বর্তমান সময়ে অনলাইনে ব্লগিং একটি জনপ্রিয় মাধ্যম। বর্তমানে এর অবস্থান সময়ের থেকে এগিয়ে জনপ্রিয়তার তুঙ্গে। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য ব্লগিং হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার। এখানে খুব সহজে অল্প পরিশ্রমে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। অনেকেই আছেন যারা লিখতে ভালোবাসেন। লেখালেখি যাদের স্বভাব। তারা এই পেশায় খুব দ্রুত এগিয়ে যেতে পারেন। তাছাড়া এক জরিপে দেখা গেছে, উন্নয়নে যে কয়েকটি মাধ্যম আছে তারমধ্যে ব্লগিং সবচেয়ে এগিয়ে।
বর্তমানে ব্লগ লিখে আয় করে এমন তরুণের সংখ্যা অসংখ্য। তারা মোটামুটি নিজেদেরকে জন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি ইংরেজি বোঝেন না আপনি বাংলায় ব্লগ লিখতে চান? অবশ্যই মাতৃভাষায় লেখাটাই সবাই বেশি পছন্দ করে। বর্তমানে বাংলাদেশে বাংলা ব্লগ লেখার অনেক অনেক পারসন তৈরি হয়েছে। এখানে আপনি মোটামুটি আপনার ভাষায় আপনার লেখাগুলো প্রকাশ করতে পারবেন। খুব বেশি অভিজ্ঞতার প্রয়োজন হয় না।
শুধু লেখালেখি তাকে ভালবাসতে হবে। তাহলে আপনি হয়ে উঠতে পারেন একজন ভাল মানের ব্লগার। উজ্জল ক্যারিয়ার গঠনের জন্য এর কোন বিকল্প নেই।বিশেষ করে যারা ইন্টারনেট এবং অনলাইন সম্পর্কে বেশি সচেতন তারা এ বিষয়ে এগিয়ে আসতে পারেন। অর্থনৈতিক উন্নয়নে এবং নিজেদের ভাগ্য পরিবর্তনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে খুব সহজে আপনি নিজের উন্নয়নের পাশাপাশি দেশ এবং জাতির জন্য গুরুত্বপূর্ণ অনবদ্য কিছু উপাদান রেখে যেতে পারবেন। বিনিময়ে খুব বেশি কিছু না হলেও কিছু না কিছু উপার্জন করতে পারবেন। বর্তমানে অনেক তরুণ আছে যারা পার্ট টাইম হিসেবে খুব ভালো রেসপন্স পাচ্ছে। তবে আধুনিক যুগে এখন আরেকটি পার্ট টাইম হিসেবে নেই। ফুলটাইম হিসেবে কাজ করতে দেখা যায়। তারা বেশি এগিয়ে গিয়েছে।আপনি চাইলেই এখানে একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে এগিয়ে আসতে পারেন।
এখন ভাবছেন কিভাবে আপনি ব্লগিং এগিয়ে আসবেন?
