ্রেন্ড এর স্থান।আবার অনেকে মনে করে বয়ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড থেকে বড়।
কিন্তু এখানে আসল কথা হলো বেস্ট ফ্রেন্ড এর জায়গা বয়ফ্রেন্ড নিতে পারবে না আর বয়ফ্রেন্ড এর জায়গা বেস্টফ্রেন্ড।দেখুন আপনি তার সাথে রেলেশন করছেন কিন্তু সে যে আপনার জীবনসঙ্গী হবে সেটা কি আপনি নিশ্চিত? হয়তো বা এটার উত্তর বেশিরভাগ আসবে যে না।
আমরা আবেগের বসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর মত রেলেশনে জড়িয়ে পড়ি, কিন্তু আগে পরের বিষয় আমরা ভেবে দেখি না।অন্যদিকে বেস্ট ফ্রেন্ড কিন্তু আপনার ভবিষ্যতের ও সাথী।
বেস্ট ফ্রেন্ড আপনাকে জীবনের শেষ সময় পর্যন্ত আপনার সাথে থাকবে।কিন্তু একজন মেয়ে যখন একটি সম্পর্কে জড়িয়ে যায় কিন্তু তার যদি একজন বেস্ট ফ্রেন্ড থাকে সেক্ষেত্রে তার বেস্ট ফ্রেন্ড এর কোথাও চিন্তা করতে হয় আবার বয়ফ্রেন্ডের ও।
এক্ষেত্রে দেখা যায় অনেক বয়ফ্রেন্ড রয়েছে যারা তাদের গার্লফ্রেন্ড এর বেস্ট ফ্রেন্ড কে ভালোভাবে দেখে না, যার কারণে সে মেয়েটিকে বলে যে তার বেস্ট ফ্রেন্ড এর সাথে সম্পর্ক না রাখতে।
অনেকে এইটা না বললেও মেয়েটিকে বেস্ট ফ্রেন্ড এর সাথে ততটা সময় কাটাতে দিতে চাই না।
কিন্তু একটি সত্যি হলো একটি মেয়ের কিন্তু সবথেকে বড় শক্তি হয় তার ছেলে বেস্ট ফ্রেন্ড।এমনকি তার মেয়ে ফ্রেন্ড থেকেও মধুর সম্পর্ক হয়ে থাকে তার ছেলে বেস্ট ফ্রেন্ড এর সাথের সম্পর্ক টি।
তাই একটি মেয়েকে অনেক কিছু থেকে বাঁচাতে তার ছেলে বেস্ট ফ্রেন্ড সবসময় তার পাশে থাকে।কেননা সে তার বেস্ট ফ্রেন্ড এর বয়ফ্রেন্ড আছে এইটা জেনেও তার বেস্ট ফ্রেন্ড হিসেবে থাকে।
তাই একটি মেয়ের জীবনে তার বেস্ট ফ্রেন্ড অধিক প্রয়োজন।তবে যদি কখনো বেস্ট ফ্রেন্ড থাকা মেয়েটি কোনো সম্পর্কে জড়ায়, সেক্ষেত্রে সে বয়ফ্রেন্ড টির উচিত মেয়েটিকে তার বেস্ট ফ্রেন্ড এর সাথে ফ্রেন্ডশীপ টিকিয়ে রাখতে দেওয়া।
প্রত্যেক মেয়ের অবশ্যই তার বেস্ট ফ্রেন্ডকে খুশি রাখা উচিৎ,কেও কখনো তার বেস্ট ফ্রেন্ড কে কষ্ট দিবেন না কারন সে হলো আপনার শক্তি এটা আপনি কোনো একদিন বুঝবেন যদি আপনার জীবনে একজন ভালো বেস্ট ফ্রেন্ড থাকে।
তাই আপনি একজন মেয়ে হয়ে থাকলে নিজের বয়ফ্রেন্ড কে সময় দেওয়ার পাশাপাশি অবশ্যই নিজের বেস্ট ফ্রেন্ড এর সাথেও বন্ধুত্ব চালিয়ে যাবেন।কারণ ” বন্ধু ছাড়া জীবন অসম্ভব ” আর বেস্ট ফ্রেন্ড ছাড়া জীবন অনেকটা অসহায়।