পিকনিক নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ডাইলগ

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়। পিকনিক নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ডাইলগ –

বর্তমানে আমরা সকলে বেশ ব্যস্ত। প্রত্যাহিক কাজে ,প্রত্যাহিক পড়াশোনার চাপে ,নানাবিধ কর্মকান্ডের কারণে আমাদের জীবন প্রায় বিষিয়ে উঠে। এই খানিকটা ব্যস্ততার বেড়াজাল আমাদের জীবন প্রায় বিষণ্ণ। এই খানিকটা ব্যস্ততার বেড়াজাল থেকে নিজেকে মুক্তির জন্য আমাদের প্রয়োজন খানিকটা বিনোদন ,খানিকটা অবসর। 

আমাদের দৈনন্দিন কাজে যখন আমাদের জীবন প্রায় ভারাক্রান্ত ,তখনি আমরা আমাদের কাজের থেকে খানিকটা অবসরে ছুতে যাই অজানা গন্তব্যে। আমরা খানিকটা অবসরে ছুতে যাই পিকনিকে ,যেখানে আমাদের মন হয়ে উঠে বেশ ফুরফুরে ,মিলে আমাদের মানসিক প্রশান্তি,মিলে আমাদের শান্তি। ফেসবুক স্ট্যাটাস

বর্তমান যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। আমরা  যখন খানিকটা অবসরে কোথাও ঘুরতে যায় কিংবা পিকনিকে যাই তখন আমাদের আনন্দ ,অনুভূতিগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করতে পছন্দ করি। যা আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পিকনিক স্ট্যাসের মাধ্যমে শেয়ার করি। চলুন তাহলে জেনে নেই কিছু পিকনিক স্ট্যাটাস সম্পর্কে-

  • ১.চলোনা ঘুরে আসি ওই অজানায় 
  • যেখানে থাকবেনা কোন ধরণের কাজের চিন্তা। 
  • ২.মন চায় ছুটে যেতে ওই অজানায় 
  • যেখানে থাকবেনা কোন মানা ,থাকবেনা কোন ধরণের চিন্তা 
  • থাকবে অফুরুন্ত সময় ,হারিয়ে যাবো অজানায়। 
  • ৩.কোন এক পিকনিকে হারিয়ে যাবো
  • কোন এক অজানার ধারায় 
  • ৪.মন চায় হারিয়ে যাই কোন এক অজানায় 
  • যেখানে নেই কেউ থাকবেনা কোন কোলাহল 
  • প্রানভরে নিশ্বাস নিব প্রকৃতির 
  • মন হারিয়ে যাবে দূর অজানায়। 
  • ৫.কাজ যখন ব্যস্ততায় আছড়ে পড়বে  
  • তখন জীবন থেকে খানিকটা অবসরে আমাদের ছুতে যেতে হবে 
  • অজানার গন্তব্যে। 
  • ৬.কোন এক ব্যস্ত সকালে 
  • ঘুরে আসব কোন এক অজানার গন্তব্যে ‘
  • কোন এক পিকনিকে। 
  • ৭.কোন এক দিন হারিয়ে যাবো 
  • সকল কাজ ফেলে 
  • মন হারিয়ে যাবে কোন এক পিকনিকে 
  • অজানা কোন এক গন্তব্যে। 
  • ৮.ব্যস্ততা যখন আছড়ে পরে আমাদের এই জীবনে 
  • সময় করে ঘুরে আসুন দেশের কোন এক প্রান্তে। 
  • ৯.মাঝে মাঝে স্বপ্নকে জাগিয়ে তুলতে চাইলে কোলাহল থেকে দূরে যাওয়া প্রয়োজন 
  • এর মধ্যে নিজেকেফিরে পাওয়া যায় ,পাওয়া যাক মানসিক প্রশান্তি। 
  • ১০.ব্যস্ততাকে আড়াল করে গিয়েছি আজ সবুজ অরণ্যে 
  • যেখানে বুকভরে নিশ্বাস নিব প্রকৃতির সাথে। 

ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সাথে। আজকের পোস্ট নিয়ে মূল্যবান মতামত শেয়ার করুন আমাদের সাথে।এছাড়াও কোন বিষয় নিয়ে জানার আগ্রহ থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের।

মাস্ক পড়ুন 

সুস্থ থাকুন 

Related Posts

12 Comments

মন্তব্য করুন