হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি সবাই ভালো আছেন আমিও ঈশ্বরের দয়ায় ভালো আছি।
আজকে আমি যে বিষয় নিয়ে বলতে চাচ্ছি, পৃথিবীর সব মানুষরাই এখন সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে পরিচিত, এর মধ্যে ফেসবুকের, টুইটার ও অনেক সোসিয়াল মিডিয়া প্রিয় আমাদের.তার মধ্য আজকে ফেসবুকের সম্পর্কের কথা বলতে চাই।
আমরা যে ফেসবুক প্রতিদিন ব্যবহার করি, তা অধিকাংশ মানুষেররা আমাদের নামে ফেক আইডি খুলে আমাদেরকে খারাপ বানাই। তাই আমাদের আইডি নিরাপত্তা রাখতে হয়, অধিকাংশ মানুষরাই তাদের আইডি নিরাপত্তা রাখতে জানে না. বা পারে না, তাই তারা অনেক সময় প্রতারণা শিকার হয় বা ফেঁসে যাচ্ছে। তাদের নামের ফেক আইডি খুলে অশ্লীল কথা বা ভিডিও পোস্ট করে তাদের নামের খারাপ বানাই, তাই আমি আবার কিছু টিপস নিয়ে আসছি আপনাদের সামনে।
তাই এ সম্যসা থেকে বের হওয়ার জন্য আমি আবার ও আসসি আপনাদের কাছে। তাই আমাদের আইডি কঠিন রাখার পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি।
তাই আজকে আপনাদের সাথে এমন একটি গোপন সেটিং সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যম আপনাদের আইডি সুরঞ্জিত থাকবে আর ফেক আইডি খুলা থেকে দূরে সরে রাখবে।
যদি আপনারা এ গোপন শেটিং শিখতে চান তো দয়া করে শেষ পর্যন্ত পড়েন, আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে। তাই দেরি না করে শুরু করা যাক।
প্রথমে আপনাদেরকে যে কাজ করতে হবে আগে ফেসবুক কে প্রবেশ করুন, প্রবেশ করে সোজা সেটিং এ চলে যাবেন, যাওয়ার পর সেটিংস এবং গোপনীয়তায় প্রবেশ করবেন, প্রবেশ করা পর নিচে নেমে দেখবেন যে প্রোফাইল লকিং নাম দেখতে পাবেন, এখানে প্রবেশ করুন, করে আপনার প্রোফাইল বন্ধ করে ফেলুন। বন্ধ করার ফলে অন্য কেউ আপনার প্রোফাইল ঘোরে দেখতে পারবেনা। আবার আপনি যদি চান তো আবার আনলক করতে পারেন।
আবার নিজের প্রোফাইল সুরক্ষিত রাখতে আর ও একটা পদ্ধতি আছে, সেটা হলো যখন আপনার প্রোফাইলে যাবে তো সম্পর্কিত একটা বিকল্প দেখতে পাবেন, ওখানে প্রবেশ করলে নিজের সব সম্পর্কের তথ্য থাকবে যা আপনি প্রথম একাউন্ট খুলার সময় দিয়েছিলেন। ওখানে আপনার নাম্বার বদলে আপনার জিমেইল দিন, তাহলে কেউ সহজেই আপনার একাউন্ট নিতে পারবে না। যদি আপনাদের ফেসবুকের প্রবেশ করে করতে না পারেন তাহলে
আজকে এখানে শেষ করলাম অন্য একদিন নিয়ে আসব অন্য একটা বিষয় নিয়ে। ততোক্ষণ সবাই ভালো থাকবেন। যদি কোথাও ভুল করে থাকলে দয়া করে ক্ষমা করে দিবেন। যদি বোঝতে না পারেন তাহলে আপনারা কমেন্ট বক্স এ লিখুন।
সমাধান দেওয়ার চেষ্টা করব।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে।