আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা? আল্লাহর রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো।
আজ আমরা জানবো এমন একটি বাংলাদেশি ওয়েবসাইট সম্পর্কে, যে সাইট থেকে শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে, লাইক করে ও সাবস্ক্রাইব করে দৈনিক ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন।
ওয়েবসাইটটির ভালো রিভিউ রয়েছে ইন্টারনেটে এবং তারা দৈনিক পেমেন্ট দেয়। অতএব, পেমেন্ট নিয়ে আপনার কোন চিন্তা করতে হবেনা।
তাহলে চলুন পর্যায়ক্রমে আমরা দেখে আসি:-
(১) কিভাবে ওখানে একাউন্ট খুলবো,
(২) কিভাবে কাজ করবো,
(৩) কত টাকা করে আমরা ইনকাম করতে পারবো,
(৪) কিভাবে পেমেন্ট নিবো।
১. যেভাবে একাউন্ট করবেন: ওই ওয়েবসাইটে একাউন্ট তৈরি করতে – এখানে ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন।
২. দৈনিক যেভাবে ইনকাম করবেন:
(ক) মন দিয়ে কাজ করলে, অর্থাৎ একটু সময় নিয়ে ওখানকার ইউটিউব লিংকগুলোতে ভিডিও দেখলে, ভিডিওগুলোতে লাইক দিলে, কমেন্ট করলে এবং চ্যানেলগুলো সাবস্ক্রাইব করলে ২ থেকে ৫ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। এভাবে করে দিনে ২-৩ ঘন্টা লাগাতার সময় দিলে কমপক্ষে ৮০ থেকে ১০০ টাকা তো হয়েই যাবে আপনার।
(খ) এখানে অন্যদের ওয়েবসাইট দেখে ইনকাম করার সুযোগ রয়েছে। ওখান একটা ওয়েবসাইটের আইকন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করলে ওয়েবসাইট ভিউ করে ইনকাম করা যাবে।
(গ) এখানকার সবচেয়ে আকর্ষণীয় ইনকাম হচ্ছ ফেসবুক গ্রুপ শেয়ার পোস্ট দিয়ে ইনকাম। “ফেসবুক শেয়ার” -এর চিহ্ন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। অতঃপর ফেসবুকে চেয়ার করে দিন। এভাবে এখান থেকে আপনি দৈনিক ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
(ঘ) রেফার করেও এখানে দৈনিক শ’খানেক টাকা ইনকাম করতে পারেন। “শেয়ার” আইকনটিতে ক্লিক করলে আপনার রেফারাল লিংকটি পেয়ে যাবেন। সেখান থেকে লিংকটি কপি করে যেখানে ইচ্ছা শেয়ার করুন। কেউ যদি লিংকটিতে ক্লিক করে একাউন্ট তৈরি করে তাহলে প্রতি রেফারে ২টাকা করে পাবেন।
৩. দৈনিক যত টাকা করে ইনকাম হবে:
উপরের ইনকাম করার সিস্টেমগুলো যদি পড়ে থাকেন, তাহলে হয়তো এতক্ষণে বুঝেই গেছেন যে দৈনিক আপনি সর্বনিম্ন কত টাকা করে ইনকাম করতে পারবেন। যদি একটু পরিশ্রম করেন, তাহলে অবশ্যই দৈনিক ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব।
(ক) প্রতিটি ভিডিও দেখে, লাইক-কমেন্ট করে ও সাবস্ক্রাইব করে ০.৫ থেকে ১টাকা পর্যন্ত পেতে পারেন।
(খ) প্রতিটি ওয়েবসাইট ভিউতে ০.১ থেকে ০.৫ টাকা পাবেন।
(গ) ফেসবুকে পোস্ট শেয়ার করে ০.৩ থেকে ০.৮ টাকা করে পাবেন।
(ঘ) প্রতি রেফারে ২ টাকা করে পাবেন।
৪. যেভাবে পেমেন্ট নিবেন: পেমেন্ট বিকাশে নিতে পারবেন। ওখানে টাস্ক পূরণ করে যে পয়েন্টগুলো পাবেন, সেগুলো এক্সচেঞ্জ করে (১০০০পয়েন্ট = ১টাকা) টাকা বিকাশে নিয়ে নিতে পারবেন।
সাধারণত ১-৩ দিনের মধ্যে তারা পেমেন্ট করে দেয়।
তাছাড়াও আপনি চাইলে পেপাল/পেওনিয়ার/বিটকয়েন ওয়ালেটেও পেমেন্ট নিয়ে নিতে পারেন।
তো বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। পরবর্তী পোস্টে আমি অন্য কেন নতুন টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করবো। আসলে, কষ্ট কম হয়না পোস্টগুলো লিখতে; প্রায় ২ ঘন্টা সময় ব্যয় হয়ে যায়। তবুও মনের আশে লেখালিখি করি। দোয়া করবেন সবাই আমার জন্য।
পোস্ট দ্বারা উপকৃত হলে শেয়ার করে জানিয়ে দিন অন্যদেরও। কমেন্ট করে আপনার প্রতিক্রিয়া জানাতে একদম ভুলবেননা।
পোস্টটি নিয়ে আপনার কোন প্রশ্ন, কৌতূহল, মতামত, অভিমত, পরামর্শ থাকলে নির্দ্বিধায় দিতে পারেন। আসসালামু আলাইকুম।