ইংরেজিতে যেভাবে ফোনে কথা বলবেন এবং চ্যাটিং করবেন

আসসালামু আলাইকুম।সম্মানিত পাঠকগণ আশা করি, সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন।

আমরা সবাই কমবেশি ইংরেজিতে কথা বলতে চাই। আর এর জন্য আমাদের প্র্যাকটিকেল লাইফে ইংরেজিতে কথা বলার প্রেকটিস করা উচিত।আর এখন যেহেতু আমরা ফোনে কথা বা সোশ্যাল মিডিয়ায় চ্যাটিং করার মাধ্যমে বন্ধু বান্ধব,আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ রক্ষা করি।সেহতু কিভাবে ফোনে ইংরেজিতে কথা বলা যায় এবং চ্যাটিং করা যায় সেটা শেখা খুবই জরুরি।তাই আজকে আমি আপনাদের দেখাব কিভাবে ইংরেজিতে ফোনে কথা বলবেন এবং চ্যাটিং করবেন।আশা করি পুরো লেখাটা পড়লে বিষয়টা আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক।

যেভাবে ফোনে ইংরেজি বলবেন:

কাউকে ফোন করার আপনার ফোন রিসিভ
করলে আপনি বলতে পারেন-
1) Hello! This is Rahim
হ্যালো!আমি রহিম।(এখানে রহিম এর জায়গায়
আপনি নিজের নাম বলবে)।অথবা আপনি যদি কোনো অফিস বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফোন করেন,তখন বলবেন-

2) I am calling from post office

আমি পোস্ট অফিস থেকে বলতেছি। অথবা, কোনো ব্যাক্তির পক্ষ থেকে ফোন করেন তখন বলবেন,

3) I am calling on behalf of Raihan -আমি রায়হানের পক্ষ থেকে বলছি

4)Can I talk to Sagor?

আমি কি সাগরের সাথে কথা বলতে পারি? আপনি যার সাথে কথা বলছেন তাকে যদি চিনতে না পারেন তখন আপনি বলতে পারেন,

5) Who am I talking to? /speaking to?

আমি কার সাথে কথা বলছি?

6) Sorry,Sagor is not at home? দুঃখিত,সাগর এখন বাড়িতে নেই।

7) Could you hear me / my word? আপনি কি আমার কথা শুনতে পারছেন?

8) When will Sagor come  home?সাগর কখন বাড়িতে আসব?

9) When he comes home,I will call you.যখন সে বাড়িতে আসবে আমি আপনাকে কল দেব।

10) okay, call me back later. ঠিক আছে। আমাকে পরে ফোন করবেন।

আর আপনাকে যদি ভুলে ফোন করেন তখন যা বলবেন,11)sorry,you have the wrong number/ you called in the wrong number -দুঃখিত,আপনি ভুল নাম্বারে ফোন করেছেন।

12) It’s natural- এমনটা হওয়া স্বাভাবিক।

যেভাবে ইংরেজিতে চ্যাটিং করবেনঃ

মনে করেন আপনি একজন অপরিচিত বিদেশি  ব্যাক্তির সাথে  ইংরেজিতে চ্যাটিং করছেন।এখন চ্যাটিং  এর শুরুতে আপনি বলতে পারেন-

1) Hello…what’s up?-হ্যালো! কি খবর?

এরপরে আপনি তার নাম জিজ্ঞেস করতে পারেন এইভাবে,

2) Who are you?/ what’s your name?আপনার নাম কি?

নাম জিজ্ঞেস করার পর আপনি তার দেশ  সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। যেমন,

3) Where are you from? or,Whice country are you from?- আপনি কোন দেশ থেকে বলছেন? এরপরে আপনিও আপনার দেশের নাম বলবেন এই ভাবে,

4) I am from Bangladesh -আমি বাংলাদেশ থেকে বলছি।অথবা বলতে পারেন- I live in Bangladesh.অর্থাৎ আমি বাংলাদেশে থাকি।

এরপরে আপনি তার পেশা জিজ্ঞেস করতে পারেন।সেটা কিভাবে জিজ্ঞেস করবেন,

5) What do you do? or,What’s your profession? – আপনি কি করেন?/ আপনার পেশা কি? সে জবাব দেওয়ার পর আপনি নিজের পেশা বলবেন,

6) I am a student /teacher/ doctor/service holder- আমি একজন ছাত্র ( এখানে আপনি ছাত্র না হলে নিজের পেশার নাম বলবেন)। তারপর চ্যাটিংটাকে আরও একটু এগিয়ে নেওয়ার জন্য আপনি তার ফ্যামেলি সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন এইভাবে,

7) Say something about your family.আপনার পরিবার সম্পর্কে কিছু বলুন।

8) We have a large famil.And my family cosists  7 members- আমাদের পরিবার অনেক বড়।এবং আমাদের পরিবার সাতজন সদস্য আছে।

এরপরে আপনি চাইলে সে আপনার দেশ সম্পর্কে কিছু জানে কিনা জিজ্ঞেস করতে পারেন,

9) Do you know something about my country?  আপনি কি আমার দেশ সম্পর্কে কিছু জানেন?

একেবারে শেষে যা বলতে পারেন,

10) It’s nice to chat you-তেমার সাথে চ্যাটিং করে ভালো লাগছে।

11) You are a awesome guy- তুমি খুবই চমৎকার একজন মানুষ।

12) okay! No more today. Chat you again in the next time-ওকে! আজ আর নি।পরে আবার কথা হবে।

তো এইভাবে আপনারা ফোনে ইংরেজিতে কথা বলতে পারেন।এবং আরও ভালো হয় যদি ইংরেজিতে চ্যাটিং করেন যেভাবে আমি দেখিয়ে দিয়েছি সেইভাবে।তাই এখন থেকে যখনই ফোনে কথা বলবেন এবং চ্যাটিং করবেন ইংরেজিতে বলার চেষ্টা করবেন।এভাবে যদি  বেশি না শুধু ৪-৫ মাস স্পোকেন ইংলিশ প্রেকটিস করেন তাহলে খুব সহজেই আপনি ইংরেজি বলতে পারবেন।আমি নিজেও এই স্টেপগুলো ফলো করেছি।

আশা করি, সকলেই বুঝতে পেরেছেন।তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করুন আপনার ইংরেজি শেখার যাত্রা।

আজ এই পর্যন্ত।সবাই ভালো থাকবেন।

Related Posts

12 Comments

মন্তব্য করুন