আমাদের মধ্যে অনেকেই বর্তমানে অনলাইনে ক্যারিয়ার গঠন করার জন্য বিশেষভাবে আগ্রহী। কিন্তু অনেকেই সঠিক রাস্তাটা না জানার কারণে দিনকে দিন অনলাইনে আজে বাজে সাময়িক কাজের পেছনে সময় করে থাকি। সহজেই অনলাইন থেকে ভালো অর্থ উপার্জনের কোনো সিস্টেম নেই। থাকলেও তা সাময়িক। টাকা পয়সা কখনো অতি সহজে আয় করা সম্ভব নয়। আপনাকে কেউ কোনো লাভ ছাড়া অনলাইন থেকে ইনকাম করতে দেবে না। এজন্য যারা অনলাইন থেকে লোভ দেখিয়ে সহজে ইনকাম করাতে চায় সেসব চক্রের কবলে পড়বেন না।
আপনি যদি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান তাহলে কষ্ট করতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জানেন না যে, অনলাইন থেকে কিভাবে বা কোন কোন পদ্ধতিতে আয় করা সম্ভব। আমাদের আজকের পোস্ট এই বিষয় নিয়েই! অনলাইন থেকে কোন কোন পদ্ধতিতে এবং কি কি কাজের মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব, এমন ৬০+ টি অসাধারণ উপায় নিয়েই আজকের পোস্টের মূল বক্তব্য।
উপায়গুলোর তালিকা নিচে উল্লেখ করা হলো:
১. ওয়েব ডেভলপমেন্ট
- ওয়েব ডিজাইন
- ওয়েব প্রোগ্রামিং
- ই-কমার্স
- ইউজার ইন্টারফেস ডিজাইন
- ওয়েবসাইট কিউএ
- ওয়েবসাইট প্রজেক্ট ম্যানেজমেন্ট
ও অন্যান্য
২. সফটওয়্যার ডেভলপমেন্ট
- ডেস্কটপ অ্যাপ্লিকেশন
- গেম ডেভেলপমেন্ট
- স্ক্রিপ্ট ও ইউটিলিটি
- সফটওয়্যার প্লাগ- ইন্স
- মোবাইল অ্যাপস
- এ্যাডপ্লকেশন ইন্টারফেস ডিজাইন
- সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট
- সফটওয়্যার কিউএ
- ভিওআইপি
ও অন্যান্য
৩. নেটওয়ার্কিং ও ইনফরমেশন সিস্টেম
- নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন
- ডিবিএ-ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন
- ইআরপি/ সি আর এম ইমপ্লিমেন্টেশন
ও অন্যান্য
৪. রাইটিং ও ট্রান্সলেশন
- টেকনিক্যাল রাইটিং
- ওয়েবসাইট কনটেন্ট
- ব্লগ ও আর্টিকেল রাইটিং
- কপি রাইটিং
- ট্রান্সলেশন
- ক্রিয়েটিভ রাইটিং
ও অন্যান্য
৫. অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট
- ডেটা এন্ট্রি
- পার্সোনাল এ্যাডসসটেন্ট
- ওয়েব রিসার্চ
- ইমেইল রেসপন্স হ্যান্ডেলিং
- ট্রান্সক্রিপশন
ও অন্যান্য
৬.ডিজাইন ও মাল্টিমিডিয়া
- গ্রাফিক্স ডিজাইন
- লোগো ডিজাইন
- ইলাস্ট্রেশন
- প্রিন্ট ডিজাইন
- থ্রিডি মডেলিং ও ক্যাড
- অডিও প্রোডাকশন
- ভয়েস ট্যালেন্ট
- এ্যাডনমেশন
- প্রেজেন্টেশন
- ইঞ্জনিয়ারিং ও টেকনিক্যাল ডিজাইন
ও অন্যান্য
৭. কাস্টমার সার্ভিস
- কাস্টমার সার্ভিস ও সাপোর্ট
- টেকনিক্যাল সাপোর্ট
- ফোন সাপোর্ট
- অর্ডার প্রসেসিং
ও অন্যান্য
৮. সেলস ও মার্কেটিং
- এ্যাডভার্টাইজিং
- ইমেইল মার্কেটিং
- সার্চ ইঞ্জিন অপটমাইজেশন (SEO)
- সার্চ ইঞ্জিন মার্কেটিং
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং
- পাবলিক রিলেশনস
- টেলি মার্কেটিং ও টেলিসেলস
- বিজনেস প্ল্যান ও মার্কেটিং স্ট্র্যাটেজি
- মার্কেট রিসার্চ ও সার্ভে
- সেলস ও লিড জেনারেশন
ও অন্যান্য
৯. বিজনেস সার্ভিস
- অ্যাকাউন্টিং
- বুককিপিং
- এইচআর/ পেরোল
- ফিনেন্সিয়াল সার্ভিস ও প্লানিং
- পেমেন্ট প্রসেসিং
- লিগ্যাল
- প্রোজেক্ট ম্যানেজমেন্ট
- বিজনেস কনসালটিং
- রিক্রুটিং
- স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস
ও অন্যান্য
উপরিউক্ত ক্যাটাগরিভুক্ত যেকোনো এক বা একাধিক বিষয়ের ওপর আপনার দক্ষতা থাকলে আপনিও অনলাইনে ভাল পরিমাণ অর্থ উপার্জন করে নিজের ক্যারিয়ারকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারবেন। ধন্যবাদ।