অনলাইন ইনকামের নামে জালিয়াতি…!!!
ঘড়ে বসে অনলাইনে টাকা আয় করার টেনড্নসি এখন অনেকের মধ্যে। ইন্টারনেট ব্যাবহার করে একাজে সফলতা এগিয়ে চলছে খুব দ্রুত ভাবে এগিয়ে চলছে।এক কথাই যাকে বলে আউটসোর্সিং। বর্মাতমান জেনারেশনেরর জন্য অর্থ উপার্জনের এটি একটি বিরাট সুযোগ। একটা রিপোর্ট এ বলা হয় এমন যে বর্তমানে প্রায় ৫ লাখ বাংলাদেশি আউর্সোসিং এর সাথে সরাসরি জরিত। কিন্তু এই সবলতার নিয়েই করছে জালিয়াতি। ডিজাটাল মার্কেটিং থেকে শুরু করে ওয়েবসাইট ভিউ সবখানের এখন ধাপ ফেলে আছে হাজারো ফ্যাক মানুষ। যারা অন্যকে ঠকিয়ে প্রতিনিয়ত নিজের পকেট ভরছে।। তারা প্রথমে বিভিন্ন ওয়েবসাইটে প্রথমে বিভিন্ন জবের অফার দিয়ে সবাইকে আকর্ষন করে তাদের পোস্টের দিকে। এবং সাধারন ভিউ রা তার পোস্ট দেখে তারে পোস্টে রিসপন্স করতে থাকে।। এবং তাদের রিসপন্স দেখে ফ্যাকার তাদের ইনবক্স করতে বলে, এবং পরবর্তি খেলা শুরু হয় সেখান থেকেই। প্রথমে তারা কিছু ফ্যাক পেমেন্ট পিকচার এবং টাকার পিকচার দেখিয়ে মানুষকে টাকার লোভে ফেলায়, আর যেহুত তারা শুরু থেকেই আর্থিক সমস্যার শিকার থাকে তাই তারা টাকা উপার্জনের সহজ পথ গুলো খুব সহজে পেতে চায়, আর এই আগ্রহের সুযোগ নিয়েই ফ্যাকার তার পরবর্তি টোপ ফেলাই। সেটা হলো “এডফি”। তারা একটা নির্দিষ্ট পরিমান টাকা তার থেকে চায় এডফির নামে। এবং বলে এডফি কম্পিলিট করলেই সে জব টা পেয়ে যাবে। জব পাওয়ার আশাই ফ্যাকার কে টাকা পাঠানোর পরে তার ধারনা ভেজ্ঞে যায়। কারন তখন তাকে কিছুক্ষন অপেক্ষা করতে বলবে বাট পরে আর তাকে খুজে পাওয়া যায় না। তার আইডি থাকে ডিএকটিভ। প্রতিদিন হাজারো মানুষ এই প্রতারনার শিকার হয়। তারা হারাই তাদের কিছু কষ্টের টাকা যা তারা আর কখনও ফিরে পাই না।এর পরে আসি ওয়েবসাইট এর মাধ্যমে জালিয়াতি। অনেকেই ওয়েবসাইটে কাজ করে বেশ ভালো পরিমান অর্থ মানে আয় করেন। কিন্তু এসকল কার্যকর ওয়েব সাইটের পিছনেও লুকিয়ে থাকে কিছু জালিয়াতি ওয়েবসাইট। এদের প্রধানত টেন্ডডেনসি এমন যে আপনাকে তাদের পেজে কাজ করাবে কিন্তু আপনাকে পেমেম্ট করবে না। পেমেন্ট নেওয়ার সময় তারা একের পর এক শর্ত ফেলে রাখে যেগুলো কমপ্লিট করা সম্ভব নয়। আর সেখান থেকে উপার্যন ও হয় না। তাই আউটসোর্সিং করার জন্য থাকতে হবে খুব সাবধান, কারন অহেতু কাজ করে পেমেন্ট না পেলে কাজ করে কোনো সুবিধা নেই। সেটা শুধু ধারের বোঝা বৃদ্ধি করে। সেজন্য অনলাইন টাকা উপার্যনের জন্য প্রথমে খুজতে হবে একটা সঠিক প্ল্যাটফর্ম। যেখানে আপনার প্রতারনা হবার আশংকা নেই বললেই চলে। তবে তার প্রথমে আপনাকেই সেই প্লাটফর্ম এ কাজ করার জন্য যথেষ্ট যোগ্যতা অর্জন করতে হবে। তাছাড়ে আপনি কাজ করতে পারবেন না।