আপনার মনের একটি চাই আপনাকে এই সেক্টরে এগিয়ে নিয়ে আসতে পারে। সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হচ্ছে মনোযোগ। বেশি বেশি পড়ুন এবং বেশী বেশী জানুন। তারপর সেই জ্ঞান দ্বারা নতুন নতুন জ্ঞানের সৃষ্টি করুন। তারপর সবার মাঝে সেগুলো কে প্রকাশ করুন। দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনি জনপ্রিয় হয়ে উঠবে ন। প্রথম প্রথম একটু কষ্ট হবে তবে ঘাবড়ে যাবেন না। একটু সময় দিন অপেক্ষা করুন দেখবেন সফলতা আপনার দরজায় এসে হাজির হবে। সবকিছুর জন্য একটি ধৈর্য দরকার। তার চাইতে বেশি দরকার অধ্যবসায়। আপনি যত বেশি জানবেন ততবেশি লিখতে পারবেন। সেজন্য ব্লগিং লেখার আগে আপনাকে অনেক রিচার্জ করে নিতে হবে। আপনি যত বেশি রিচার্জ করবেন ততবেশি নতুন নতুন আইডিয়া গুলো খুজে পাবেন। দেখবেন আপনার আশেপাশে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো কি আপনি সুন্দর ভাবে উপস্থাপন করতে পারবেন।
বর্তমান সময়ে কনটেন্ট রাইটার বা খুব ভালো অবস্থানে আছে। অনলাইনে এদের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। প্রতিদিনই ইন্টারনেটে প্রচুর কনটেন্টের দরকার পড়ে। প্রতিদিন নতুন নতুন হিসাব কনটেন্ট এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। বর্তমান সময়ে একজন কনটেন্ট রাইটার খুব ভালো পরিমাণ ইনকাম করে থাকেন। আপনি জানলে অবাক হয়ে যাবেন এমন অনেক লোক আছে যারা এই পেশা থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। বর্তমানে যুগ বলতে বোঝায় ডিজিটাল যুগ। সবকিছু ডিজিটাল হওয়াতে লেখালেখিটা অনলাইনমুখী হয়ে গেছে। এক অনলাইন জরিপে দেখা গেছে, প্রতিদিন লক্ষ লক্ষ লোক কনটেন্ট পরছে ও লিখছে। তাহলে ভাবুন এর চাহিদা কতখানি। সুতরাং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনি বেছে নিতে পারেন ব্লগিং পেশাকে। কোন সন্দেহ নেই এতে এখান থেকে আপনি কিছু না কিছু খুঁজে পাবেন। যা হয়তো আপনাকে ভবিষ্যৎ গঠনের জন্য সহায়তা করবে। একসময় দেখা যাবে আপনি একজন জনপ্রিয় কনটেন্ট রাইটার হয়ে গেছেন। আসলে যারা আর্টিকেল লিখতে অভ্যস্ত তাদের কাছে এখান থেকে আয় করার অনেক মাধ্যম রয়েছে। যে কেউ ইচ্ছা করলেই পেশায় সফলতা ঘরে নিয়ে আসতে পারে।
এখন প্রশ্ন হলো ব্লগিং আপনি কিভাবে এবং কোথায় করবেন?
আমরা অনেকেই আছি লিখতে পারি, কিন্তু কোথায় লিখব সে বিষয়টা নিয়ে ভাবনায় থাকি। অনেকে আবার গুগলে অনেকবার সার্চ করে অনেক কিছু দেখেও নিয়েছে। তবে অনেকে খুঁজে পেয়েছে তাদের মনের মত কিছু প্লাটফর্মে। আবার অনেকে দ্বিধাদ্বন্দের মধ্যে আছে আসলে কি লিখে অর্জন করা যায়। এখানে কি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের সুযোগ রয়েছে।
উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য অনলাইন ইনকামের গুরুত্ব এখন বিশ্বব্যাপী জনপ্রিয়। যে কেউ ইচ্ছা করলে এখান থেকে মোটা অংকের ইনকাম করতে পারে। তবে খুব বেশি পরিমাণ ইনকামের জন্য আপনার কিছু অভিজ্ঞতার দরকার হবে। সামান্য কিছু অভিজ্ঞতা থাকলেই আপনি এখানে সফল হতে পারবে না। আসলে সফলতা বাইরে থাকে না থাকে নিজের মধ্যে। শুধু সেটাকে খুঁজে পাওয়াটাই চ্যালেঞ্জের।
আপনি অনেক ভাবে ব্লগিং করতে পারেন:-
১. আপনি নিজেই একটি ব্লগ ওয়েবসাইট তৈরী করে নিতে পারেন
২. অথবা আপনি অন্যের ওয়েবসাইটে আপনার লেখা প্রকাশ করতে পারেন
৩. বিভিন্ন নিউজ পোর্টালে অনেক লেখা পোস্ট করা হয়/সেখানে ট্রাই করে দেখতে পারেন
৪. বিভিন্ন ব্লগ সাইট আছে সেখানে আপনি রেজিস্ট্রেশন করে তাদের ব্লগে লিখতে পারেন
৫. বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট আছে সেখান থেকে কনটেন্ট রাইটিং জব টি বেছে নিতে পারেন.
