আসসালামুআলাইকুম, আসা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েবসাইট এর কথা আমরা হয়তো সবাই শুনেছি।আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজের জন্য আমরা ওয়েবসাইটে যায়, ভিজিট করি।কিন্তু কেমন হয় যদি সে ওয়েবসাইট আমরা বানিয়ে কিছু টাকা ইনকাম করতে পারি।
তো আজকের এপিসোডে আপনাদের বলবো কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। হ্যাঁ, ঠিক শুনেছেন।কারণ ওয়েবসাইট এর মাধ্যমে বর্তমানে অধিকাংশ লোকেরাই মাস শেষে কিছু কাজ করার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে ।
কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে আয় করবেন?
১. Google Adsense
ওয়েবসাইট এর মাধ্যমে টাকা ইনকাম করার ক্ষেত্রে Google Adsense সেরা একটি উপায়।ভালো পরিমাণে টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন বিজ্ঞাপনের মাধ্যমে। আপনার একটি ওয়েবসাইট আছে।সেখানে ভালো ট্রাফিক আসে। সেক্ষেত্রে গুগলে আপনি অ্যাডসেন্স এর জন্য আবেদন করলে, সব নিয়ম যদি আপনি মেনে থাকেন তাহলে গুগল অ্যাডসেন্স এর approval দিয়ে দেয় ।যার মাধ্যমে মূলত টাকা ইনকাম হয়।এখানে আপনার ভিজিটররা এডে ক্লিক করলেই আপনার ইনকাম হচ্ছে। সেক্ষেত্রে google Adsense অনেক ভালো একটি উপায় ওয়েবসাইট থেকে ইনকাম করার ক্ষেত্রে।
২.Affiliate Marketing :
এফিলিয়েট মার্কেটিং করে আয় করার কথা আমি আগের একটি এপিসোডে আপনাদের বলেছিলাম। এফিলিয়েট মার্কেটিং করে কিভাবে ইনকাম করবেন সেটা আপনারা জেনে গেছেন।
একইভাবে ওয়েবসাইটের মাধ্যমেএফিলিয়েট মার্কেটিং করে আপনি ইনকাম করতে পারবেন।আর এই ইনকামের মাত্রা অনেক বেশি।যেমন ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে সেখানে আপনি প্রতিনিয়ত আর্টিকেল লিখেন।
আপনার ওয়েবসাইটটিতে প্রচুর ট্রাফিক আসে।আর এমনিতেও আপনার ওয়েবসাইটে একবার ট্রাফিক আসা শুরু করলে সেখানে ট্রাফিক বা ভিসিটর আসতেই থাকবে।এইক্ষেত্রে আপনি আপনার ভিজিটরদের চাহিদা অনুযায়ী ডিজিটাল প্রোডাক্ট অথবা যেকোনো প্রোডাক্ট এর এফিলিয়েট লিংক নিয়ে আপনার ওয়েবসাইটে দিতে পারেন।
এক্ষেত্রে যতজন আপনার ওয়েবসাইটে দেওয়া এফিলিয়েট লিংক থেকে পণ্যটি কিনবে আপনি সেখান থেকে কমিশন পাবেন। এক্ষেত্রে আপনার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক থাকতে হবে অবশ্যই।
কয়েকটি এফিলিয়েট প্রোডাক্ট:
- Domain (সবচেয়ে কম দামে ডোমেইন হোস্টিং কিনুন বাংলাদেশী সাইট Mylighthost থেকে)
- WordPress Theme
- Web Hosting (সবচেয়ে কম দামে ডোমেইন হোস্টিং কিনুন বাংলাদেশী সাইট Mylighthost থেকে)
- e-book
ইত্যাদি প্রোডাক্টের এফিলিয়েট লিংক আপনি দিতে পারেন।
৩.অন্যান্য বিজ্ঞাপন মাধ্যম
অনেকসময় দেখা যায় আপনারা Google Adsense এর জন্য আবেদন করলেন কিন্তু সঠিক নিয়ম মেনে না চলার কারণে অথবা কোনো ভুলের কারণে আপনি অ্যাডসেন্স এর অনুমোদন পেলেন না। সেক্ষেত্রে আপনি অন্যান্য কোম্পানির বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে দেওয়ার মাধ্যমে কিছু টাকা সেই বিজ্ঞাপন কোম্পানি থেকে নিতে পারবেন।
যেমন ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে।অন্যদিকে একটি অ্যাপ কোম্পানি রয়েছে যার বিজ্ঞাপন দিতে চাই সে কোম্পানি।আপনি তার বিজ্ঞাপন টি আপনার ওয়েবসাইটে দেখিয়ে তার থেকে কিছু টাকা ইনকাম করতে পারেন। এক্ষেত্রে আপনার ভিজিটর যত লাভ ও ততো।
৪.ওয়েবসাইট তৈরির মাধ্যমে
আপনি বিভিন্ন টপিক নিয়ে ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে পারবেন।যেমন ধরুন, মোবাইল রিভিউ , লেপটপ রিভিউ, টেকনোলজি, ফটোগ্রাফি ইত্যাদি।
অনেক কোম্পানি এমন ওয়েবসাইট এর প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট বানিয়ে বিক্রি করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।
৫.Sponsorship :
ওয়েবসাইটের মাধ্যেমে আয় করতে চাইলে এটির সাহায্যে আয় করতে পারেন। যেমন ধরুন কোনো একটি কোম্পানি চাচ্ছে তাদের কোম্পানি related একটা ওয়েবসাইট থাকবে। কিংবা তার কোম্পানি নিয়ে কোনো ওয়েবসাইটে একটি প্রমোটমূলক পোস্ট বা আর্টিকেল থাকবে। সেক্ষেত্রে সে কোম্পানি আপনার ওয়েবসাইটে তার কোম্পানি সম্পর্কে আর্টিকেল পাবলিশ করতে বললে তার মাধ্যমে আপনি ভালো ইনকাম করতে পারছেন।
এছাড়াও আরো বিভিন্ন মাধ্যমের সাহায্যে আপনি ওয়েবসাইট তৈরি করে ইনকাম করতে পারবেন। শুধু যে Google Adsense অনুমোদন না দিলে ইনকাম সম্ভব না, এটা কিন্তু না।
অধিকাংশ লোকেরা বিভিন্ন মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যাচ্ছে। তবে এর জন্য প্রয়োজন ধৈর্য আর পরিশ্রম।
আসা করি মোটামুটিভাবে বুঝে গিয়েছেন, ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আয় করতে পারবেন ভালো পরিমাণের কিছু অর্থ। ধন্যবাদ