আউটসোসিং কি এই প্রশ্নটা সবারই মনে আছে? আউটসোসিং কি? এটা কেনইবা করবো? এসব নিয়ে আজ আলোচনা করব:-
আউটসোসিং বলতে বোঝায় আপনি ঘরে বসে দেশের কিংবা দেশের বাইরে যে কোন জব করবে তাকে। ফ্রিল্যান্সিং হচ্ছে আউটসোর্সিং এর একটি পার্ট। ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর মধ্যে কিছু পার্থক্য আছে। আউটসোসিং হচ্ছে আপনাকে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা কাজ করতে হবে বা এরকম কিছু শর্ত দেওয়া থাকে যে এই কাজ করতে হবে। ফ্রিলান্সিং হচ্ছে আপনার মন চাইলে কাজ করবেন মন চাইলে কাজ না করবেন কোন শর্ত থাকবে না। আপনি যদি আউটসোসিং করতে চান আপনাকে অবশ্যই খুবই দক্ষ হতে হবে। বর্তমান সময়ে আউটসোসিং করে মোবাইল দিয়ে অনেক ভালো পরিমাণ টাকা আয় করা যায়। যারা আউটসোসিং করতে আগ্রহী তাদের অবশ্যই দক্ষ এবং প্রশিক্ষণের প্রয়োজন। অনেকে প্রশিক্ষণের জন্য প্রচুর পরিমাণ টাকা দাবি করে। ইউটিউবে সার্চ দিলে আউটসোর্সিং প্রশিক্ষণ সম্বন্ধে অনেক ভিডিও পাওয়া যায় যা দেখে আপনি মোটামুটি আউটসোর্চিং সম্বন্ধে একটা ভালো ধারণা নিতে পারবেন। একটি আউটসোসিং এর ব্যাপারে কিছু কথা বলি। মনে করেন জাপানের একটি কোম্পানি ফেসবুক পেজের মাধ্যমে তাদের পণ্য বেচাকেনা করে। এখন আপনি তাদের পেজের এডমিন হিসেবে কাজ করবেন। যেমন কেউ কোন পণ্য কিনতে চাইলে তাকে পণ্য সম্বন্ধে আইডিয়া দেওয়া। কেউ কোন কমেন্ট করলে তার রিপ্লাই দেওয়া, মেসেজ করলে রিপ্লাই দেওয়া,নতুন নতুন পণ্যের ছবি আপলোড করা,পোস্ট করা। আপনি চাইলে এই কাজ জাপানে গিয়ে তাদের অফিসে বসে করতে পারবেন আবার বাংলাদেশ আপনার নিজের ঘরে বসে করতে পারবেন। এরকম কাজকেই মূলত বলা হয় আউটসোসিং। আশাকরি সবাই আউটসোসিং সম্বন্ধে মোটামুটি ভালো একটি ধারণা নিতে পারছেন। আশা করি সবারই পোস্টের মাধ্যমে উপকার হবে। ভালো থাকবেন সবাই।পরবর্তীতে কথা হবে নতুন একটি পোস্টে।