আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সামনে সাহিত্যিক ক্যাপশন মানে সাহিত্য নিয়ে ১৫ টি ক্যাপশন, স্ট্যাটাস, উক্তি ও ডায়লগ নিয়ে হাজির হয়েছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
নিচের প্রায় সব ক্যাপশন ও ডায়লগ দেশ-বিদেশের বিভিন্ন বড় বড় কবি, সাহিত্যিক, গল্পকার, দার্শনিক ইত্যাদির। এগুলো বিভিন্ন স্থান (ওয়েবসাইট) থেকে সংগ্রহ করা হয়েছে।
সাহিত্যিক ক্যাপশন, সাহিত্য নিয়ে ১৫ টি ক্যাপশন, স্ট্যাটাস, উক্তি
১. একটি ভালো উপন্যাস আমাদের সামনে নায়ক সম্পর্কে সত্য তুলে ধরে কিন্তু বাজি উপন্যাস লেখক সম্পর্কে সত্য তুলে ধরে।
– জি কে চেস্টার্টন
২. সাহিত্য এবং সঙ্গীত এমন জিনিস প্রকাশ করে যা সপ্তাহে প্রকাশ করা যায় না এবং একই সাথে নিরবতাও প্রকাশ করে না।
– ভিক্টর হুগো
৩. শুধুমাত্র খুব দুর্বল মনের মানুষ সাহিত্য এবং কবিতা দ্বারা প্রভাবিত হতো অস্বীকার করে।
– ক্যাসন্ডরা ক্ল্যার
৪. চুরি এবং ফাঁকিবাজি চলে রাজনীতি, ব্যবসা আর অর্থনীতিতে। সংগীতে, শিল্পে আর সাহিত্যে নয়।
– আবুল ফজল
৫. নারীর বিরহে, নারীর মিলনে, নর পেল কবি-প্রাণ৷ । যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান।
– কাজী নজরুল ইসলাম
৬. একটি ভালো সাহিত্য হচ্ছে চিনির প্রলেপ দেওয়া তেতো বাড়ির মতো।
– ও হেনরি
৭. বাস্তব জীবনকে উপেক্ষা করার সবচেয়ে গ্রহণযোগ্য উপায় সাহিত্য
– ফার্নাদো পেসোসা
৮. এটি সমস্ত সাহিত্যের সৌন্দর্যের অংশ যখন আপনি আবিষ্কার করছেন যে আপনার আকাঙ্ক্ষাগুলি সর্বজনীন আকাঙ্ক্ষা, যখন আপনি আবিষ্কার করছেন যে আপনি নিঃসঙ্গ নন এবং কারো থেকে বিচ্ছিন্ন নন; আপনি অংশভুক্ত।
– এফ স্কট ফিজারেল্ড
৯. যে জাতির সাহিত্য যত সমৃদ্ধ সে জাতির অতীত ততই সমৃদ্ধ।
১০. যদি একজন সৈনিক তার শত্রুপক্ষ দ্বারা আটক হয়, আমরা কি পালান তার কর্তব্য বলে মনে করি না? আমরা যদি মনের ও আত্মার স্বাধীনতাকে মূল্য দেই যদি আমরা স্বাধীনতার পক্ষপাতী হই তাহলে সাহিত্যের দুনিয়ায় পালিয়ে যাওয়া এবং যতদিন সম্ভব আমাদের সাথে নিয়ে যাওয়া আমাদের সাধারন কর্তব্য!
– জে আর আর টলকিন
১১. হ্যাঁ এটাই সাহিত্য। এটা সেই লোকেরা যারা আমাদের আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিল, অতীতের বার্তাগুলি তারা আমাদের সামনে পেশ করে গিয়েছিল কবরের ওপার থেকে; আমাদের জীবন ও মৃত্যু সম্পর্কে বলার চেষ্টা করেছিল তারা! তাদের কথা শোনো।
– কনি উইলস
১২. কোনো দেশের সাহিত্য থেকেই বোঝা যায় দেশটির মানুষদের রুচি, আচার-আচরণ কেমন।
১৩. সাহিত্য কোনো একজন ব্যক্তিকে নতুন করে বাঁচতে শিখায়।
১৪. সাহিত্য চর্চার মাধ্যমে যে জ্ঞান অর্জন করা যায় তা আর কোনোভাবেই সম্ভব নয়।
১৫. সাহিত্য হচ্ছে মানুষের কল্পনা যা তৈরির মাধ্যমে বাস্তবতায় রূপ পায়।
তো এই ছিল আমার সাহিত্য সম্পর্কে ১৫ টি ক্যাপশন ও ডায়লগ। আসলে সাহিত্য ও সাহিত্যচর্চার প্রশংসা আরম্ভ করলে আর শেষ হবেনা
তো আজকের জন্য এতটুকুই। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আবার কয়েকদিন পর আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আজকের জন্য বিদায় জানাচ্ছি। গ্রাথোরের সঙ্গেই থাকুন।