এক নাস্তিক প্রফেসর তার ক্লাসে ঢুকে সকল ছাত্রদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেয়,” তোমরা কি আল্লাহর উপর বিশ্বাস করো?” তখন সকল ছাত্র বললো, “হ্যা, আমরা আল্লাহকে বিশ্বাস করি “তখন নাস্তিক বলে ওঠে, “তোমাদের মতে তো আল্লাহতালার অস্তিত্ব আছে এবং আল্লাহ খারাপ এবং ভালো উভয় সৃষ্টি করেছে। কেননা মানুষের মাঝে খারাপ ও ভালো দুটি দিকই রয়েছে। যেহেতু তার সৃষ্টির মধ্যে খারাপ ও ভালো একটি এবং খারাপ অস্তিত্বকে তিনি সৃষ্টি করেছেন অর্থাৎ এ সম্বন্ধে অবহিত এবং সেই সৃষ্টিকে পৃথিবীতে তিনি দিয়েছেন। কাজেই এ কারণে তো সৃষ্টিকর্তা নিজেই খারাপ। তোমরা কি এর উপর বিশ্বাস করো? “
তখন ছাত্ররা সকলের সমস্বরে বলে উঠল, না,স্যার। তখন শিক্ষক বলল, “তাহলে কিভাবে? উত্তর দাও!” তখন সকল ছাত্র চুপ হয়ে গেল। এর মধ্যে এক ছাত্র দাঁড়িয়ে স্যারকে জিজ্ঞাসা করল কতগুলো প্রশ্ন। ছাত্রটি বলল,” স্যার ঠান্ডা বলে কিছুর অস্তিত্ব আছে? শিক্ষক বলল হ্যাঁ অবশ্যই। ঠান্ডা বলে তো আছেই। এর জন্য তো আমরা ঠান্ডা অনুভব করি। তখন ছাত্রটি উত্তর দিল,” স্যার আমরা যদিও ঠান্ডা বলে কিছু অনুভব করি এবং নিজের কাছে মনে হয় যে অস্তিত্ব আছে। কিন্তু প্রকৃত ভাবে ঠান্ডা বলতে কিছুই নেই। পদার্থ বিজ্ঞানের ভাষায় ঠান্ডা বলতে কিছু নেই। আসলে ঠান্ডা হলো তাপের অনুপুস্থিতি অর্থাৎ কোন জায়গায় যদি তাপ না থাকে তাহলে সেই জায়গাটা ঠান্ডা। তারপর বলেন, অন্ধকার বলে কি কিছুর উপস্থিতি আছে?” তখন শিক্ষক বলে উঠলো, “হে, অবশ্যই অন্ধকারের অস্থিত্ব আছে। এর জন্য তো আমরা অন্ধকারকে স্পষ্ট দেখতে পাই। তখন ছাত্র বলে উঠলো,” আর অন্ধকার বলতে কিছুই নেই। আসলে অন্ধকার হলো আলোর অনুপুস্থিতি। পদার্থ বিজ্ঞানের ভাষায়, যেখানে আলো নেই সেখানে অন্ধকার বিরাজ করে। আসলে অন্ধকার বলতে পৃথিবীতে কিছুই নেই। যেমন ধরুন অন্ধকার এর আমরা গতি, বেগ নির্ণয় করতে পারি না। যেখানে আমরা আলোর গতি, বেগ নির্ণয় করতে পারি। যদি অন্ধকারে অস্তিত্বই থাকত তাহলে আমরা সম্পর্কে ধারণা পেতাম। এছাড়া একটি আলোর কণা সাথে সাথে সমগ্র অন্ধকারকে দূর করে দিতে পারে কিন্তু অন্ধকার কখনো আলোকে গ্রাস করতে পারে না। কাজে অন্ধকার বলে কিছু আছে বলে আমার তো মনে হয় না।” তখন শিক্ষক বলে ওঠে, “আচ্ছা। বুঝেছি।”তখন ছাত্র বলল,” স্যার এবার বলুন, খারাপ বলে কি আসলে কিছু আছে?” তখন স্যার বলল,” অবশ্যই আছে। খারাপ আছে বলেই তো মানুষ খারাপ কর্মকাণ্ড করছে।”
ছাত্র বলে ওঠে,” যে স্যার খারাপ বলতে কিছু নেই। আসলে খারাপ হলো ভালোর অনুপস্থিতি। অন্ধকার এবং ঠান্ডার মতোই। মহান আল্লাহ তায়ালা খারাপ বলতে কিছু সৃষ্টি করে নি। আসলে খারাপ বলতে বুঝায় আল্লাহ তায়ালার প্রতি ভালোবাসার অনুপস্থিতি।”
অবশ্যই পড়বেনঃ১/এড দেখে ধুমচে আয় করুন।পেমেন্ট বিকাশে।
২/প্লে স্টোরে এপ ইন্সটল রিওয়ার্ড নিন মাসে ৩-৫ ডলার ক্রেডিট। ১০০% প্রুফসহ একদম ফ্রীতে।