Cheap price backlink from grathor: info@grathor.com

আপনারা মুরগীপালনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারবেন

আসসালামুআলাইকুম সবাইকে, আজ আমি আপনাদের কে বলবো কিভাবে নিজেই নিজের কর্মসংস্থান বা আন্তকর্মসংস্থান তৈরি করবেন । আন্তকর্মসংস্থান বিভিন্ন ভাবে করা যায় তার মধ্যে একটি হলো কৃষি বিভাগ এটি খুবি ভালো মাধ্যম। যে মাধ্যমে কম কষ্টে অধিক অর্থ উপার্যন করা সম্ভব।
যথা- বিভিন্ন ধরনের মুরগি পালন করার মধ্যে যেমন ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি অধিক লাভজনক। কারন ব্রয়লার মুরগি সাধারনত ১ মাস পালা লাগে এবং ১ মাস পরে বিক্রি করা যায়।এবং এর ওজন অাসে প্রায় ১.৫-৩ কেজি। তাই ব্যাবসার জন্য ব্রয়লার মুরগি অধিক জনপ্রয়। এবং অন্যদিকে সোনালি মুরগি পালন করেও নিজের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। কারন সোনালি মুরগি সাধারনত ২ মাস পালা লাগে এবং এর ওজন হয় প্রায় ১ কেজি যা ব্রয়লার মুরগির চেয়ে ব্দিগুন দামে বিক্রি করা যায়। তাই দুটি জাতই ব্যবসা করার জন্য কুব লাভজনক মাধ্যম। যারা বাড়ি বসে আছেন কাজ পাচ্ছেন না তারা অজথা সময় নষ্ট করবেন না বাড়ির পাসের কাজে না লাগা জমিটাকে কাজে লাগান এবং পারলে খামার তৈরি করুন। এবং সেখানে মুরগি পালন করা শুরু করুন সৃষ্টিকর্তার দোয়ায় অবশ্যয় অাপনি সফল হবেন

সতর্কতা: মুরগি গুলোকে অবশ্যই টিকা দিতে হবে।টিকা না দেওয়ার কারনে মুরগি মারাও যেতেপারে যথা; ব্রয়লার মুরগির টিকার তালিকা
১/রানিক্ষেত
২/গামবোরো
যথা;
১/মুরগির বাচ্চার ৬ দিনে একটা রানিক্ষেতের টিকা বা ভ্যাক্সিন করতে হয়। ১ ফোটা করে ভ্যাক্সিন চোখে অথবা নাকে দিতে হবে
২/৮-১০ দিনে মুরগির বাচ্চার গামবরো ভ্যাক্সিন কর‍তে হবে। ১ ফোটা করে প্রতিটি বাচ্চার নাকে অথবা মুখে দিতে হবে।
৩/১৮ দিনে আবার গামবোরোর ভ্যাক্সিন করতে হবে একি নিয়মে।১ ফোটা করে প্রতিটি বাচ্চার নাকে অথবা মুখে দিতে হবে
৪/২১ দিনে আবার রানিক্ষেতের ভ্যাক্সিন করতে হবে একিরকম নিয়মে।১ ফোটা ভ্যাক্সিন মুরগির চোখে অথবা নাকে।
সোনালি মুরগির ভ্যাক্সিন দেওয়ার তালিকা যথা;
১/রানিক্ষেত
২/গামবোরো
৩/বসন্ত ইত্যাদি টিকা দেওয়ার সময়
যথা;
১/মুরগির বাচ্চার ৬ দিনে একটা রানিক্ষেতের টিকা বা ভ্যাক্সিন করতে হয়। ১ ফোটা করে ভ্যাক্সিন চোখে অথবা নাকে দিতে হবে
২/৮-১০ দিনে মুরগির বাচ্চার গামবরো ভ্যাক্সিন কর‍তে হবে। ১ ফোটা করে প্রতিটি বাচ্চার নাকে অথবা মুখে দিতে হবে।
৩/১৮ দিনে আবার গামবোরোর ভ্যাক্সিন করতে হবে একি নিয়মে।১ ফোটা করে প্রতিটি বাচ্চার নাকে অথবা মুখে দিতে হবে
৪/২১ দিনে আবার রানিক্ষেতের ভ্যাক্সিন করতে হবে একিরকম নিয়মে।১ ফোটা ভ্যাক্সিন মুরগির চোখে অথবা নাকে।
৫/ সোনালী মুরগীর ৪১ দিনে বসন্তের একটা ভ্যাক্সিন করতে হবে। নিয়ম- ডানাই সুচ ফোটানোর মাধ্যমে।

Related Posts

6 Comments

  1. মুরগী নিয়ে অনেক ভালো লিখছেন,, আপনি করে সফল হলে অন্যরাও করবে।

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No