১।তোমার রক্ত চক্ষু
তোমার রক্ত চক্ষু এখন আমায়
আর ভীত করতে পারে না,
প্রতিবাদী এখন আমি বিপ্লবী পৃথ্বীর
অন্যায়ের কাছে নত হতে পারি না।
মজলুম ছিলাম বলে পদে পদে
লাঞ্ছনা আর নিপীড়নের শিকার,
দুর্বলের প্রতি সদা সর্বদা তাই
আঘাত হানে দুর্নিবার।
এমনি করে মার খেয়ে খেয়ে
শক্ত হয়েছে মনের ভিত,
প্রতিবাদ করতে পিছু হঠবো না আর
এখন আমি পরিপূর্ণ প্রস্তুত।
হৃদয়ে কোন ইস্পাত কঠিন
ভাঙতে পারবে না সহসা,
নিজের উপর বিশ্বাস প্রবল
আত্মবিশ্বাস মোর ভরসা।
রোদে পুড়ে বর্ষায় ভিজে
সহনশীল হয়েছে এই অবয়ব,
শত আঘাতেও দুমড়াবে না কভু
কারণ আমি থাকব সর্বদা সরব।
২। স্বপ্ন দেখেছি
স্বপ্ন দেখেছি কবি হব আমি
লিখবো বসে কবিতা,
বাস্তব দেখি তার বিপরীত
নেই সেখানে বিলাসিতা।
কল্প লোকের রাজা আমি
মন যা চায় করি অহর্নিশ,
মোহ ভেঙ্গে দেখলাম আমি
অযথাই করছি নিসফিস।
মনের রঙের সব রং দিয়ে যদি
সাজাতে পারতাম ধরণী,
সেখানে তোমায় বসাতে নির্যাতনে
করে রাখতাম মহারানী।
আবেগ দিয়ে ক্ষণিক হয়তো
স্বপ্ন দেখি হতাম বিভোর,
একটা সময় কেটে গেলে তা
ব্যথায় ব্যথায় কাতর।
৩। চলছি যখন সমুখ পানে
পিছু ডেকো না তুমি
চলছে যখন সম্মুখ পানে,
পথ রোধ করে আমার
গতি তুমি থামিয়ে দিও না।
জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়
একাগ্রতা তখন দিশেহারা,
জীবন সেখানে থমকে যাবে
পাবেনা ফিরে পথের দেখা।
দুর্জয়ের পথের দুর্বলতার কোন
প্রশ্রয় দিতে নেই একটুও,
মনে রাখতে হবে দুর্বার সাহস
ভেঙ্গে পড়লে চলবে না মোটেও।
সকল বাধার প্রাচীর ডিঙিয়ে
আসবে যখন সেই শুভ দিন,
ধরা তখন স্বর্গের মত
হয়ে উঠবে রঙিন
৪। নিস্তব্ধ নীরবতা
নিস্তব্ধ নীরবতা ধরণীর বুকে
আমার হৃদয়ে বেদনার ঝড়,
কেড়ে নিলে সব শান্তি তুমি
তাই বুকে বেধেছি পাথর
নিদ তুমি হরন করলে
অশ্রু ঝরে এখন আঁখিপাতে,
এতোটা আঘাত পাইনি কভু
জীবনের এই মোহনাতে।
রাত পেরিয়ে প্রভাত আসে
ধরনীর বুকে বহে নির্মল হাওয়া,
আমার মনে হতাশার হুতাসন
না হল তোমাশ পাওয়া।
ফেরালে আমায় শূন্য হাতে
কেড়ে নিলে নিঠুর থাবায়,
এটুকু মিনতি করি শেষ বেলায়
শুধু ভালবাসি বলে তোমায়।
৫। যদি না থাকাও একবার
যদি দেখা হয় কোন পথের ধারে
কোন আনন্দঘন জলসা,
একটু শুধু মুচকি হেসো
দেখলে একবার আমায়।
একটা সময় ছিলাম আপন
আজ হয়তো হয়েছি পর,
মুখ ফিরিয়ে নিলে হৃদয়ে
উঠবে বুঝি দুঃখের ঝড়।
জাত ধরে ছিলে তুমি যতনে
কালের ধারায় হয়ত সরিয়ে নিলে,
না চেনার ভান কর না কখনও
যদি তোমার সাথে দেখা মেলে।
সময় কখনও মানুষের জীবনের
গতিকে বদলায় বার বার,
তারই ধারায় হয়তো আমাদের
দেখা হয়ে যাবে আবার।
ভুলে যেও না কভু প্রিয়
একটা সময় ভালবেসেছিলাম,
কষ্ট পাব ঠিক তখনই
যদি না তাকাও একবার।
Good
nice
Good
Thanks
Hm
Ok
চমতকার কবিতা।
চমৎকার
nice
সুন্দর
bah…
Good
keep it up
ধন্যবাদ
nice
Nice
wow!
Hmm
Good
সুন্দর ❤️❤️
❤️
Good
বেশ ভালো পোস্ট।
❤️
❤️❤️
Nice
Valo…
সুন্দর প্রকাশ
super
বেশ ভালো লাগলো।
অসাধারণ ❤️
Omg
Gd
great…
Nice
Nice
সুন্দর
good writing 😇
nice
❤️
Nice bro
kobita guli pore valo legeche
এত্ত কবিতা
Nice
সুন্দর
Vl kobitao
Wow
Sotti onk sundor
নিস্তব্ধ নিরবতা কবিতাটি খুব ভালো হয়েছে
nice
sondhor
Nice
দারুন
👍👍
সুন্দর
অনেক ভালো লিখেছেন।
১. তোমার রক্ত চক্ষু 2. স্বপ্ন দেখেছি 3. চলছি যখন সমুখ পানে 4. নিস্তব্ধ নীরবতা 5. যদি না থাকাও একবার
অনেক ভাল লিখেছেন। এ পাঁচটি কবিতা খুব ভাল লেগেছে।
ধন্যবাদ-
সামুম-01962119664
অসাধারণ
এগিয়ে যাও
দারুণ
দারুণ।
AMAZING
nice