সাম্প্রতিক
প্রেসিডেন্ট
। মৌরিতানিয়া ; মােহমেদ ওউন্ড ঘারুয়ানি
দায়িত্ব গ্রহণ ১ আগস্ট ২০১৯। তিনি
দেশটির নবম প্রেসিডেন্ট।
। গুয়েতেমালা : আলেজান্দ্রো জিয়ামমত্তেই
নির্বাচিত ১১ আগস্ট ২০১৯; দায়িত্ব
তা গ্রহণ ১৪ জানুয়ারি ২০২০।
। নাউরু : লিওনেল এইঞ্জিমিয়া; দায়িত্ব
_ গ্রহণ ২৭ আগস্ট ২০১৯।
বিবিধ
। মালয়েশিয়ার রাজা : সুলতান আবদুল্লাহ
রিয়াজুদ্দীন; ৩০ জুলাই ২০১৯
আনুষ্ঠানিকভাবে তিনি অভিষিক্ত হন। ৩১
জানুয়ারি ২০১৯ রাজা হিসেবে নির্বাচিত
হন। তিনি দেশটির ষােড়শ রাজা।
। প্রধানমন্ত্রী, মৌরিতানিয়া ; ইসমাইল
ওউন্ড বেদি ওউন্ড সেইখ সিডিয়া;
দায়িত্ব গ্রহণ ৫ আগস্ট ২০১৯। তিনি
দেশটির ১৫তম প্রধানমন্ত্রী।
। মহাপরিচালক, আন্তর্জাতিক আণবিক
শক্তি সংস্থা (IAEA) : কর্নেল ফেরুতা
(রােমানিয়া), দায়িত্ব গ্রহণ ২৫ জুলাই।
২০১৯। তিনি ৩১ ডিসেম্বর ২০১৯
পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত ; কেলি।
| ক্রাফট; ৩১ জুলাই ২০১৯ মার্কিন
– সিনেটে তার নিয়ােগ অনুমােদিত হয়।
– তিনি ৩১ ডিসেম্বর ২০১৮ পদত্যাগ ।
করা নিকি হ্যালির স্থলাভিষিক্ত হন।
। রাজ্যপাল, পশ্চিমবঙ্গ, ভারত : জগদীপ ।
* ধনকর; শপথ গ্রহণ ৩০ জুলাই ২০১৯।
সেনাপ্রধান, শ্রীলংকা ; লেফটেন্যান্ট
| জেনারেল সাজেন্দ্র সিল; নিয়ােগ ২১
আগস্ট ২০১১।