আসসালামু আলাইকুম,কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো প্রতিদিনের মত আজকেও আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আজকের থামনেল দেখে বুঝেছেন বিষয়টি হলো যে তিনটি কাজ কখনোই করবেন না। এ তিনটি কাজ আপনারা কখনো করার চেষ্টা করবেন না। তাহলে চলুন চলুন দেরি না করে বিষয়টি শুরু করা যাক।
নিজের দোষ ত্রুটি নিজে খুঁজে বের করুন এবং তা কাটিয়ে ওঠার চেষ্টা করুন। যে তিনটি কাজ কখনোই করবেন না তা নিচে উল্লেখ করা হলঃ
- বিবেককে অগ্রাহ্য করাঃ আপনি নিজেকে কখনো অগ্রাহ্য করবেন না। বিভিন্ন ভুল করলে আপনার বিবেকে বাধা দেয় সেদিকে খেয়াল করে বিবেকের কথা শুনুন এবং বিভিন্ন ভুলত্রুটি কে অগ্রাহ্য করুন। ছোট বড় ক্ষতি ছাড়া লাভ হবেনা তাই অঘটন ঘটানোর আগে সতর্ক হোন। ক্ষণিকের আনন্দ সারা জীবনের কান্নার কারণ হতে পারে। এই মন্দ জিনিসটা করতে পারলে ভালো হতো আর সঙ্গে সঙ্গে করে ফেললেন আর পরমুহূর্তেই আপনার বিবেককে এটি বাধা দিল।তখনই এটি এড়িয়ে যাবেন।
- ছোট বড় গুলিয়ে ফেলাঃ এমন অনেকের ভেতরে থাকে যেমন পাশের ছোট ছেলে বড় হয়ে গেছে তার সামনে বড় কথা কিছু বলে বসলেন যে শুধু বড়দের সামনেই মানায় পাশের জনের সামনে মানায় না। এটা মোটেও ঠিক না।বরঞ্চ ছোটদের সাথে আদর-যত্ন করে কথা বলতে হয় বড়দের সাথে মানানসই কথা বলতে হয়। কেননা বয়সের সাথে সাথে একজনের কথা বলার ধরন এমনকি একজনের কথা বলা শোনা একেক রকম হয়। যথেষ্ট সতর্ক থাকা চাই সেজন্য। কেননা যার যার সামনে তার ব্যক্তিত্বকে প্রাধান্য দিয়ে কথা বলতে হয়। যা কিছু শোভনীয় নয় তা হাস্যরসের সঙ্গে হলেও ছোট হয়ে বড়দের সামনে বলা সম্মানজনক না
- দুর্বলতাকে প্রকাশ করাঃ ঠিক এ এ কাজটি কখনো করবেন না। অমুক জিনিসটি পারেনা সে জিনিসটি পারেন না এমন ভাবাটা ঠিক না। বরঞ্চ আপনি সবকিছুই পারেম এমন জিনিস ভাবতে হবে। অপরের কাছে নিজের দুর্বলতা কখনোই প্রকাশ করবেন না। তাহলে নিজেকে অপমানিত হতে হবে। আমাকে পারতে হবে বলে স্বীকার করুন। তাই বলে” পারিনা ভুল হয়ে যাবে” এমনটা বলবেন না। গোপনে নিজের দুর্বলতাকে সরিয়ে তুলনা করে “দেখা যাক কিন হয় কিনা” বলে কাটিয়ে দিন।কারো সাহায্য লাগলে খুলে বলুন কিন্তু একেবারেই পারিনা বলতে যাবেন না। এটি আপনার অক্ষমতায় একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। যে নিজের সমালোচনা করতে পারে সেই সবচেয়ে বুদ্ধিমান। নিজেকে নিজের সাথে জয়ী করার চেষ্টা করবেন তাহলে আপনি সফল হতে পারবেন