এগুলো ছাড়াও আরো অনেক মাধ্যম রয়েছে যেখানে আপনি আপনার লেখাটি পোস্ট করতে পারবেন। এখন কথা হচ্ছে কোন কোন প্রতিষ্ঠান অথবা কোন কোন ওয়েবসাইট আপনাকে লেখার বিনিময় অর্থ প্রদান করবে।
যেসব ওয়েবসাইটস আপনার থেকে কনটেন্ট কিনে নিবে-
১. লেখক ডট কম
২ জে আই টি ডট কম
৩ হইচই. কম
৪. ডিজিটাল bangla.com
৫. কবিগুরু ডটকম
৬. টেকটিউন্স ডটকম
৭. বাংলাহাব ডটকম
৮. আমার bangla.com
৯. freelancer.com
১০. ডি জি বাংলা
এরকম হাজার হাজার ওয়েবসাইট আছে ইন্টারনেটে। তবে সবগুলো ওয়েবসাইটে আপনি লিখতে চাইলেও লিখতে পারবেন না! এখানে লিখতে হলে আপনাকে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তারা যদি আপনাকে এলাও করে তবে আপনি সেখানে লিখতে পারবে । তবে সবগুলো সাইট এক একটি বিভাগের জন্য বিখ্যাত। যেমন ধরুন আপনি টেকটিউনসে লিখতে চান। টেকটিউনস সাধারণত টেকনোলজি ভিত্তিক লেখা প্রকাশ করে। এখন আপনি ধরুন টেকনোলজি ভিত্তিক লেখা লিখতে পারেন না।সে ক্ষেত্রে কিন্তু আপনি টেকনো টেকটিউনস এর মেম্বার হয়ে কোন লেখা প্রকাশ করতে পারবেন না। মূলকথা হলো আপনার যে বিষয়ে অভিজ্ঞতা আছে সেই বিষয়টি নিয়ে আপনাকে লিখতে হবে।তবে অনেক ওয়েবসাইট আছে যাদের লেখালেখি অনেকগুলো বিভাগ আছে। আপনি চাইলে ওই সমস্ত ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে পারেন। দেখবেন খুব সুন্দর ভাবে নীতিমালাগুলো দেওয়া আছে।সেখান থেকে নীতিমালা গুলো পড়ার পরে আপনার জেটিতে পছন্দ সেখানে আপনি জয়েন করতে পারেন।কারন অনেকেই অন্যের ওয়েবসাইটগুলোতে ব্লগ পোস্ট করে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হচ্ছে। আপনি চাইলে সেখানে আপনার ব্লগ পোস্ট করতে পারবেন। এখন এক একটি ওয়েবসাইটের নিয়ম এবং নীতিমালা একেক রকম। কোনটির নীতিমালা খুব জটিল এবং খুব কঠিন।
বিশেষ করে আমরা যারা আমরা তো নতুন, নতুনদের জন্য ওয়েবসাইটগুলোতে লেখা প্রকাশের অনেক শর্ত থাকে। সেসব শর্তগুলো মানতে গিয়ে আমরা অনেকেই আগ্রহ হারিয়ে ফেলি,। তবে আগ্রহ হারাবার কোন কারণ নেই। এখনো অনেক সাইট আছে যেগুলো সত্যিকার অর্থে লেখক তৈরি করতে চায়। সেখানে নীতিমালাগুলো অনেক সহজ রাখা হয়েছে, যাতে করে মানুষ সেখানে লিখতে পারে। এবং নির্দিষ্ট একটি লেখার জন্য তারা নির্দিষ্ট পরিমাণ একটি পেয়ে করে থাকেন। টাকা-পয়সা নিয়ে কোন ঝামেলা নেই। আপনি লেখার বিনিময় যা পাওয়ার সেটি সাথে সাথেই পেয়ে যাবেন। এমন অনেকগুলো সাইটের মধ্যে, কিছু সাইট আছে যাদের নীতিমালাগুলো খুব সহজ। চাইলেই যে কেউ এসব সাইটে জয়েন করতে পারেন। আমি শুধুমাত্র একটি সাইটের কথা বলব যেখানে আপনি আপনার ভবিষ্যৎ উজ্জল এবং সমৃদ্ধ করতে পারবেন। grathor.com ঠিক সেইরকম একটি ওয়েবসাইট।
