দিনাজপুর জেলায় বিক্রমপুর নামের এক স্থানে বিষাক্ত স্পিড পানে 10 জন মৃত্যুবরণ করেছে!
এই দোকানদার নাম হলো রফিকুল ইসলাম তিনি পেশায় একজন হোমিও ডাক্তারি এবং পাশাপাশি দোকানদারি করেন বলে জানা গেছে। গত শুক্রবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারের পর জানা গেছে তিনি পেশায় একজন দোকানদার এবং হোমিওপ্যাথি একটি ফার্মেসি ও রয়েছে । বিক্রমপুর থানার ভারপ্রাপ্ত ওসি মনিরুজ্জামান তারপরও এই বিষয়টি নিশ্চিত করে তাকে গ্রেফতার করেছে।
এই রফিকুল ইসলাম বিক্রমপুরের বকুলতলা সিরাজুল ইসলাম ছেলে
বিক্রমপুরের ওইখানে থেকে জানা যায় গত 26 এবং 27 তারিখে এই দোকান থেকে প্রায় 10 জনের মতো ঐই পানীয় কিনে খায় খাওয়ার পর তারা মারা যায় এটা নিশ্চিত করেছে।
বিক্রমপুর থানা তখন বিক্রমপুর থানার উপ-পরিদর্শক এসআই নুরুল একটি বাদী হয়ে মামলা করেন তিনি একটি হত্যা মামলা দায়ের একটি মামলা করেন গত শুক্রবারে ওসির নির্দেশে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ।
স্থানীয় সূত্রে আরো জানা যায় যে রফিকুল ইসলাম হোমিওপ্যাথি ডাক্তার এর পাশাপাশি অনেকদিন ধরে ট্রাম ঐই বিষাক্ত টি বিক্রি করে আসছে এছাড়া এর আগে তার নামে বিক্রমপুর ফুলবাড়িয়া থানায় দুটি মামলা রয়েছে।
মামলাটি করা হয় কারণ তিনি একজন নাকি মাদক ব্যবসায়ী। তার নামে আগেও দু’টি মামলা রয়েছে।
বর্তমান আমাদের দেশে অনেক অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে তারা বিভিন্ন খাবার কেমিক্যাল বা এই ধরণের বিষ ব্যবহার করে থাকে।
যেগুলো আমাদের মানব শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর এমনকি মৃত্যুও হতে পারে সেটাই এটার একটা জলজ্যান্ত প্রমাণ।
এই ধরনের কেমিক্যাল মেশানো খাবার যদি আমরা খাই তাহলে আমাদের ধীরে ধীরে মৃত্যু হতে পারে অথবা বিষের পরিমাণটা বেশি হলে তাৎক্ষণিক মৃত্যু হতে পারে।
সুতরাং তাই আমরা এই ধরনের খাবার এড়িয়ে চলব এবং বর্জন করার চেষ্টা করব।
আমরা সতর্ক থাকব সেটা হল খাওয়ার আগে কোন জিনিসের ডেট অথবা এক্সপায়ার ডেট আছে কিনা সেটা পরীক্ষা করে নিব আশা করি আপনাদের মূল্যবান মতামত গুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে