আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সবাই ভালো আছেন। যদিও বর্তমান করোনাকালীন লকডাউনে করুন পরিস্থিতি পার করতে হচ্ছে প্রায় সকলকে। তারপরও বেঁচে থাকার তাগিদে ভংগুর অর্থনৈতিক অবস্থায়ও জীবিকা নির্বাহের চেষ্টা অব্যাহত রয়েছে সকলেরই।
এরকমই এক পরিস্থিতিতে আপনাদের সামনে হাজির হয়েছি অনলাইনে ব্লগে বাংলা লিখে সহজে আয়ের বিষয়ে কিছু আলোকপাত করতে।
কাজের কথায় আশা যাক। কিভাবে করোকালীন লকডাউনে ঘরে বসে সহজে টাকা ইনকাম করা যায়, সে বিষয়ে আলোচনা করবো। ঘরে বসে শুধুমাত্র টাইপিং করেও টাকা ইনকাম করা সম্ভব। আপনি যদি কোনো বিষয়ে লিখতে জানেন তাহলে আপনি সেই বিষয় সম্পর্কে কিছু লিখে মাস শেষে ভাল পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন। এখন আপনার মাথায় আসতে পারে যে কোথায়, কিভাবে, কোন ওয়েবসাইট এ লিখব! আরও কথা হলো আমি আর্টিকেল লিখে আয় করতে চাই কিন্তু আমি ইংরেজি জানি না।
সমস্যা নেই আপনি যদি ইংরেজি না জানেন তবে বাংলা ভাষায় আর্টিকেল লিখেও ভাল পরিমানে আয় করা সম্ভব।
Grathor.com/গ্রাথোর ডট কম
হ্যাঁ, আমার দৃষ্টিতে তার জন্য সবচেয়ে ভাল ওয়েবসাইটটি হলো Grathor.com/গ্রাথোর ডট কম। যদিও এরকম আরো অনেক সাইটই আছে। যেমনঃ জেআইটি ব্লগ, ইনকামটিউনস ইত্যাদি। যেহেতু অনলাইন একটি বিশাল জগত। তাই এতে ধোকা বা প্রতারনার সুযোগও অনেক। তাই বিশ্বস্থ ভাল সাইটেই কাজ করা উচিত। আমি ও আমারমত অনেকেই এই সাইটে আস্থার সাথে কাজ করে যাচ্ছি।
মনে প্রশ্ন আসতে পারে যে এই ওয়েবসাইটটি কি আসলেই পেমেন্ট করে?? জ্বী ১০০% পেমেন্ট পাবেন। আপনি আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আর্টিকেল পাবেন। আর এখানে অনেক সদস্য কাজ করেন। যদি পেমেন্ট না দেওয়া হতো তাহলে এতো সদস্য এখানে বসে বসে আর্টিকেল লিখতেন না। তাদের সময় অপচয় করতেন না। সুতরাং, আপনি নিশ্চিন্তে এখানে কাজ করতে পারেন। Grathor.com/গ্রাথোর ডট কম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তারপরেও আপনাদের সুবিধার্তে নিচে লিংকটি দিয়ে দিলাম।
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সবাই ভালো আছেন। যদিও বর্তমান করোনাকালীন লকডাউনে করুন পরিস্থিতি পার করতে হচ্ছে প্রায় সকলকে। তারপরও বেঁচে থাকার তাগিদে ভংগুর অর্থনৈতিক অবস্থায়ও জীবিকা নির্বাহের চেষ্টা অব্যাহত রয়েছে সকলেরই।
এরকমই এক পরিস্থিতিতে আপনাদের সামনে হাজির হয়েছি অনলাইনে ব্লগে বাংলা লিখে সহজে আয়ের বিষয়ে কিছু আলোকপাত করতে।
কাজের কথায় আশা যাক। কিভাবে করোকালীন লকডাউনে ঘরে বসে সহজে টাকা ইনকাম করা যায়, সে বিষয়ে আলোচনা করবো। ঘরে বসে শুধুমাত্র টাইপিং করেও টাকা ইনকাম করা সম্ভব। আপনি যদি কোনো বিষয়ে লিখতে জানেন তাহলে আপনি সেই বিষয় সম্পর্কে কিছু লিখে মাস শেষে ভাল পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন। এখন আপনার মাথায় আসতে পারে যে কোথায়, কিভাবে, কোন ওয়েবসাইট এ লিখব! আরও কথা হলো আমি আর্টিকেল লিখে আয় করতে চাই কিন্তু আমি ইংরেজি জানি না।
সমস্যা নেই আপনি যদি ইংরেজি না জানেন তবে বাংলা ভাষায় আর্টিকেল লিখেও ভাল পরিমানে আয় করা সম্ভব।
Grathor.com/গ্রাথোর ডট কম
হ্যাঁ, আমার দৃষ্টিতে তার জন্য সবচেয়ে ভাল ওয়েবসাইটটি হলো Grathor.com/গ্রাথোর ডট কম। যদিও এরকম আরো অনেক সাইটই আছে। যেমনঃ জেআইটি ব্লগ, ইনকামটিউনস ইত্যাদি। যেহেতু অনলাইন একটি বিশাল জগত। তাই এতে ধোকা বা প্রতারনার সুযোগও অনেক। তাই বিশ্বস্থ ভাল সাইটেই কাজ করা উচিত। আমি ও আমারমত অনেকেই এই সাইটে আস্থার সাথে কাজ করে যাচ্ছি।
মনে প্রশ্ন আসতে পারে যে এই ওয়েবসাইটটি কি আসলেই পেমেন্ট করে?? জ্বী ১০০% পেমেন্ট পাবেন। আপনি আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আর্টিকেল পাবেন। আর এখানে অনেক সদস্য কাজ করেন। যদি পেমেন্ট না দেওয়া হতো তাহলে এতো সদস্য এখানে বসে বসে আর্টিকেল লিখতেন না। তাদের সময় অপচয় করতেন না। সুতরাং, আপনি নিশ্চিন্তে এখানে কাজ করতে পারেন। Grathor.com/গ্রাথোর ডট কম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তারপরেও আপনাদের সুবিধার্তে নিচে লিংকটি দিয়ে দিলাম। https://grathor.com/earning-program/?mref=Mohammad+Fahim
তাই আমার পরামর্শ, আপনি Grathor.com/গ্রাথোর ডট কম এ লিখে টাকা ইনকাম করতে পারেন। শুধু তাই নয়, এখানে লেখা/পোস্ট পড়লেও কিছু পরিমান টাকা দেয়া হয়। আর নিজ রেফার লিংকে সদস্য এড করাতে পারলেও রয়েছে টাকা ও বোনাস।
রেজিস্ট্রেশন
সাইটটি সার্চ দিলেই পেয়ে যাবেন। এর অপশন এ গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন৷ আপনার জিমেইল আইডি বা ফেসবুক আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনার রেজিস্ট্রেশন করা হয়ে গেলে ইমেইলে মেসেজে একাউন্ট একটিভ করবেন। তারপর আপনার আইডিতে লগ ইন করবেন। তারপর আপনি আপনার ডেশবোর্ড এ গিয়ে সব অপশনই পাবেন। আপনি আপনার মনের মতো করে আর্টিকেল লিখতে পারেন।
কি লিখবেন ও কিভাবে?
এখন আপনার মাথায় আসতে পারে যে কি লিখব! আপনি টাইটেল অপশন এ আপনার আর্টিকেল এর টাইটেল বা শিরোনাম দিবেন। তারপর নিচে লিখার বিষয় ও ফিচার ছবি, ট্যাগ এসব অপশন এ প্রয়োজনীয় বিষয় লিখে দিবেন। আর মনে রাখতে হবে, আপনার আর্টিকেলটি কিন্তু ৩৫০ শব্দের বেশি হতে হবে। আর আপনি যে যে বিষয়ে লিখতে পারেন, যেমন- তথ্যবহুল লিখনি, প্রযুক্তি বিষয়ক লিখনি, অনলাইন আয়, ভ্রমণ, মোবাইল রিভিউ, এপ রিভিউ, কম্পিউটার বা এরকম অন্যান্য বিষয়ে আপনি লিখতে পারেন।
মনে রাখতে হবে
কিছু নিয়মাবলি মেনে চলতে হবে। যেমন – কারো আর্টিকেল কপি করতে পারবেন না। আপনার আর্টিকেলটি ইউনিক হতে হবে। না হলে আপনার আর্টিকেলটি পাবলিশ করা হবে না। ১০০% মানসম্মত হতে হবে। আর যদি আপনার আর্টিকেলটি পাবলিশ না হয় কেন পাবলিশ হয়নি তা আপনার জিমেইল এ মেসেজে জানানো হবে। কাজ শুরুর আগে নিয়মাবলি/নীতিমালা সব ভালভাবে পড়ে নিবেন।
কি পরিমাণ টাকা আয় সম্ভব?
আপনার আর্টিকেলটি যতজন ভিউ করবে তার জন্য আপনাকে পেমেন্ট দেওয়া হবে। তো আপনার ভিউজ যত বাড়বে আপনার টাকাও তত বাড়বে। এভাবে মোটামুটি ভাল একটা পরিমান আয় করা সম্ভব। আপনি যত সময় দিবেন তত আপনার লাভ। আপনি চাইলে প্রতিদিন ৩-৪টা আর্টিকেলও লিখতে পারেন। তাতে আপনার ইনকাম বেশি হবে। তাছাড়া পোস্ট পড়ে ও লিংক রেফার করেও কিছু আয় হবে।
আর্টিকেল সুন্দর করে লেখার নিয়মঃ
আপনি আর্টিকেল লিখার সময় লেখার টাইটেল, স্টাইল, ফন্ট চেঞ্জ করতে পারেন। ফলে আপনার আর্টিকেলটি আরো সুন্দর হয়ে উঠবে। যে কেউও আপনার আর্টিকেল পছন্দ করবে এবং পড়বে। ফলে আপনার ভিউজ বাড়বে এবং আপনার ইনকামও বেশি হবে। তো এই লকডাউনে বাহিরে না গিয়ে ঘরে বসেই ইনকাম শুরু করুন।
পেমেন্ট নিবেন কিভাবে?
আপনার যদি বিকাশ একাউন্ট থাকে তাহলে আপনি যেকোনো একটা থেকে পেমেন্ট নিতে পারবেন। তবে সামনে পেমেন্ট মেথড বাড়ানো হতে পারে।
তাহলে আজ থেকেই শুরু করুন
সুতরাং বসে না থেকে আজকে থেকেই নিজের হাতকে কাজে লাগানো শুরু করে দিন। এভাবেই আপনি আর্টিকেল লিখে, পড়ে মাসে ভাল পরিমান টাকা ইনকাম করতে পারবেন।
সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আগামীতে আবারও হাজির হবো নতুন কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।
★★★