সিলেট বক্ষব্যাধি হাসপাতাল।যেখানে ৪ মডিউলের জিন এক্সপার্ট মেশিন দ্বারা চিকিৎসা করা হতো। বর্তমানে হাসপাতালটিতে থাকা ৪ মডিউলের আরও একটি জিন এক্সপার্ট মেশিন দ্বারা কোভিড টেস্টের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
হাসপাতালে বসানো হচ্ছে দেশের প্রথম জিন এক্সপার্ট ল্যাব।
এই ল্যাবটির কার্যক্রম আগামী মাসে শুরু হতে পারে বলে জানা গেছে।
টেকনোলজিস্টরা বলেন শুধুমাত্র একটি সফটও্যার এবং কিট আমদানির মাধ্যমে কম্পিউটারাইজড পদ্ধতিতে করোনা পরীক্ষা করা যাবে।
যার করোনা রিপোর্ট ৯৭% ই সত্য।
মেডিকেল কতৃপক্ষ জানান হাসপাতালটিতে 4 মডিউলের দুইটি জিন এক্সপার্ট মেশিন রয়েছে। যার একটি পূর্বে যক্ষা পরীক্ষায় ব্যাবহার করা হতো।
অন্যটি করোনা পরীক্ষার কাজে ব্যাবহার করা হবে।আরও একটি ১৬ মডিউলের মেশিন বসানো হলে প্রতিদিন ২০০ টি নমুনা পরীক্ষা করা যাবে ল্যাবটিতে।
তারা জানান আগামী মাসের ১ম সপ্তাহের দিকে ল্যাবটির কার্যক্রম শুরু করা যাবে।
বাংলাদেশে এর আগে যেসব করোনা পরীক্ষার ল্যাব বসানো হয়েছে তার সবগুলোই আর্টিফিশিয়াল ল্যাব যেখানে রিপোর্টের সঠিকতার মাত্রা শতকরা ৬০-৬৫ ভাগ।সুতরাং বলা যায় এটিই হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য করোনা পরীক্ষার ল্যাব।
মেডিকেল কতৃপক্ষ জানান হাসপাতালটিতে 4 মডিউলের দুইটি জিন এক্সপার্ট মেশিন রয়েছে। যার একটি পূর্বে যক্ষা পরীক্ষায় ব্যাবহার করা হতো।
অন্যটি করোনা পরীক্ষার কাজে ব্যাবহার করা হবে।
সিলেট বক্ষব্যাধি হাসপাতালে বসানো হচ্ছে দেশের প্রথম জিন এক্সপার্ট ল্যাব।
টেকনোলজিস্টরা বলেন শুধুমাত্র একটি সফটও্যার এবং কিট আমদানির মাধ্যমে কম্পিউটারাইজড পদ্ধতিতে করোনা পরীক্ষা করা যাবে।
তারা জানান আগামী মাসের ১ম সপ্তাহের দিকে ল্যাবটির কার্যক্রম শুরু করা যাবে।
টেকনোলজিস্টরা বলেন শুধুমাত্র একটি সফটও্যার এবং কিট আমদানির মাধ্যমে কম্পিউটারাইজড পদ্ধতিতে করোনা পরীক্ষা করা যাবে।
যার করোনা রিপোর্ট ৯৭% ই সত্য।এখানে প্রতিদিন ২০০ টি নমুনা পরীক্ষা করা যাবে।
এবং এর রিপোর্টের সত্যতার উপর আস্থা থাকবে সবার।
ল্যাবটি হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কোভিড টেস্টের স্থান।
তাছাড়া হাসপাতালটিতে আরও একটি আর্টিফিসিয়াল ল্যাব ও স্থাপন করা হবে বলে জানা গেছে।