আমরা অনেকেই আছি অনলাইনে ইনকাম করতে চাই।এইচটিএমএল হতে পারে আপনার আয়ের একটি উৎস।এখন এইচটিএমএল সিখে আপনি ওয়েবসাইট এ কাজ করতে পারবেন। এইচটিএমএল হলো ওয়েবসাইট এর মেরুদন্ড।এছারা ১১-১২ শ্রেণির যাদের কম্পিউটার নাই তারা এখান থেকে ভালো ভাবে এইচটিএমএল শিখতে পারবে।এখানে বিশেষ সুবিধা হলো এমবি অনেক কম লাগে।তোমরা এই লেখাটি শেয়ার করে তোমাদের বন্ধুদেরও সাহায্য করতে পারো।চলেন কাজ সুরু করি।এখন আমি আলোচনা করবো এইচটিএমএল এর লিস্ট নিয়ে।
প্রথমে আমাদের জানতে হবে লিস্ট কি? লিস্ট হচ্ছে তথ্য সুসংগঠিত করার একটি উপায়। লিস্ট ৩ প্রকার ১,অর্ডার লিস্ট ২, আনঅডারড ৩, ডেফিনিশন লিস্ট
এখন আলোচনা করি অর্ডারটা নিয়ে ।অর্ডার শুরু হয় <ol> আর লিস্ট আইটেম শুরু <li> ট্যাগ দিয়ে।<ol> এর এট্রিবিউট আছে দুইটি স্টার্ট এবং টাইপ।
ছবিতে আমি ২ টা অংশ দিছি ইনপুট ও আউটপুট।ক,খ,গ ৩ অংশে ভাগ করছি।
সধারনত আমরা সবাই জানি বডি এর ভিতর আমরা যা লিখি তাই আউটপুট এ আশে।
ও এল এর টাইপ এ যদি ১ দেই তা হলে লিস্টে ১,২,৩,৪,৫ এরকম ভাবে আউটপুট এ আসবে ঠিক তেমনি ‘ক’ দিলে ক,খ,গ,ঘ এমন ভাবে আসবে।চিত্রে ক অংশ দেখেন টাইপ এ ১ দেওয়া আছে তাই ১,২,৩ দেখাচ্ছে আউটপুট এ।ঠিক তেমনি খ,গ দেখেন,
কোন জায়গাতে বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।
ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন।