বন্ধুরা কেমন আছো? আশা করি অনেক ভাল আছ।আজকে আমি তোমাদের জন্য সুন্দর একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। আমি আগে কখনো কবিতা লিখিনি এই ফোরামে। আজ প্রথম লিখলাম । ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবে।আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। চলো বন্ধুরা কবিতাটি দেখি।।।। জীবনে আমরা কমবেশি সবাই স্বপ্ন দেখি। স্বপ্ন ছাড়া কোনো মানুষ আছে বলে মনে হয় না আমার। স্বপ্ন ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। স্বপ্ন আছে বলে আমরা প্রতিদিন নিত্য নতুন স্বপ্ন নিয়ে সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে আছি । তাই আমি আজকে স্বপ্ন নিয়ে কবিতা লেখার চেষ্টা করেছি।আমার কবিতার নাম হল স্বপ্ন।
স্বপ্ন।
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়
স্বপ্ন যোগায় আশা,
স্বপ্নকে নিয়ে সুখ-দুঃখ
স্বপ্ন জোগায় ভাষা।
মানুষ যখন ক্লান্ত হয়ে
থামে চলার পথে,
স্বপ্ন তখন যোগায় দিশা
জীবন চলার পথে।
স্বপ্ন মানুষকে হাঁটতে শেখায়
দেখায় পথের দিশা
স্বপ্ন মানুষকে দিয়ে চলে
দূরের পথের নিশা।
স্বপ্ন কাঠির ছোঁয়া এসে
জীবন হয় রঙ্গিন,
পৃথিবী সমান স্বপ্ন নিয়ে
এগিয়ে চলায় সৌখিন।
স্বপ্নকে বন্ধু ভেবে
আশাকে বাঁধ বুকে,
আগামীকে শেখাতে হবে
ভয় উচ্চারণ নয় মুখে।
মোরা একদিন সফল হব
স্বপ্নকে সাথে নিয়ে,
মোদের দেশকে উন্নত করবো
পাহাড় সমান জয় দিয়ে।
বন্ধুরা তোমাদের কাছে যদি আমার এই কবিতাটি ভালো লেগে থাকে ,তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে ভবিষ্যতে আরো ভালো ভালো কবিতা লেখার চেষ্টা করব। তোমাদের অনুপ্রেরণা আগামীর পথে নিয়ে যাবে আমার এ কবিতা লেখাকে। আরেকটি কথা, স্পেশালি এডমিন কে ধন্যবাদ জানাই আমাদের জন্য এই প্লাটফ্রম তৈরি করে দেওয়ার জন্য। কবিতা লেখার ফোরাম হওয়ায় আমাদের অনেক উপকার হলো। এখানে অনেক ভালো ভালো কবিতা সবাই এখন থেকে লিখবে আশা করি।ধন্যবাদ সবাইকে।