আসসালামু আলাইকুম ভিউয়ার্স,
আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য পন্য পরিচিতি ও এর ব্যবহার নিয়ে সবার জন্য লিখছি। আশা করি সবাই উপকৃত হবেন। যেটি আজকাল পুরুষ মহিলা ও ছোট বড় সবারই কম বেশি কাজে লাগে। যেমনঃ হাত, পা, ঘাড়, কোমর, পেট, হাটু, পেশী বা শরীরের যে কোন স্থানের ব্যাথা কমাতে অত্যন্ত কার্যকরী একটি পণ্য। মেয়েদের পিরিয়ডের সময় পেট ব্যাথা কমাতে ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ অত্যন্ত কার্যকরী। আসুন আমরা পন্যটির পরিচিতি সম্পর্কে জেনে নেই।
পরিচিতিঃ
এটি একটি ব্যাগ যাতে বৈদ্যুতিকভাবে পানিকে তাপ দিয়ে গরম করা হয় এবং শরীরের ব্যথাযুক্ত স্থানে ছ্যাকা নেয়া হয় এবং ব্যথা থেকে উপশম পাওয়া যায়।
পন্যটি কিভাবে ব্যবহার করবেনঃ
* এটার ব্যবহার অত্যন্ত সহজ ও নিরাপদ।
* ছোট বড় সবার শরীরের যেকোন স্থানে গরম ছেক দেওয়ার জন্য এবং ব্যথা কমানোর জন্য এটি ব্যবহার করা হয়
* মেয়েদের পিরিয়ডের সময় পেট ব্যাথা কমানোর জন্য এটি অত্যন্ত কার্যকরী।।
* বাতের ব্যাথা, মাংস পেশীর ব্যাথা, হাড়ের ব্যাথা, বৃদ্ধ বয়সের শরীরের ব্যাথা।
* এমনকি সাধারন ও পুরনো ব্যাথা কমাতেও এটি সমান কার্যকরি।
পন্যের ব্যবহারবিধিঃ
ব্যবহারের আগে অবশ্যই পন্যের ব্যবহারবিধিটি ভালো ভাবে জেনে নেয়া উচিত যেহেতু এটা বিদ্যুতের ব্যবহার রয়েছে। ব্যবহারবিধি ও সাবধানতা জেনে নিন।
* চার্জিং টাইম: ৫-৮ মিনিট। ৮ মিনিটের বেশি চার্জের প্রয়োজন নেই।
* পানি ভর্তি করাই থাকে তাই আলাদা করে পানি ভর্তি করার প্রয়োজন নেই।
* ফুল চার্জে ১০ ঘন্টা ব্যবহার করা যাবে।
* চার্জ ফুল হয়ে গেলে ইন্ডিকেটর লাইট সয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
* চার্জ দেয়া সহজ, প্লাগ কানেক্ট করুন এবং ইন্ডিকেটর লাইট অফ হয়ে গেলে খুলে ফেলুন।
* ব্যবহার এর জন্য ১০০% নিরাপদ।
এটি বেশিরভাগ অনলাইন শপেই বিক্রি হয়ে থাকে। নিজেদের প্রয়োজনে কিনে ব্যবহার করতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ…