আমি হেরে গেছি কিন্তু আমি হার মেনে নেয়নি। এতদিন আমি সংগ্রাম করছিলাম, চেষ্টা করছিলাম ঠিকই কিন্তু এবার সময় এসে গেছে জেগে উঠার। কঠিন সময় দরকার হয় শক্তিশালী মনমানসিকতার, কঠিন সময় দরকার হয় ধৈর্য্যের, কঠিন সময় দরকার হয় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার। প্রশ্ন এইটা যে কখনো কি কঠিন সময় আসবে? আসলে এটা কোনো প্রশ্নই নয়, কারণ মানুষ জীবিত থাকলে কঠিন সময় আসবেই এটা একদম নিশ্চিত। বরং প্রশ্ন হলো এটা যখন কঠিন সময় আসবে তখন আপনি এটাকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন বা সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি কি তৈরি থাকবেন। অথবা সামনে কী এমন সময় আসবে যখন আপনার মনে হবে সব কিছু ছেড়ে দিই। হ্যাঁ এমন সময় অবশ্যই আসবে। কখনো কখনো জীবিত থাকা এতটা মুশকিল হয়ে পরে যে বেচেঁ থাকার জন্য একটা কারণ খুঁজে পাওয়া যাইনা, এমন বাজে পরিস্থিতি কখনো না কখনো আমাদের প্রত্যেকের জীবনে আসে। আমি শুধু আপনাকে বলতে চাই আপনি চলতে থাকুন থামবেন না, চলতে থাকুন। যাতে আপনিও আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পান। নিজের পরিচয় দেখানোর সুযোগ পান। কখনো কখনো জীবনে আপনাকে শক্ত হতেই হবে। তখন আপনার হাতে অন্য কোন উপায় থাকবে না। আপনি নিজেই দেখোন পৃথিবী এমন কে আছে যে কখনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়নি। ব্যর্থতা সবাই দেখেছেন, আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা সময় এসেছে যখন আমাদের জীবনের নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকে না আর তখনই আসে জীবনের আসল পরীক্ষার সময়। সত্যিই কি আমি সমস্ত শক্তি দিয়ে ঐ সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করেছি নাকী ভয় পেয়ে পিছিয়ে এসেছি। মাইক টাইসন একবার বলেছিলেন পরিকল্পনা তো সবার কাছেই থাকে, কিন্তু যখনই প্রথম পান্চ পরে তখনই সেটার কথা মনে পড়ে। হ্যাঁ জীবন এমনই হয়। সবকিছু ঠিকঠাক মত চলতে থাকে আর মনে হয় আমি তো এমনই জীবন চেয়েছিলাম, আর তখনই সবকিছু উলটপালট হয়ে যায়। কিন্তু মার খাওয়ার পরেও কী আপনি দুনিয়ার সামনে উঠে দাঁড়াতে পারবেন। আপনার মধ্যে কি আছে এতটা ক্ষমতা, এতটা সাহস যে আপনি দুনিয়া কে দেখিয়ে দিতে পারবেন; আপনি শুধু মুখেই বলেন না কাজেও করে দেখাতে পারেন। আপনি কী এতটা মজবুত নাকী আপনিও মাঝ পথে ভয় পেয়ে রাস্তা ছেড়ে দিবেন। যেমনটা বেশিরভাগ মানুষ করে থাকে আর পরে বলে আমি তো চেষ্টা করেছিলাম।
আপনাকে একটা চরিত্র তৈরি করতে হবে, মজবুত চরিত্র, শক্তিশালী চরিত্র।
এটা কখনো এমনি এমনি তৈরি হয়না এই মজবুত চরিত্র তৈরি হয় ধাক্কা খেতে খেতে, নিজেকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যেতে যেতে। শুধু বসে বসে কিছু হয় না। এ চরিত্রের জন্য কাজ করতে হয় প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা মূহুর্ত। এ চরিত্র শক্তিশালী হয়, মজবুত হয় খারাপ অবস্থাতেও হাল না ছাড়াতে। আর একটা কঠিন বাস্তবতা হল এ দুনিয়া পরীক্ষা সবাইকে নেয় কিন্তু
বেশিরভাগ মানুষ প্রথম বারেই হার মেনে নেয়, তারা হাল ছেড়ে দেয়। মনে রাখবেন আপনি কখনোই হাল ছাড়বেন না। শক্তি সঞ্চয় করুন লড়ার, সাহস দেখান এগিয়ে যাওয়ার। দেখিয়ে দিন সবাইকে আসলে আপনি জিনিস। লেগে থাকুন আপনার সপ্ন পুরণের জন্য এমনকি তখন পর্যন্ত যখন না আপনি আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অন্যদের ছাড়ুন যদি আপনারও মনে এটা আমার দারা সম্ভব না তখন পরিশ্রম করা ছাড়বেন না। আর এটা ভাবুন যে আমাকে যেখনো মূল্যে যেখনো অর্থে সেখানে পৌঁছাতে হবে। আর মনে রাখবেন ওই মুশকিল সময় গুলো, কঠিন সময় গুলো আমাদের ভাগ্য বদলে যাওয়ার পূর্ব মূহুর্ত। যখন আপনার মনে হয় যে আমার খারাপ সময় যাচ্ছে তখন নিজেকে বলুন; ” এটি আমাকে ভাঙ্গতে পারবে না কিন্তু এটি আমাকে তৈরি করবে,, প্রতিদিন আপনার কাছে দুইটা পদ থাকে ১) সামনে এগিয়ে যাওয়ার ২) যেখানে আছেন সেইখানেই থাকার। এখন আপনাকেই প্রমাণ করতে হবে আপনি বাঘ না বিড়াল। নিজের জেতার কারণ গুলো খোঁজোন, নিজের শক্তিশালী দিক গুলো খোঁজোন। আর ওই কারণ গুলোই আপনার খারাপ সময় আপনাকে ভেঙ্গে পরতে দেবে না।
আশা করি পোষ্ট টির মূল বক্তব্য আপনি বুঝতে পেরেছেন। এবং তার থেকে উপকৃত হবেন, পোষ্ট টি উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন।
ধন্যবাদ….