আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন..!!
আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে, প্রতিনিয়তই আমরা এই বিষয়ের মুখোমুখি হচ্ছি।
আমরা হয়তো অনলাইন থেকে আয় করা যায় শুনেছি? যদি শুনে থাকি তাহলে এটাও শুনেছি যে, অনলাইনে আয়কৃত টাকা প্রতারণা করে নিয়ে যাচ্ছে কিছু অসাধুচক্র। আমরা এতো কষ্ট করে, অনলাইনে দিনরাত কাজ করি, অনেকে তো নাওয়া খাওয়া ও ছেড়ে দেয় শুধু পরিশ্রম করে অনলাইনে নিজের ক্যারিয়ার গড়ার জন্য। কিন্তু কিছু অসাধু লোকদের জন্য অনেক তরুন, উদ্যমী ও পরিশ্রমী ফ্রিল্যান্সার ঝড়ে পড়ছে প্রতিনিয়ত।
এখন বলি কোন উপায়ে তারা প্রতারণা করছেঃ —–
তারা আমাদের দিয়ে কিছু কাজ করিয়ে নেয় কিন্তু সেটার টাকা দেয় না। (এটা বেশিরভাগ মানুষেরই প্রাথমিক প্রতিকূলতা)
কিছু মানুষ আমাদের সাথে এমন বন্ধুসূলভ আচরণ করে যে তারা আমাদের কাছে অনেকাংশে বিশস্ত হয়ে ওঠে কিন্তু তারা পেমেন্ট দেওয়ার সময় আমাদের তার আসল রুপ দেখিয়ে দেয়।
এখন বিভিন্ন উপায়ে বিভিন্ন এপসের কাজের জন্য অনেকেই নাম্বার কিনতে চায় প্রসঙ্গে ফেসবুকে পোস্ট করে।
অনেকেই তাদের কাছে নাম্বার বিক্রি করে থাকেন। কিন্তু এদের ভিতর কিছু মানুষ আছে যারা পেমেন্ট করে না। বর্তমানে এই প্রতারণা বেশি জনপ্রিয় হয়ে গিয়েছে।
প্রতারণা থেকে বাচাঁর উপায়ঃ——-
১। যে কারো কাছে কাজ করার সময় কিছু এডভান্স রাখতে হবে। অথবা তার লেনদেন সম্পর্কে ভালো খোজ-খবর রাখতে হবে। (বিশেষ করে বাংলাদেশী বায়ার এবং ফেসবুকের বায়ার থেকে, কারণ তারা বেশিরভাগই ঠগ হয় )
২। পরিপূর্ণ সত্যতা যাচাই করা ছাড়া লেনদেন করবেন না।
৩। সম্ভব হলে পরিচিত লোকদের ছাড়া অন্যদের সাথে অনলাইনে লেনদেন করবেন না।
৪। সব সময় উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে তারপর সিদ্ধান্ত নিবেন।
৫। যে কোন সন্দেহে পড়ে কারো সাথে লেনদেন করবেন না। আগে নিজে নিশ্চিত হোন তারপর লেনদেন করুন।
আজ আর নয়, আশা করি আগামী পোস্টে আবারও দেখা হবে।
কোন ভূল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
যেকোন সমস্যায় বা পরামর্শেঃ —- 01310953472
এতটুকু পড়ার জন্য ধন্যবাদ, Stay Alert, Be Alert, Be Honest.