এলিয়েন কি আছে??
কুরআন কি বলে?
আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই?
আশা করছি ভালো আছেন।
আমাদের অনেকের মনেই অনেক সময় প্রশ্ন আসে এলিয়েন কি আদৌও আছে?
কেমন হবে তারা কেমন ই বা তাদের জীবন প্রনালী!আমরা কি কখনও তাদের সাথে যোগাযোগ করতে পারবো?
কিভাবে তাদের সাথে ভাবের আদান প্রদান হবে আমাদের আরো নানান কল্পনা জল্পনা
পৃথিবী ছাড়া কি আর কোথাও প্রানের বসবাস আছে? বিজ্ঞানীরা এগুলো নিয়ে গবেষণা করছেন।
কিন্তু বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন কুরআনে এ নিয়ে আগে থেকেই বলা হয়েছে ১৪০০ বছর পূর্বে।
আসুন জেনে নেওয়া যাকঃ-
কুরআন ঃঅধ্যায় নংঃ ৪২ আয়াত নংঃ২৯
“কুরআন বলছে আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবী এবং আকাশ মন্ডলী এবং দুই এর মাঝে তিনি ছড়িয়ে রেখেছেন তার সৃষ্টি। ”
তাই কুরআন বলছে পৃথিবী ছাড়াও প্রানের অস্তিত্ব আছে।এখনও বিজ্ঞান প্রমান করতে পারেনি যে পৃথিবীর বাহিরে জীবন আছে।তবে হয়ত অদুর ভবিষ্যতে প্রমান হবে যে পৃথিবীর বাহিরেও প্রান এর অস্তিত্ব আছে হয়ত আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবো।
এখন অনেকে বলতে পারেন কুরআনে কেন এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া নেই।বন্ধুরা ৩০ পারা কুরআন তাতেই মানুষ এর চোয়াল ঝুলে যায় যে সর্বনাশ করেছে এত মোটা বই কিভাবে পড়ে শেষ করবো!!
আর আল্লাহতায়ালা যদি সকল কিছু নিয়ে কুরআনে বিস্তারিত বলতেন তবে বড় বিল্ডিং সমান বই হয়ে যেত।
বা পড়ে শেষ করা যাবেনা এরকম বই হয়ে যেত।
তাই বলা যায় কুরআন হলো টেলিগ্রাফিক বার্তা আল্লাহর তরফ থেকে।
এখানে সকল কিছু নিয়ে বলা হয়েছে যা কিনা খুঁজে বের করার আর বিশ্বাস স্থাপন করার দায়িত্ব আমাদের।
বিজ্ঞানীরা প্রতি নিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে তারা প্রমান করতে পারেন যে পৃথিবীর বাহিরে প্রানের অস্তিত্ব আছে।
কিন্তু আশ্চর্য জনক হলেও সত্তি যে আল্লাহ কুরআনে ১৪০০ বছর আগে বলে দিয়েছেন যে,” হ্যাঁ পৃথিবীর বাইরেও প্রান রয়েছে।”
যাকে আমরা বলে থাকি এলিয়েন।