আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। বর্তমানে আমরা ইন্টারনেটের ওপর অনেক বেশি নির্ভরশীল। এটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে ব্যাপকভাবে জড়িয়ে গিয়েছে। আর এই ইন্টারনেট ব্যবহার করার জন্য আমরা বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করে থাকি হোক সেটা কম্পিউটারে অথবা হোক সেটা স্মার্টফোনে। ইন্টারনেট সার্ফ করার জন্য ওয়েব ব্রাউজার গুলো ব্যাপক ভূমিকা পালন করে থাকে।
আর এই ওয়েব ব্রাউজার যদি আমাদের কাছে আকর্ষণীয় না হয়, আমরা যদি এর মাধ্যমে উন্নত মানের ফিচার ব্যবহার করতে সক্ষম না হয় তাহলে ওই ওয়েব ব্রাউজার ব্যবহার করার কোন প্রশ্নই উঠে না। আর এই ওয়েব ব্রাউজার কে আরও আকর্ষণীয় করে তোলার জন্য ব্যবহার করা হয় এক্সটেনশনস।
এক্সটেনশন কি?:
সাধারণ অর্থে এক্সটেনশন কথাটির অর্থ হলো অতিরিক্ত বা বাড়তি। ওয়েব ব্রাউজার গুলোর ক্ষেত্রে এই এক্সটেনশন অনেকটা একই অর্থের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ওয়েব ব্রাউজার গুলো থেকে একটু বাড়তি সুবিধা পাওয়ার জন্য আমরা এই এক্সটেনশন গুলো ব্যবহার করে থাকি।
আমরা ওয়েব ব্রাউজারে কেন এক্সটেনশন ব্যবহার করি?:
আমরা ওয়েব ব্রাউজারে শুধুমাত্র কি আকর্ষণীয় তার জন্যই এক্সটেনশন ব্যবহার করি নাকি এর আলাদা কোনো গুরুত্ব রয়েছে। এক্সটেনশন গুলো ওয়েব ব্রাউজারে একটি নির্দিষ্ট ফিচার যোগ করতে সক্ষম হয়। আর এই ফিচার যদি আমাদের নিকট প্রয়োজনীয় না হয় তাহলে এই এক্সটেনশন ব্যাবহার করার কোন মানেই হয়না। এক্সটেনশন ব্যবহার করে ওয়েব ব্রাউজারে যে সকল সুবিধা উপভোগ করা যায়-
১. কোন ওয়েবসাইটের অ্যাড ব্লক করার জন্য অ্যাড ব্লক এক্সটেনশন ব্যবহার করা হয় যা আমাদের অযথা এড দেখা থেকে বিরত রাখে এবং একটি সুন্দর ব্রাউজিং এক্সপেরিয়েন্স প্রোভাইড করতে সক্ষম হয়।
২. এক্সটেনশন ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোনো ভাষায় লেখা ওয়েবসাইট খুব সহজেই আপনার নিজের ভাষায় ট্রান্সলেট করে বুঝতে সক্ষম হবেন। এতো সহজেই আপনি ভাষাগত জটিলতার হাত থেকে রেহাই পাবেন এবং ইন্টারনেটে আপনার বিস্তৃতি বাড়াতে সক্ষম হবে।
৩. যে কোন ওয়েবসাইট থেকে যেকোনো ধরনের ফাইল ডাউনলোড করার জন্য আমরা বিভিন্ন ধরনের ডাউনলোড এক্সটেনশন ব্যবহার করে থাকি। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা IDM আমাদের কাছে একটি অতি পরিচিত ওয়েব ব্রাউজার এক্সটেনশন যা আমাদেরকে যে কোন জায়গা থেকে যেকোনো জিনিস খুব সহজেই ডাউনলোড করতে সহায়তা করে।
৪. বর্তমানে ডার্ক মোড এর জনপ্রিয়তা ব্যাপকভাবে বিস্তৃত। খুব সহজেই আপনি আপনার ওয়েব ব্রাউজারে এক্সটেনশন ব্যবহার করে যে কোন ওয়েব পেইজ এ ডার্ক মোড ব্যবহার করতে সক্ষম হবেন।
৫. আপনার ইন্টারনেট সার্ফিং কে আরো সিকিওর করার জন্য এক্সটেনশন ব্যবহার করা হয় যা বিভিন্ন ওয়েবসাইট থেকে অপ্রয়োজনীয় ইন্টারনেট কুকিজ সরবরাহ বন্ধ করে।
যদিও বেশির ভাগ এক্সটেনশন গুলো কম্পিউটারের ওয়েব ব্রাউজার গুলোর মধ্যে ব্যবহার করা যায়। অ্যান্ড্রয়েড ফোনের ওয়েব ব্রাউজার গুলোর জন্য এক্সটেনশন তেমন একটা নেই। খুব কম অ্যান্ড্রয়েড ফোনের ওয়েব ব্রাউজার এ এক্সটেনশন ব্যবহার করা যায়। কিন্তু এক্সটেনশনের এই সুবিধা গুলো উপভোগ করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করতে হয় যদি সেই এক্সটেনশনটি ইন্টারনেটে সবার জন্য উন্মুক্ত না থাকে। এটি এক্সটেনশনের একটি ল্যাগিং পয়েন্ট। এছাড়া সময়ের সাথে সাথে এক্সটেনশনটি কে আপগ্রেড না করলে এক্সটেনশনটি ব্রাউজারে সঠিকভাবে ফাংশন করতে ব্যর্থ হয়।
এই বিষয়গুলো বিবেচনা করে আপনি আপনার ওয়েব ব্রাউজারে এক্সটেনশন ব্যবহার করতে পারেন।