আমাদের কেরিয়ার কোথায় জাবে আজ এই ঠিক করুন

আশাকরি সবাই ভালো আছেন।আজকের বিষয় কিভাবে একটা সুন্দর জীবন গড়া যায়।চলুন বন্ধুরা চলে যাই আসোল প্রসঙ্গে।

 

আমরা সকলেই চাই ভালো থাকতে।ভালো স্থানে বা ভালো একটা পর্যায়ে জাবার।কিন্তু এই কাজটি কয়জন মানুষ ই বা করতে পারে।

আমাদের মাঝে অনেক লোক আছেন যারা কিনা  ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করেন কিভাবে জীবনে বড়ো হওয়া যায়।আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন অনেক বড়ো লোক ও হয়ে গেছেন।

ভাই এবার থামেন কারন ঘুমিয়ে ঘুমিয়ে সুধু সময় অপচয় করাই যায় কোন কাজ আর হয় না।তাই আপ্নাদের এই সময়টাকে সঠিক কাজে লাগান তাহলে দেখবেন একদিন না একদিন অনেক কিছু করতে পারবেন অনেক লোক আপনার পাশে থাকবে।

তাই আজ থেকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে দু চোখ মেলে চিন্তা করুন চোখ খোলা রেখে ভাবুন তাহলে আপনি নিশ্চই অনেক বড়ো হতে পারবেন।

তাইতো স্বপ্ন এমন হওয়া উচিন যা মানুষকে ঘুমাতে দেয়না। আর একটা কথা প্রতিটা কাজ করার আগে ভাবুন আমি কি করছি,কি হবে।এটা মাথায় রাখবেন।

★খোদাহাফেজ ★

Related Posts

10 Comments

মন্তব্য করুন