১. একটি ব্লগ এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। আপনার ব্লগ টিকে ভিজিটর সংখ্যা বাড়িয়ে গুগল এর সাথে পারটনাশিপ একাউন্ট করতে পারেন।ভাল একটি ব্লগ সাইট দিয়ে আপনি অনেক ভাবে ইনকাম করতে পারবেন। অনলাইন ইনকাম
২.মেইলচিম্পের মাধ্যমে ইমেইল মারকেটিং করে আয় করতে পারেন।
৩. একটি ইউটিউব চ্যানেল খুলে নিন এবং ইউটিউবের পার্টনার হয়ে যান। সৃজনশীল কিছু তৈরী করুন যেমন হ্যান্ডবেগ জুয়েলারি পেইন্টিং বা কুটিরশিল্প ইত্যাদি এবং তা বিক্রয় করতে পারেন
ইটসি, আর্টফায়ার বা ই-বে তে বিক্রয় করতে পারেন।
৫.টি শার্ট এর ডিজাইন করে ইনকাম করতে পারবেন। আর আপনি সেল করুন।
৬.নিজের অনলাইন স্টোর তৈরী করুন তা নিজস্ব ডোমেইন বা সপিফাই ।যেকোন বস্তু খাবার থেকে শুরু করে ডিজিটাল পণ্য সবই সেল করতে পারেন।
৭.ইবুক লিখে ইনকাম করা যায়। আপনার লিখা বই গুলা কিন্ডেল স্টোর , গুগল, বা আইবুক এ প্রকাশ করুন। আপনি
চাইলে ই বুক হিসাবে অন্য রিটেইলার দের কাছে ও বিক্রয় করতে পারেন।
৮. স্কিল শেয়ার করে শিক্ষক হিসাবে প্রিয় বিষয় নিয়ে টিউটোরিয়াল তৈরী করুন। গিটার
থেকে শুরু করে সাহিত্য ইয়োগা থেকে বিদেশী ভাষা যেকোন কিছু আপনি আন্তর্জাতিকভাবে শেখাতে পারেন।
৯. ওয়েব ডিজাইন এন্ড ডেভলাপ শিখুন ,অনলাইন এ ওয়েব সাইট তৈরি করে ইনকাম করুন ।
১০.ডিজিটাল মার্কেটিং শিখে আপনি অনলাইন থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং অনলাইন মার্কেটিং আপনার দক্ষতা বাড়াতে পারেন।