আমাদের দেশ বাংলাদেশ।আমরা সকালেই জানি বাংলাদেশ একটি জনবহুল দেশ।অল্প আয়তনে অনেক জনসংখ্যা বাস করে।আমরা দীর্ঘ সময় নিয়ে পড়াশোনা করে গ্রেজুয়েশন কমপ্লিট করে ও চাহিদা মতো চাকরি পাই না।কারণ বাংলাদেশে চাকরির খাতে তীব্র প্রতিযোগিতা।তাই আমরা যদি পড়াশোনার পাশাপাশি কিছু ইনকাম করতে পারি তাহলে একদিকে আমরা যেমন নিজের খরচ নিজে চালাতে পারবো তেমনি দেশও বেকারত্বের হাত থেকে কিছুটা হলেও মুক্তি পায়।এখন প্রশ্ন হলো কিভাবে কোথায় আমরা এই ইনকাম করতে পারবো???বর্তমানে অনলাইন থেকে ইনকাম হলো একটি উল্লেখযোগ্য প্লাটফর্ম।এখান থেকে সকলেই কোন না কোনভাবে ইনকাম করে তার খরচ চালাতে পারবে।এখান থেকে ইনকাম করার জন্য আপনার কোনো যোগ্যতার প্রয়োজন নেই। দরকার হচ্ছে দক্ষতা। অনলাইনে অনেক ধরনের কাজ রয়েছে।যেমন-ওয়েব ডেভেলপমেন্ট,গ্রাফিকস ডিজাইন,লোগো ডিজাইন,ওয়ার্ডপ্রেস, সফটওয়্যার ডেভেলপমেন্ট,আর্টিকেল রাইটিং,কনটেন্ট রাইটিং ইত্যাদি। আপনি চাইলে এখান থেকে যেকোনো একটি বেচে নিতে পারেন।এখন প্রশ্ন হলো আপনি যেকোন একটি বিষয় ঠিক করলেন এবং আপনি কিভাবে শুরু করবেন? আমি বলবো আপনি যে কাজ ই ঠিক করেন না কেন আপনার প্রথমই প্রয়োজন একটি ল্যাপটপ,পিসি অথবা একটি ডেস্কটপ।তার পর আপনার প্রয়োজন সঠিক দক্ষতা এবং জ্ঞান। মনে রাখবেন অনলাইনে ভাসা ভাসা জ্ঞান অথবা অল্প দক্ষতা নিয়ে কোন কাজ সঠিকভাবে করতে পারবেন না। আপনি যদি ভালোভাবে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আপনার প্রয়োজন সঠিক দক্ষতা।বর্তমানে অনলাইনে অনেক ধরেনর মার্কেট প্লেস রয়েছে।যেমন- ফাইবার,ফ্রিলনসার ,আপ ওয়ার্ক ইত্যাদি।এইসব মার্কেট প্লেসে কাজ করে সফল ফ্রি লেন্সর হতে পারেবন। ফাইবার অথবা ফ্রিল্যান্স ওয়েব সাইটে কাজ করতে হলে ওয়েব ডেভেলপমেন্ট অথবা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করলে ভালো হয়। খুবই অল্প সময়ে ওয়েব ডেভলপমেন্টের ওপর দক্ষতা অর্জন করা যায়।তাই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করাই উত্তম। ইউটিবে যেকোন বিষয়ে সম্পূর্ণ বিডি ও টিউট রিয়াল পাওয়া যায়। অাপনি সেখান থেকে ভালো স্কিল অর্জন করে একজন সফল ফ্রিলেনসার হতে পারেন৷
বাংলাদেশ থেকে বিকাশে যেকোনো গেমের ডায়মন্ড,ইউসি, জেমস অথবা এয়ারড্রপ কিনুন,পেমেন্ট বিকাশে।
আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।প্রত্যহ আমি আমার আইডি থেকে...