Grathor.com আপনাকে স্বাগতম:
যারা নতুন,, আপনাদের স্বপ্নের মত এবং মনের মত যদি কোন সাইট এ জয়েন করতে পারেন তাহলে বলবো এই সাইট টিতে জয়েন করুন। কারণ প্রতিযোগিতার এই বাজারে আপনাকে অন্য কোন ওয়েবসাইট খুব বেশি সহযোগিতা করবে না। কিন্তু এই ওয়েবসাইটটি নতুনদের জন্য এক আশার ও স্বপ্নের প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হতে পারে। অন্যান্য সাইট থেকে একটু ভিন্ন রকম সাইট আমাদের এই grathor.com। কেন অন্যরকম এবং অন্যদের থেকে ভিন্ন?
যেসব কারণে অন্যান্য ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটটি জনপ্রিয়:-
১. খুব সহজ নীতিমালা।
২. দ্রুততম সময়ে লেখা পোস্ট করা যায়।
৩. পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হয় না।
৪. লেখার মধ্যে ভুল ত্রুটি গুলো থাকলে সেটা সংশোধন করে দেওয়া হয়।
৫. টেকনিক্যাল সাপোর্ট গুলো খুব দ্রুত পাওয়া যায়।
৬. এর পেমেন্ট মেথড অপশন 2 টি।
৭. যেকোনো সময় একটি নির্দিষ্ট অংকের অ্যামাউন্ট তুলে নেওয়া যায়।
৮. মাসিক এবং বাৎসরিক প্রতিযোগিতার ব্যবস্থা।
৯. সদস্য সংখ্যা অনেক বেশি/জনপ্রিয়তার তুঙ্গে।
১০. লেখালেখি করার সর্বোচ্চ বিভাগ শুধুমাত্র এই ওয়েবসাইটটিতে আছে.।
১১. যেকোনো বিষয় নিয়ে লেখালেখির সুযোগ।
১২. খুব তাড়াতাড়ি লেখা গুলো আপলোড করা হয়।
১৩. লেখা অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে পেমেন্ট দেওয়া হয় ।
১৪. মোবাইল অথবা কম্পিউটার দিয়ে সহজেই ওয়েবসাইটের কাজ করা যায়/লেখার বানান ভুলের দিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়।
১৫. প্রতারিত হবার কোনো সুযোগ নেইএবং দিন দিন এর জনপ্রিয়তা আকাশচুম্বী।
আসলে এই ওয়েবসাইটটি সুযোগ এবং সুবিধা গুলো লিখে শেষ করে যাওয়া যাবে না । যারা প্রফেশনাল তারা যে কোন ওয়েব সাইটে কাজ করতে পারেন। কিন্তু যারা নতুন তাদেরকে বলব প্রথম প্রথম আপনি কিছু অভিজ্ঞতা অর্জন করে নিন। এবং সেটি আপনি এই সাইট থেকে করে নিতে পারলে আপনি অতি দ্রুত উজ্জল ক্যারিয়ার গঠনে এগিয়ে যেতে পারবেন। সুতরাং যারা বাংলা ব্লগ লিখে অনলাইনে ভালো একটি উজ্জল ভবিষ্যৎ গঠন করতে চান তাদেরকে আমন্ত্রণ রইল। গ্রথর ডট কম আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন।