ফ্রিল্যান্সার হওয়ার কয়েকটি শর্ত-
১.আপনার একটি কম্পিউটার ( ডেস্কটপ অথবা ল্যাপটপ ) থাকতে হবে।
২.কম্পিউটার এর সাথে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
৩.রাত জেগে কাজ করার ধৈর্য থাকতে হবে।
৪.ইংরেজি পড়তে, বুঝাতে, এবং বলতে পারতে হবে।
৫.প্রযুক্তিগত কোন সমস্যায় পড়লে ইন্টারনেটে সার্চ করে সমাধান বের করার এবিলিটি থাকতে হবে।
৬.অবশ্যই আমি যে সেবাটি প্রদান করতে যাচ্ছেন সেটি সম্পর্কে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা এবং দক্ষতা রাখতে হবে বা ভালোভাবে কাজ জানতে হবে।
৭.সোশ্যাল মিডিয়া এক্টিভ থাকতে হবে।
কেন ফাইভার অন্যান্য মার্কেটপ্লেস থেকে ভালো?
১. নতুনদের জন্য কাজ শুরু করার জন্য সব থেকে ভালো প্ল্যাটফর্ম । সহজ অপশন এবং ইউজার ইন্টারফেস অনেক সহজ ।
২. নিজে থেকে বিড করতে হয় না । বিডিং ফ্রিল্যান্সিং এর অন্যতম কঠিন একটা পার্ট । সুতরাং একটা কঠিন পার্ট থেকে বাঁচলেন ।
৩. সহজেই গিগ ক্রিয়েট করা যায় । যদিও একটা ভালো মানের গিগ ক্রিয়েট করা যথেষ্ট রিসার্চ এবং সময় সাপেক্ষ ব্যাপার ।
৪. শুধুমাত্র অনলাইন থেকে অর্ডার পাওয়া সম্ভব । গিগ সাজান, অনলাইন থাকুন, ক্লায়েন্ট এর মেসেজ এর অপেক্ষা করুন।
৫. ইংরেজীতে তুলনামূলক কম দক্ষ হলেও কাজ করা সম্ভব।
ফাইবারে সাফল্য পেতে যা অবশ্যই করবেনঃ
১. গিগ তৈরী করার আগে প্রচুর রিসার্চ করুন । কিওয়ার্ড রিসার্চ এবং অপটিমাইজেশন এর প্রসেস সম্পর্কে জানুন ।
২. বেশী বেশী একটিভ থাকুন, ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়ে যেন কখনোই ফিরে না যায় ।
৩. আপনার ক্যাটাগরীর টপ লেভেল ফ্রিল্যান্সারদের একাউন্টগুলো চেক করুন, তাদের একাউন্ট এবং আপনার একাউন্ট এর পার্থক্য বের করুন । কোন তথ্য দেয়া বাকি থাকলে দিন । কাজ পেতে হলে অবশ্যই আপনার একাউন্ট কমপ্লিট থাকতে হবে ।
৪. মার্কেটপ্লেসে এবং বিভিন্ন পোর্টফোলিও সাইটে নিজেকে কাজগুলোকে সাজিয়ে রাখুন ।
৫. নিয়মিত বায়ার রিকোয়েষ্ট পাঠান ।