সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামুয়ালাইকুম!
কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তায়ালার রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন।
তো আমি আবারো ধারাবাহিক ভাবে
৮ম শ্রেনীর শিক্ষাথীদের অ্যাসাইমেন্ট এর উত্তর নিয়ে (বাংলার সাথে আরবি) আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি আশা করি আপনারা যদি সুন্দর ভাবে বাংলা গুলোর পাশাপাশি আরবি গুলো খাতায় লিখতে পারেন, তাহলে আমি অবশ্যই বলবো এই বিষয়ে আপনার A+ নিশ্চিত।
তো এবার খাতা কলম নিয়ে তৈরি হয়ে যান, লিখার জন্য।
অষ্টম শ্রেনির আরো অ্যাসাইনমেন্ট উত্তর পেতে এখানে ক্লিক করুন।
** মূল ইবাদত:
۲۱۳. عن ابن عباس ( رض ) قال قال رسول الله ( ص ) کیس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ويأمر بالمعروف وينه عن النگر ( رواه الترمذي وقال هذا حديث غريبي )
**সরল অনুবাদ:
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস ( রা . ) হতে বর্ণিত । তিনি বলেন , রাসুলুল্লাহ ( সা . ) বলেছেন , যে ব্যক্তি । আমাদের ছােটদের প্রতি স্নেহ – মমতা দেয় না , আমাদের বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না , সৎ কাজের আদেশ দেয় না এবং মন্দ কাজ হতে নিষেধ করে না , সে আমাদের দলভুক্ত নয় । ( ইমাম তিরমিযী ( র ) এ হাদিসটি বর্ণনা করেছেন । এবং তিনি বলেছেন এ হাদিসটি গরীব ) ।
হাদিসাংশ:
ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا
-এর ব্যাখ্যা । রাসুল ( সা . ) ছিলেন বিশ্ব মানবতার জন্যে আদর্শের মডেল । আল্লাহ এ সম্পর্কে বিশ্ববাসীকে লক্ষ্য করে ঘােষণা দেন –
لقد كان لكم في رسول الله اسوة حسنة -অর্থাৎ , নিশ্চয় রাসুল ( সা . ) – এর জীবনেই রয়েছে তােমাদের জন্য সর্বোত্তম আদর্শ । তাই রাসুল ( সা . ) ছােটদেরকে স্নেহ ও বড়দেরকে শ্রদ্ধা করে সমাজ জীবনে স্থিতিশীল সুন্দর ব্যবস্থা চালু করার লক্ষ্যে ঘােষণা দেন
ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرة * যে ব্যক্তি ছােটদের প্রতি স্নেহ করে না এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না , সে আমাদের ( আদর্শের ) দলভুক্ত নয় । এখানে ছােট বলতে বুঝানাে হয়েছে , প্রত্যেক ব্যক্তির বয়সে যে ছােট আর বড় বলতে ব্যক্তির চেয়ে
বয়সে , আদর্শে বড় যে।
ছােটদের প্রতি স্নেহ প্রদর্শনের গুরুত্ব আলােচনা কর । উত্তর : ছােটদের প্রতি স্নেহ প্রদর্শনের গুরুত্ব : রাব্বুল আলামীন সন্ত নিসন্ততির শিক্ষাদীক্ষা , আদবকায়দা শিক্ষাদানে ও চরিত্র গঠনে পিতামাতা ও অভিভাবকদের প্রতি দায়িত্ব অর্পণ করেছেন । ছােটরা । প্রত্যক্ষ ও পরােক্ষভাবে বড়দের থেকে প্রয়ােজনীয় জ্ঞান ও অভিজ্ঞতা হাসিল করে থাকে । একটি সমাজ সুন্দর সুখী হয়ে গড়ে উঠার জন্য প্রয়োজন ঐ সমাজের ছােটদের প্রতি বড়দের মায়ামমতা ও স্নেহ । ভালােবাসা রাখা এবং ছােটরাও বড়দের প্রতি ভক্তিশ্রদ্ধা ও সম্মান করা । নবি করিম ( সা . ) বলেছেন- ليس منا من لم يرحم يغير نا ولم يؤقر كبيرنا
অর্থাৎ , যে ব্যক্তি আমাদের ছােটদের প্রতি দয়া করে না আর আমাদের বড়দের শ্রদ্ধা করে না , সে আমালের দলভুক্ত নয় । কোমলমতি বালক বালিকারা অনুকরণপ্রিয় । বড়দের তারা যে যে কাজ করতে দেখে নিজেরাও তা করতে অত্যন্ত হয় , কাক্সেই ছােটদের উন্নত চরিত্র ও সাষ্ট মানসিকতাসম্পন্ন করে গড়ে তােলা এবং তাদের সং ও যােগ্য নাগরিক হিসেবে প্রস্তুত করার ব্যাপারে বড়দের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
***আজ এই পযন্ত দেখা হবে আবারো।
*হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন মাক্স পড়ুন এবং নিরাপদ থাকুন সামাজিক ডিসটেন্স বজায় রাখুন।
লেখক: মুহাম্মাদ সজিব মৃধা
(আল্লাহ হাফেজ)