আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহর
আশা করি সবাই ভালো আছেন। আজ আমি খুব চমৎকার কিছু জিনিস নিয়ে আলোচনা করব। বিষয় গুলো মূলত বিজ্ঞান নিয়ে।
বর্তমান সময়ের সবচেয়ে সেরা আলোচনার বিষয় হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান এর অনেক শাখা আছে। আজ আমি এর একটি শাখা জৈবপ্রযুক্তি এর কিছু কথা শেয়ার করব।
জৈবপ্রযুক্তি এর টিস্যু কালচার এর বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে এটা কৃষি ক্ষেত্রে অনেক পরিবর্তন নিয়ে এসেছে। এর অনেক সুবিধা রয়েছে।
প্রথম এ বলি টিস্যু কালচার কিভাবে করে 👇👇👇
প্রথম এ একটি কান্ড নির্বাচন করতে হবে। একে জীবাণু মুক্ত ছুরি দিয়ে কেটে ৭০% অ্যালকোহল দিয়ে জীবনু মুক্ত করতে হবে।
তারপর মিডিয়া মানে যেখানে চারা রোপণ করবেন তা তৈরি করতে হবে। এর ph মান ৫.৫-৫.৮ রাখতে হবে।
মিডিয়া মানে যেখানে চারা রোপণ করবেন সেই পুষ্টি মাধ্যমে কে তাপ দিয়ে জীবানু মুক্ত করতে হবে।
তারপর যে কান্ড নির্বাচন করেছিলেন তা স্থাপন করবেন। অবস্যই এগুলো একটা পাএে করতে হবে। কান্ড স্থাপন এর পর পাএের মুখ বন্ধ করে দিবেন।
তাহলে ৫/৭ দিন এর মধ্যে চারা উৎপাদন হবে।
এর সুবিধা 👇👇👇👇
আমরা টিস্যু কালচার কেন করব। এগুলো করলে কি লাভ আসুন জেনে নেই।
টিস্যু কালচার এ যে চারা উৎপন্ন হয় তার বৈশিষ্ট্য অনেক উন্নত ও ভালো।
চারা সঠিক পুষ্টি সম্পন্ন হয়।
অল্প সময় এ চারা উৎপন্ন করা যায়।
কম যায়গায় অনেক চারা উৎপন্ন করা যায়।
সহজে চারা সংরক্ষণ করা যায়।
আশা করি এটা সবাই কাজে লাগাতে পারবেন। এই পদ্ধতিতে চারা উৎপন্ন করলে সব দিক দিয়ে লাভবান হতে পারবেন। একে কম সময়ে চারা উৎপন্ন হবে। আবার সঠিক পুষ্টি সম্পন্ন চারা উৎপন্ন হবে।আপনারা এসব চারা থেকে ভালো ফলন পাবেন। আপনারাদের কাজ গুলো করতে হলে মিডিয়া কে জীবানু মুক্ত করতে অটোক্লেভ মেসিন এর প্রয়োজন হবে তাপ দিতে। বাকি সবগুলো হাতের কাছে পাবেন। যারা চারা উৎপাধন এর কাজ করেন এই প্রযুক্তি টি ব্যবহার এর চেস্টা করবেন। অবস্যই আগের থেকে বেশি সফল হবেন।
ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য। আবার কথা হবে এরকম বিজ্ঞান বিষয়ক পোস্ট এ। ভালো থাকবেন সবাই। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