ফিফা ওয়ার্ল্ড কাপের নাম আমরা কে শুনিনি!!! অনেকে দেখেওছি। আবার অনেকে এটা দেখেই ফুটবলের প্রেমে পড়েছি!!! তো বন্ধুরা, আজ আমরা দেখব ফিফা ওয়ার্ল্ড কাপের বিজয়ী তালিকা। এটি হয়েছে ২০১৮ সাল পর্যন্ত। তবে এই টপিকের ২টা ভাগ করেছি। কারণ ফিফা ওয়ার্ল্ড কাপের মোট টুর্নামেন্ট ২১ টি। আজ দেখব ১১টির বিজয়ী তালিকা। অর্থাৎ ১৯৩০ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত।
- ১৯৩০ সালের বিজয়ী ছিল উরুগুয়ে। রানার আপ ছিল আর্জেন্টিনা। এবারের খেলা হয়েছিল উরুগুয়ে-তে।
- ১৯৩০ সালের ফাইনাল স্কোরঃ উরুগুয়ে ৪-২ আর্জেন্টিনা
- ১৯৩৪ সালের বিজয়ী ছিল ইতালি। রানার আপ ছিল চেকোস্লোভাকিয়া। এবারের খেলা হয়েছিল ইতালি-তে।
- ১৯৩৪ সালের ফাইনাল স্কোরঃ ইতালি ২-১ চেকোস্লোভাকিয়া
- ১৯৩৮ সালের বিজয়ীও ছিল ইতালি। রানার আপ ছিল হাঙ্গেরি। এবারের খেলা হয়েছিল ফ্রান্স-এ।
- ১৯৩৮ সালের ফাইনাল স্কোরঃ ইতালি ৪-২ হাঙ্গেরি
- *১৯৪২ ও ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে খেলা স্থগিত হয়েছিল*
- ১৯৫০ সালের বিজয়ী ছিল উরুগুয়ে। রানার আপ ছিল ব্রাজিল। এবারের খেলাও হয়েছিল ব্রাজিল- এ।
- ১৯৫০ সালের ফাইনাল স্কোরঃ উরুগুয়ে ২-১ ব্রাজিল
- ১৯৫৪ সালের বিজয়ী ছিল পশ্চিম জার্মানি। রানার আপ ছিল হাঙ্গেরি। এবারের খেলা হয়েছিল সুইজারল্যান্ড- এ।
- ১৯৫৪ সালের ফাইনাল স্কোরঃ পশ্চিম জার্মানি ৩-২ হাঙ্গেরি
- ১৯৫৮ সালের বিজয়ী ছিল ব্রাজিল। রানার আপ ছিল সুইডেন। এবারের খেলা হয়েছিল সুইডেন- এ।
- ১৯৫৮ সালের ফাইনাল স্কোরঃ ব্রাজিল ৫-২ সুইডেন
- ১৯৬২ সালের বিজয়ী ছিল ব্রাজিল। রানার আপ ছিল চেকোস্লোভাকিয়া। এবারের খেলা হয়েছিল চিলি- তে।
- ১৯৬২ সালের ফাইনাল স্কোরঃ ব্রাজিল ৩-১ চেকোস্লোভাকিয়া
- ১৯৬৬ সালের বিজয়ী ছিল ইংল্যান্ড। রানার আপ ছিল পশ্চিম জার্মানি। এবারের খেলা হয়েছিল ইংল্যান্ড- এ।
- ১৯৬৬ সালের ফাইনাল স্কোরঃ ইংল্যান্ড ৪-২ পশ্চিম জার্মানি
- ১৯৭০ সালের বিজয়ী ছিল ব্রাজিল। রানার আপ ছিল ইতালি। এবারের খেলা হয়েছিল মেক্সিকো – তে।
- ১৯৭০ সালের ফাইনাল স্কোরঃ ব্রাজিল ৪-১ ইতালি
- ১৯৭৪ সালের বিজয়ী ছিল পশ্চিম জার্মানি। রানার আপ ছিল নেদারল্যান্ডস। এবারের খেলা হয়েছিল পশ্চিম জার্মানি- তে।
- ১৯৭৪ সালের ফাইনাল স্কোরঃ পশ্চিম জার্মানি ২-১ নেদারল্যান্ডস
- ১৯৭৮ সালের বিজয়ী ছিল আর্জেন্টিনা। রানার আপ ছিল নেদারল্যান্ডস। এবারের খেলা হয়েছিল আর্জেন্টিনা- তে।
- ১৯৭৮ সালের ফাইনাল স্কোরঃ আর্জেন্টিনা ৩-১ নেদারল্যান্ডস
তো এই ছিল ভাগ=১। পরের ভাগে আমরা দেখব বাকি ১০ টি টুর্নামেন্টের ফলাফল। এবং তখনই আমরা “কোন দেশ কতবার জিতল” তা বলব। এই টপিকটিকে ভাগ ভাগ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভাগ=২ অতিশিঘ্রই আসবে। আশা করছি দেরি হবে না।
সবাইকে বিদায়।
📢 Promoted post: বাংলায় আর্টিকেল লেখালেখি করে ইনকাম করতে চান?
অনেকে এটা দেখেই ফুটবলের প্রেমে পড়েছি
nice
valo laglo onek onek
Good
অসাধারণ লাগলো
well
Well
হুমমম…
nice
Nice
Nice
নতুন সাইট ভালো ইনকাম ঘুরে আসার আমন্ত্রন রইলো রেজিস্টার করলেই পাবেন ২৩০ টাকা বোনাস ৩০০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন । লিংক এ গিয়ে দেখে আসুন ভালো লাগলে করবেন । ধন্যবাদ
https://blog.jit.com.bd/earning-site-3778
Ekhane je ami submit korlam……. (youtube er button theke)….tate ki holo…….ami 30 tk pailam. ….. bt oi submit koraI ki holo……..okhane ghotona ta ki???? Plz inform me…..
Good
Wow
Wow
how
বেশ ভালো পোস্ট।
Ihv
Nice
Wow.
Genious